নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর বেলুন অথবা নাফের সারথী

কবিতা/ গল্প/ উপন্যাস/ প্রবন্ধ/ অন্যান্য

নুপা আলম

আমাদের বিচিত্র জীবনের প্রতিটি দিন আমাদের জন্য আমরা আমাদের নিকটের কেউ নই.............

নুপা আলম › বিস্তারিত পোস্টঃ

কৈফিয়তের হালখাতা

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

কিভাবে এতোটাই বিস্ময়কর পূর্ণিমার আলো অবলোহন
পাহাড়ের ঝর্ণায় জল শূণ্যতার কি কেবল হারানোর গল্প
নাকি সাগর দেখেই বিমুগ্ধ বেদনা জাগিয়ে নেবার প্রত্যয়,
আমাকে গ্রাস করে অবিকল আমার মতো মৃতদের মিছিলে
বুঝতে পারি বলে আঁধারে চোখ রেখে চোখ আঁকি নিজের
ফ্যাশন মানেই মুক্ত যৌনচার তাতো জানা ছিল না আর।

কুয়াশায় দাঁড়িয়ে বিস্মিত প্রজাপতি মন উড়ে যায়-ফিরে আসে
যাকে ছুঁইতে চেয়ে সম্প্রতি মৃতের মিছিলে আমি আমাকে দেখেছি
অবিকল আমার মতো একজন কন্ঠ ও হাত মিলিয়ে শ্লোগানে দিয়েছে
‘লাথ্থি মারো জোরে লাথ্থি, এবার ভাঙ্গবে জারজের হাড্ডি’
এ যেন স্রোতহীন নতুন বেশ্যার সাথে লম্পটের প্রতারণা
আমার আমাকেও শামিল করতে চেয়েছে কৈফিয়তের হালখাতায়,

কে আমি-কে তুমি; কিসের এতো বেশি লেনদেন জমা হতে পারে
কেন এমন সম্ভাবনার জালে বন্ধি সাদা বকের সংসার
‘শিঁয়া বাঁশের ঝোপে সন্ধ্যা হলেই ডাক দেয় দু:খের স্বজন-রে’
কই কেউ তো বলেনি ‘নুপা তুঁই আর কাঙ্গাল থাকিস না
তোরে এবার নিয়ে যাবো বিশুদ্ধ নাগরের কাছে
তুঁইও পেয়ে যাবি হারামকে হালাল করে নেয়ার ফতোয়া’।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.