নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দুনিয়ায় কেউ কারো নয়

নূর আদনান

চেষ্টা করছি শুদ্ধ হতে, নির্ভেজাল ও শুভ্র হতে। প্রভূ পবিত্র কর মোরে

নূর আদনান › বিস্তারিত পোস্টঃ

এলো আঙুলের ছাপ শনাক্তকারী প্রথম টাচস্ক্রিন

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫১



টাচস্ক্রিন ক্রমশই বর্তমান প্রযুক্তির একটি অতি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াচ্ছে । আর তাই বিজ্ঞানীরাও বসে নেই । এতে নতুন নতুন সুবিধা এনে দিতে অবিরত গবেষণা করে যাচ্ছেন তারা । তারই ধারাবাহিকতায় জার্মানির হ্যাসো প্লেটনার ইনিস্টিটিউটের গবেষক ক্রিশ্চিয়ান হোলজ এবং প্যাট্রিক বাউডিস এবার নিয়ে এসেছেন এমন এক ধরনের টাচস্ক্রিন যা শনাক্ত করতে পারবে মানুষের আঙুলের ছাপ । বলা হচ্ছে এই প্রযুক্তি মানুষের ব্যক্তি পর্যায়ে কম্পিউটার ব্যাবহারকে নতুন করে সংজ্ঞায়িত করবে।



বাজারে এখন পর্যন্ত যত ধরনের টাচস্ক্রিন আছে সেগুলো কেবলমাত্র আলোক নিঃসরণ করতে পারে । কিন্তু কোনটিই আঙ্গুলের ছাপ শনাক্ত করতে পারে না কিংবা কোন কিছু স্ক্যান করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তাতে উপযোগী নতুন কোন সেন্সর যুক্ত করা হয় । কিন্তু এই প্রযুক্তিতে আলাদা কোন সেন্সরের প্রয়োজন নেই । এ প্রসঙ্গে হোলজ বলেন,



"এখনকার ডিসপ্লেগুলো আঙ্গুলের ছাপ স্ক্যান করতে পারে না এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো আঙ্গুলের ছাপ প্রদর্শন করতে পারেনা । কিন্তু আমরা এমন প্রযুক্তি নিয়ে এসেছি যা এগুলোর উভয়ই করতে সক্ষম।"



তাদের বর্তমান প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে একটি বড় আকৃতির ট্যাবলেটের ডিসপ্লেতে । যাতে লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র অপটিক্যাল ফাইবার সংযুক্ত আছে । এই অপটিক্যাল ফাইবারগুলো আলোক নিঃসরণ করে । এই আলো আঙুলের ছাপে প্রতিফলিত হয়ে ইনফ্রারেড রূপে ফিরে আসে এবং একটি ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ে ।



প্যাট্রিক এবং হোলজ আশা করছেন এমন একটি সময়ের যখন এধরনের টাচস্ক্রিন কফিশপগুলোর টেবিলে বহুলভাবে ব্যবহৃত হবে তখন মানুষ তাদের ব্যক্তিগত ল্যাপটপ, ট্যাবলেট কিংবা মোবাইল না নিয়ে গেলেও সেখানে বসেই ইন্টারনেট ব্রাউজিং কিংবা ই-মেইল আদান-প্রদানের মত ছোটখাট কাজগুলো সেরে নিতে পারবেন তারা এমন একটি সময়ের কথাও কল্পনা করেন যখন অতি গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্রও এমন একটি টেবিলের মাধ্যমেই অত্যন্ত নিরাপদে আদান-প্রদান করা সম্ভব হবে ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮

বোকামন বলেছেন:
অপেক্ষায় আছি :-)
[১+]

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

নূর আদনান বলেছেন: পেয়ে যাবেন। ধন্যবাদ

২| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫

পিনিকবাজ বলেছেন: আমিও আছি অপেক্ষায়.....

২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

নূর আদনান বলেছেন: পেয়ে যাবেন। ধন্যবাদ

৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষায় থাকা শুধু।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

নূর আদনান বলেছেন: আসলেই কাজের জিনিস

৪| ২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৩

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ জানলুম।

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৪

নূর আদনান বলেছেন: জানার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.