নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর বেলুন অথবা নাফের সারথী

কবিতা/ গল্প/ উপন্যাস/ প্রবন্ধ/ অন্যান্য

নুপা আলম

আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............

নুপা আলম › বিস্তারিত পোস্টঃ

জিকির-এক

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৯

হাত থেকে হাত সরিয়ে চোখ থেকে চোখ
মন থেকে মন সরিয়ে বুক থেকে বুক,
একটু একটু ভুলে ভুলে কেবল হারিয়ে যাওয়া
হারিয়ে গিয়ে হয়তো আবার আমার হলো পাওয়া।
পেতে গেলে হারিয়ে যাও জ্বালাও হৃদয় দ্বার
স্বর্গ থেকে নরকে যাও পেতেই পারো পার,
পার পেয়েছি নি:সঙ্গতায় বসে একা একা
একা হলেই তবে আমি তার পেয়ে যাই দেখা।
দেখার ভেতর একা হওয়া একা থাকে তিনি
তিনি আমায় চিনেন কেবল আমি তাকে চিনি,
চিনতে চিনতে আকাশ দেখি বাতাস এঁকে রাখি
মধ্যরাতে একা হলেই তাকে আমি ডাকি।
ডাক শুনেছি আমার আমি অন্য কেউ নাই
না থাকাতে শূন্য কেবল কাঁদে বেদনায়,
বেদনাতে তাকে পাওয়া চোখের ভেতর চোখ
চোখের নিচেই বসত করে আমার চেনা বুক।
বুকে বুকে জিকির চলে মনে মনে গুনি
হাতে হাতে বিনয় থাকে চোখে চোখে শুনি,
কানে কানে দেখা হবে আমার এবং তার
আমি যদি তার হয়ে যাই তিনি হবে কার?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.