![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংল্যান্ডের উত্তর ইয়োর্কশায়ারের Busby Stoop Inn নামে এক সরাইখানা রয়েছে। মানুষজনের কাছে জায়গাটি রহস্যময় হিসেবে পরিচিত। কারণ এখানে রয়েছে এমন এক অভিশপ্ত চেয়ার, যার নাম ‘Chair of death’।
১৭০২ সালে থমাস বাসবি নামে একজন অপরাধী তার অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আগে তার শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়। সে তার অতিপ্রিয় পানশালাতে গিয়ে নিজের প্রিয় চেয়ারে বসে জীবনের শেষ খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। খাবার শেষ করে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং বলে উঠে, “যে এই চেয়ার বসবে সে হঠাৎ করেই মারা যাবে।“ এরপরের দুইশ বছর পার হয়ে গেলেও চেয়ারটি সেই পানশালাতেই রয়ে যায়। কেউ তাতে বসতো না।
২য় বিশ্বযুদ্ধের সময় একজন বৈমানিক সেই পানশালাতে এসে সেই অভিশপ্ত চেয়ারে বসলেন। এরপর তিনি আর যুদ্ধ থেকে ফিরে আসেননি। এছাড়া যে সৈন্যই এই চেয়ারে বসেছে তাদের সবার পরিণতিই একই হয়েছিল। ১৯৬৭ সালে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর দুইজন পাইলট ঐ চেয়ারে বসেছিলেন। খাওয়া-দাওয়া শেষে পানশালা থেকে বের হয়েই তারা এক ট্রাক দুর্ঘটনায় মারা যান। ১৯৭০ সালে একজন স্থপতি এই চেয়ারে বসে এই অভিশাপ ভুল প্রমাণ করতে চেষ্টা করেন। সেদিন বিকেলে তিনি এক গর্তে পড়ে মারা যান। এরপর আরেক ছাদ ঢালাইকারী ঐ চেয়ারে বসেন, আর ছাদ থেকে পড়ে যান। আরেক মহিলা মারা যান মস্তিষ্কের টিউমারে।
ক্রমাগত এসব ভয়াবহ ঘটনা দেখে পানশালার মালিক চেয়ারটি বেসমেন্টে রেখে দেয়ার সিদ্ধান্ত নেন। যে লোকটি চেয়ার বহন করছিল সেই বেসমেন্টে গিয়ে বিশ্রাম নিতে চেয়ারের উপর বসে। সেদিনই সে এক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। ১৯৭২ সালে চেয়ারটি স্থানীয় জাদুঘরে দিয়ে দেয়া হয়। চেয়ারটি মাটি থেকে ৫ ফুট উপরে ঝুলিয়ে রেখে প্রদর্শন করা হচ্ছে, যাতে সেটিতে কেউ বসতে না পারে।
অনেকেই মৃত থমাসকে ঘুরে বেড়াতে দেখেছে। বিজ্ঞান হয়তো এই ঘটনাটিকে সমর্থন করে না। কিন্তু থমাসের অভিশপ্ত চেয়ারে বসার পর পরই এতগুলো মানুষের মৃত্যুকে স্বাভাবিক বা কাকতালীয় ঘটনা হিসেবে মেনে নিতে পারছেন না কেউই। সত্যিই কি চেয়ারটি অভিশপ্ত?
বিজ্ঞান এখন পর্যন্ত অনেক প্রশ্নের জবাব দিতে পারেনি। এটা তেমনই এক অমীমাংসিত রহস্য।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪
নূর আদনান বলেছেন: আল্লাহ্ মালুম..
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১
খেয়া ঘাট বলেছেন: আসলেই বিরাট রহস্য।
চমৎকার পোস্ট। ভালো লাগলো।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৫
নূর আদনান বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৬
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
আমাদের দেশের ক্ষমতার আসন হিসেবে লিটারেলি এটাকে ব্যবহার করা হোক। তারপর দেখি কার কত সাহস।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪
নূর আদনান বলেছেন: ভাই এতদিন কোথায় আছিলেন??....মানে আপনার আইডিয়টা এক্কেবারে সেরাম... জাতীয় সংসদে এই বিষয়ে বিল পাশের তীব্র দাবি জানাচ্ছি
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯
নীল জানালা বলেছেন: এক খবরে প্রকাশ, এই পোস্ট আসার পর থেইকা চেয়ারটারে ঘিরা রহস্য আরো ঘনীভূত হৈতাসে।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫
নূর আদনান বলেছেন: কনকি তাই নাকি??
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
রহস্যময় !!
আসলেই এতগুলো মৃত্যু এ চেয়ার নিয়ে ভাবিয়ে তুলতে যথেষ্ট।
সুন্দর পোষ্ট।
এখন নিজের চেয়ারে বসতেই ভয় লাগছে
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬
নূর আদনান বলেছেন: ভাই আমারো তো একই অবস্থা নিজের চেয়ারেই........
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৮
বটের ফল বলেছেন: চমৎকার তথ্য। ভালো লাগলো অনেক।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭
নূর আদনান বলেছেন: ধন্যবাদ আবার আসবেন
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪১
হাসিব০৭ বলেছেন: হাসিনা এবং খালেদারে এই চেয়ারে বইসা দেশ শাসন করতে দেয়া হোক
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৮
নূর আদনান বলেছেন: আমিও একই দাবি জানাচ্ছি
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
হেডস্যার বলেছেন:
@হাসিব
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৯
নূর আদনান বলেছেন: স্যার আপনার মতামত কি
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১১
নূর আদনান বলেছেন: ভয় পাইলেন নাকি অবাক হলেন, আপনি তো ভয় পাবার ব্যক্তি না।
আমার তো এখন নিজের চেয়ারে বসতেই..........
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬
গোর্কি বলেছেন:
-পোস্ট পড়িয়া ভয়ে ঠক ঠক করিয়া কাঁপার ইমো হইবে।
-তথ্যমূলক পোস্টের বদৌলতে আরেকটা জিনিষ জানা হলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৩
নূর আদনান বলেছেন: ধন্যবাদ আপনাকে গোর্কি ভাই, আপনার নামটা বেশ ভাল লাগছে আমার কাছে
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮
স্বপ্নবাজ অভি বলেছেন: কঠিন অভিশাপ !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭
নূর আদনান বলেছেন: হ্যা, অভিশাপ খুবই খারাপ জিনিস। তবে আপনি কিন্তু অভিশাপের অর্ধেক অভি + শাপ
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
নামহীন একজন বলেছেন: তাহলে চেয়ারটিকে জাদুঘরে না রেখে ভেঙে ফেললে বা পুড়িয়ে ফেললেই হয়, নাকি ভাঙ্গার সময় মিস্ত্রি হার্ট এটাকে মারা যাবে ???