নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দুনিয়ায় কেউ কারো নয়

নূর আদনান

চেষ্টা করছি শুদ্ধ হতে, নির্ভেজাল ও শুভ্র হতে। প্রভূ পবিত্র কর মোরে

নূর আদনান › বিস্তারিত পোস্টঃ

অভিনব এবং অসাধারন কিছু শিল্পকর্ম

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

বিস্কুটের শিল্প : বিস্ময়কর ব্যাপার হলেও সত্য যে বিস্কুট দিয়েও তৈরি করা যায় অভিনব শিল্পকর্ম। বিস্কুট দিয়ে তৈরি করা হয়েছে পুরো একটি আবাসিক এলাকা। কী নেই সেখানে?

আর এমনই অসাধ্য সাধন করেছেন চিনের এক শিল্পী। নাম তার সং ডং। প্রায় ৭২ হাজার বিস্কুট দিয়ে তৈরি করেছেন শিল্পকর্ম। নাম দেয়া হয়েছে বিস্কুট সিটি। এখানে ব্যবহার করা হয়েছে চকলেট বিস্কুট, ডাইজেসটিভ বিস্কুট, রিচ টি, হফনব বিস্কুট এবং ফ্রুট শর্টকেক।







চিংড়ির শিল্প : চিংড়ি মাছের খোলস দিয়ে তৈরি করা হয়েছে মোটরসাইকেল। এমন চমক দেখিয়েছেন তাইওয়ানের এক শেফ। হুয়াং মিংবো নামের এই শেফ চিংড়ির খোলস দিয়ে তৈরি এই শিল্পকর্মটি প্রদর্শন করেছেন চীনের ফুজিয়ান প্রদেশের ফুড আর্ট সেমিনারে। তার এই শিল্পকর্ম সেমিনারে আসা অতিথিদের দৃষ্টি কেড়ে নেয় খুব সহজেই।







পাকা কলার শিল্প : জাপানের শিল্পী কাইসুখ ইমাদার পাকাকলা দিয়ে তৈরি করেছেন অদ্ভুত সব শিল্পকর্ম। মানুষের প্রতিকৃতি থেকে শুরু করে ঘোড়ার গাড়ি সবটাই বানিয়েছেন তিনি। তবে কলা থেকে কোনো শিল্পকর্ম তৈরি করা মোটেও সহজ কাজ নয়। পাকা কলা খুবই নরম হওয়ার কারণে অতিরিক্ত কিছু যোগ করা যায় না। এজন্যই ইমাদারের কাজ আলাদা গুরুত্ব বহন করেছে।









ছেঁড়া বইয়ের শিল্প : বই দিয়ে যেমন শিল্পকর্ম করা যায় তেমনি ছেঁড়া বই দিয়েও শিল্পকর্ম তৈরি করা যায়। ছেঁড়া বই দিয়ে শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পীরা।



বইয়ের শিল্প : বুকওর্ম হলো বই দিয়ে তৈরি একটি শিল্পকর্ম। কষ্ট করে লাইব্রেরিতে না গিয়ে বাসাতে এই সেলফ বানিয়ে লাইব্রেরির আমেজ তৈরি করা যায়। নেদারল্যান্ডসের একটি কোম্পানি এ ধরনের বুকসেলফ বাজারে এনেছে, যেটা দিয়ে একই সঙ্গে বইগুলো সাজিয়ে রাখা যায় তেমনি সেলফের মাঝখানে রাখা আছে বসার জায়গাও। বই দিয়ে ঝটপট তৈরি করা যায় একটা বাথটাব। আর্টিস্ট ভেনেসা মানচিনি বাথ অব নলের্জ নামের এ শিল্পকর্মটি বই দিয়ে তৈরি করেছেন। তা ছাড়া বই দিয়ে তৈরি করা যায় মোহনীয় সোফা। বই দিয়ে তৈরি এ সোফাটায় কয়েক টুকরো কাঠ একসঙ্গে সাজিয়ে বইগুলো থরে থরে সাজিয়ে রাখা হয়েছে। আর সোফায় বসে এদিক-ওদিক নড়াচড়া করার জন্য সোফার সঙ্গে লাগিয়ে দেয়া হয়েছে চাকা।

বই দিয়ে মানুষের মুখের শিল্পকর্ম তৈরি করেছেন নিক জর্জিও নামের এক শিল্পী। তথ্যপ্রযুক্তির ব্যাপক বিস্তার আর ই-বুকের ব্যাপক প্রচলনে ভবিষ্যতে বইয়ের প্রচলন কমে যাবে, সে শঙ্কা থেকেই নিকের এ শিল্পকলা। সে কারণেই নিক বই নিয়ে এমন নানা ধরনের ভাস্কর্য তৈরি করেছেন। বই আর ল্যাম্প, যেন পরস্পরের সহোদর। বইটির সঙ্গে ল্যাম্পটি এমনভাবে লাগোয়া করে তৈরি করা হয়েছে, যাতে বইটি খুললেই ল্যাম্পটি জ্বলে উঠবে। আর এ টেবিল ল্যাম্পটিকে চার্জ দেয়ার জন্য খুব অল্প ভোল্টেজের ব্যাটারি হলেই চলবে।



পেনসিলের শিল্প : পেনসিল দিয়ে যিনি অভিনিক সব শিল্পকর্ম তৈরি করেছেন তার নাম হলো ডেল্টন গেট্টি। তার জন্ম ব্রাজিলে কিন্তু ১৯৮৫ সালে যখন তার ২৪ বছর ছিল তখন তিনি আমেরিকাতে চলে আসেন। মুলত তিনি একজন আর্কিটেকচার। কিন্তু নিতান্তই শখের বশে এই পেনসিল নিয়ে শিল্প কর্ম শুরু করেন। আর এতেই তিনি বিশ্ব জনপ্রিয় হয়ে যান। তবে অনেক শিল্পী আছেন যারা তাদের শিল্প কর্মগুলো কে আরো সুন্দর করতে পেনসিলের ব্যবহার করেছেন কিন্তু ডেল্টন ই একমাত্র যিনি পেনসিলের সুচারু মাথাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন অতি আশ্চর্য সৃষ্টি।





মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১

অশ্রুহীন মন বলেছেন: ছেঁড়া বইয়ের শিল্প ছবি কোথায়। খুব সুন্দর হয়েছে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫

নূর আদনান বলেছেন: আর বলেন না, ক'দিন হল বিদ্যৎ খুব জ্বালাচ্ছে, পোষ্ট লেখা শেষ ছবিও কিছু দিয়েছি এমন সময় বিদ্যৎ চলে গেল X(( X(( , আর কখন আসবে কে জানে!!!
ইউপিএস এর ব্যাকআপও কমে গেছে তাই এভাবেই দিয়েদিলাম

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

পলাশমিঞা বলেছেন: ওয়াও!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫

নূর আদনান বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩

খাটাস বলেছেন: চমৎকার পোস্ট , অবশ্যই প্লাস।
চিলি চিকান আর তার জাত ভাইদের শিল্প কর্ম মুগ্ধ করল। :)
শুভ কামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭

নূর আদনান বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন খাটাস ভাই

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!!! অসাধারণ! ভালো পোষ্ট।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৬

নূর আদনান বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

আমিনুর রহমান বলেছেন:



অসাধারণ পোষ্ট।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭

নূর আদনান বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮

নূর আদনান বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ব্লগার তো নই যেন নামের কলংক আপ্নের নামের কলঙ্ক দূর কইরা আমি আপ্নের ললাটে রাজটিকা দিলাম মিয়া !

হেভভি পোস্ট দিছেন । তাই ডাইরেক্ট একশনে প্রিয়তে । :)
ভাল থাকুন ভাই /

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

নূর আদনান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য অনেক বড় অনুপ্রেরনা হয়ে থাকল।
ভাই আপনার পিকটা কেমন জানি ভয়ংকর। ভাল থাকবেন

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০০

খেয়া ঘাট বলেছেন: জপো।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

নূর আদনান বলেছেন: কিছু বুঝলাম না তারপরেও ধন্যবাদ

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

স্বপনচারিণী বলেছেন: দারুন! যেগুলো দিতে পারেন নি সেগুলোও এক সময় দিয়েন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

নূর আদনান বলেছেন: দিতে চেষ্টা করব, ভাল থাকবেন, আর ভাল ভাল স্বপ্ন দেখবেন।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর একেক টা শিল্প। কলা, ছেঁড়া বই , পেন্সিলের টা আগেই দেখেছিলাম। চিংড়ি আর বিস্কুটের টা সত্যিই অভিনব। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

নূর আদনান বলেছেন: আপনাকেও পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ, শিল্পগুলো আসলেই সুন্দর তবে আমার কাছে অনেক কষ্টসাধ্য মনে হয়েছে ।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

আমি ইহতিব বলেছেন: দারুন সব শিল্পকর্ম।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

নূর আদনান বলেছেন: আসলেই দারুন।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

মেংগো পিপোল বলেছেন: চিংড়ির কাজটা দারুন হইছে, প্রথম বার দেখলাম। বাকি গুলা আগেও দেখছি। ভালো পোষ্ট।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭

নূর আদনান বলেছেন: শিল্পগুলো আসলেই দারুন তবে আমার কাছে অনেক কষ্টসাধ্য ব্যপার মনে হয়েছে । ধন্যবাদ

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

:) :) :) :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.