নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দুনিয়ায় কেউ কারো নয়

নূর আদনান

চেষ্টা করছি শুদ্ধ হতে, নির্ভেজাল ও শুভ্র হতে। প্রভূ পবিত্র কর মোরে

নূর আদনান › বিস্তারিত পোস্টঃ

মাত্র বারো বছর বয়সেই রোবট নির্মাতা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

মাত্র বারো বছর বয়সেই রোবট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্কুল পড়–য়া ছাত্র রোহান আগরাওয়াল। যে বয়সে শিশুরা ভিডিও গেম নিয়ে খেলায় মেতে থাকে ঠিক সে বয়সেই ছোট আকৃতির কয়েকটি রোবট তৈরি করেছে রোহান। সম্প্রতি ম্যাশেবলে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে। সার্চ জায়ান্ট গুগলের সহযোগিতায় গুগল ও ডিজনির জন্য ক্যালিফোর্নিয়ার সানিভিলে ওলজিক নামে একটি রোবট নির্মাতা প্রতিষ্ঠানে রোবট তৈরি করে সে। এটি ঘুরে ঘুরে অফিসের সবাইকে চিপস পৌঁছে দিতে সক্ষম। মাত্র চার বছর বয়স থেকে প্রোগ্রামিং শুরু করে রোহান। এছাড়া পাঁচ বছর বয়সে কোডিং শিখে নিজেই ওয়েবসাইট তৈরি করা শিখেছিল বলে জানিয়েছে রোহানের মা :|| । ম্যাশেবলকে দেয়া এক সাক্ষাৎকারে রোহান বলেন, প্রথমে আমি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ শিখি। এক সময় আমার মা সার্চ জায়ান্ট গুগলের ওয়েবপেজের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন। তখন থেকে আমি গুগলের ভক্ত হয়ে যাই। এরপর হার্ডওয়্যার নিয়েও আগ্রহ বাড়তে থাকে তার। প্রকৌশলী বাবা-মা তাকে একটি ডিজিটাল সার্কিট বুক এবং একটি কিট কিনে দেন। সেটা নিয়ে চলতে থাকে গবেষণা। এ সময় কয়েকবার দুর্ঘটনার শিকার হতে হয় তাকে। বয়সে শিশু হওয়ায় তাকে কোনো পারিশ্রমিক দেয়নি ওলজিক নামের রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে প্রতিদিন দুপুরে খাবার সরবরাহ করত তারা। ভবিষ্যতে রোহান কম্পিউটার প্রোগ্রামার বা রোবট নির্মাতা হতে চায়।

ওরে সব্বনাস মাথায় কত ব্রেন রে...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

শূন্য পথিক বলেছেন: B:-/

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

নূর আদনান বলেছেন: B:-/ B:-/ :-B

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

জেনে ভাল লাগল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২২

নূর আদনান বলেছেন: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.