![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কোচিং থেকে ক্লাশ শেষে বের হচ্ছিলাম আমরা তিন জন। এক জন আবার মোটরসাইকেল নিয়ে আসছিল। সে বৃস্টি আসায় মোটরসাইকেলটা পাশের বাসার গেটের সামনে রেখেছিল। তো আমরা নামতেই দেখি বাসাওয়ালা দাড়িয়ে আছে কে এই কাজ করছে এটা দেখার জন্য। যেই ছেলেটা মোটরসাইকেল নিতে গেল অমনি ওই বাসাওয়ালা চিল্লায় ওঠল
:কার মোটরসাইকেল ? এখানে রাখছো কেন ?
:আঙ্কেল আমি দুঃখিত
:এটা কি মোটরসাইকেল রাখার জায়গা?
:আঙ্কেল আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আসলে বৃস্টি আসায় এখানে রাখছি, আমার ভুল হয়ে গেছে।
কিন্তু লোকটি আরো চেচামেচি শুরু করল
:তোমরা কোচিং করতে আসবা আর যেখানে সেখানে মোটরসাইকেল রাখবা.......
আরো অনেক কিছু যদিও লোকটার বাচন ভঙ্গি সুবিধার ছিল না।
ছেলেটা ওই আঙ্কেলকে আবার সরি বলে বুঝাতে গেল যে সে ইচ্ছাকৃত ভাবে এখানে রখেনি সেবুঝতে পারেনি ।
কে শোনে কার কথা আঙ্কেল চিল্লায় ওঠলেন, "কিসের সরি!!"
অবস্থা বেগতিক দেখে আমি ওই ছেলে কে বললাম, যা হবার হয়েছে এখন এখান থেকে চলে যাও।
কিন্তু বিপত্তি বাজল যখন ছেলেটা মোটরসাইকেল গেটে ওখান থেকে সরিয়ে (যেখানে রাখলে সমস্যা নেই সেখানে) রেখে আবার কোচিংয়ে য়েতে চাইল কারন পরিচালক স্যারের সাথে তাকে কথা বলতে হবে।
কিন্তু এটা দেখেই ওই আঙ্কেল ক্ষেপে যেয়ে মোটরসাইকেলে লাথি মারতে শুরু করলেন, ছেলেটাকেও কয়েকটা লাথি লাগলো এমনকি ওকে কিছু চর থাপ্পরও মারলো..!! আর বলতে লাগলো, "আবার এখানে রাখতেসিছ.... (সাথে কিছু অকথ্য গালি-গালাজ করতে লাগলো
)
চেচামেচি শুনে আরো কয়েকজন এসেছিলেন আমরা সবাই তার এমন আচরনে অবাক হয়ে গেলাম
আমি তো মনে মনে ক্ষুব্ধ হয়ে গেলাম, কারন ছেলেটা অন্তত মার খাওয়ার মতো কোন অপরাধ করেনি।
বুঝলাম যে তার টাকা পয়সা হয়েছে, একটি প্রসিদ্ধ জায়গায় বাড়ি করেছেন কিন্তু তার স্বভাব রাস্তার লোকদের মতো, আসলে কয়লা ধুলে ময়লা যায়না
৩০ শে মে, ২০১৩ রাত ২:১৪
নূর আদনান বলেছেন: @ হ্যাজাক ভাই আপনার বুদ্ধি তো হ্যাজাক এর মতোই
২| ৩০ শে মে, ২০১৩ রাত ১:৫৮
বাংলার হাসান বলেছেন: আসলে কয়লা ধুলে ময়লা যায়না
হ্যাজাক বলেছেন: বাড়ী ওয়ালার মেয়ের সাথে খাতির করার টেরাই করেন
৩০ শে মে, ২০১৩ রাত ২:১৬
নূর আদনান বলেছেন: ঠিক বলছেন
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ রাত ১:২৭
হ্যাজাক বলেছেন: বাড়ী ওয়ালার মেয়ের সাথে খাতির করার টেরাই করেন