![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/p480x480/1236551_596672950378924_529944624_n.jpg
পৃথিবী বিখ্যাত ছবিটি ২১ সপ্তাহ বয়সী অভূমিষ্ঠ স্যামুয়্যাল আলেক্সান্ডার আরমাস (জন্ম: ২ ডিসেম্বর ১৯৯৯) এর। ভূমিষ্ঠ হওয়ার আগেই তার স্পাইনা বাইফিডা নামক একটি রোগ ধরা পড়ে এবং যার জন্য তার অপারেশন জরুরী ছিল। কিন্তু গর্ভ থেকে বের করে নিলে তাকে বাঁচানো যেত না। আলেক্সান্ডারের মা জুলি আরমাস পেশায় একজন সেবিকা ছিলেন এবং তিনি ডা. বার্ণার এর কথা জানতেন এবং ভরসা করেছিলেন। তিনি শিশুটিকে গর্ভে রেখেই অপারেশনটি করেছিলেন। অপারেশন শেষে ডা. বার্ণার লক্ষ্য করলেন আলেক্সান্ডারের হাত তার একটি আঙ্গুল মুঠ করে ধরেছে।
তোলা হলো এই অসাধারণ মূহুর্তের ছবি। পত্রিকায় শিরোনাম হলো- আশার হাত।
(একটা পেজে পাইলাম, অভুতপুর্ব এবং ইন্টারেস্টিং মনে হওয়ায় শেয়ার করলাম )
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৮
নূর আদনান বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
মুহামমদল হািবব বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।