![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরো পৃথিবী জুড়েই এখন রাজনীতি বলুন কিংবা অর্থনীতি, সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হচ্ছে জ্বালানি শক্তির উপর আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা দ্বারা। মানুষ এতদিন তার নিজের প্রয়োজনে তেল-গ্যাস-পানি সহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ অপরিমিতভাবে ব্যবহার করে এসেছে। কিন্তু এসব সম্পদ তো অফুরন্ত নয়। তাই ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিকল্প পদ্ধতিতে জ্বালানি উৎপাদন করা ও সেটাকে সাশ্রয়ী কিন্তু দীর্ঘ মেয়াদী সময়ের জন্য ব্যবহার করা।
সেই প্রচেষ্টা থেকেই দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা তৈরি করেছেন এক বিশেষ ধরণের রাস্তা। এর বিশেষত্ব হলো, এর উপর দিয়ে চলাচলকারী বৈদ্যুতিক বাস গুলো চলন্ত অবস্থায়ই তাদের ব্যাটারি চার্জ করিয়ে নিতে পারবে। ফলে কোন ব্যাটারি চার্জিং স্টেশনে গিয়ে লাইন ধরতে হবেনা,কিংবা রাস্তার মাঝ পথে ব্যাটারির চার্জ ফুরিয়ে যাবার ভয়ও থাকবে না।
কল্পবিজ্ঞান মনে হচ্ছে কি ? মনে হলেও এই ব্যপারটিই বাস্তবে করে দেখিয়েছেন Korea’s Advanced Institute of Science and Technology (KAIST) এর গবেষকরা। তারা দক্ষিণ কোরিয়ার গুয়ামি শহরে প্রায় সাড়ে সাত মেইল দীর্ঘ রাস্তা তৈরি করেছেন। রাস্তাটি তৈরির সময় এর ভেতরে একটি বিশেষ ধরণের তার বসানো হয়। এটি থেকে রাস্তায় চলাচলকারী বৈদ্যুতিক বাস গুলো চলন্ত অবস্থায় কোন অতিরিক্ত তারের সংযোগ বাদেই চার্জ নিতে পারবে।
তবে সব ধরণের গাড়ি এই সুবিধা পাবে না। প্রাথমিক ভাবে কিছু বাসের ব্যাটারিতে “Shaped Magnetic Field In Resonance” নামে নতুন এক প্রযুক্তির প্রয়োগ ঘটানো হয়েছে। রাস্তার নিচে যে বিশেষ ধরণের তার স্থাপন করা হয়েছে সেটি থেকে রাস্তার উপর এক ধরণের তড়িত-চৌম্বকীয় ক্ষেত্র বা ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কোন বৈদ্যুতিক বাস যখন এই ফিল্ড অতিক্রম করবে তখন বাসের ভেতরে থাকা এই নতুন প্রযুক্তির ব্যাটারি গুলো কোন তারের সংযোগ ছাড়াই রি-চার্জড হয়ে যাবে। ব্যাটারির ভেতরে বিশেষ ধরণের প্যাঁচানো তার রয়েছে যা রাস্তা থেকে সৃষ্ট ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফিল্ডকে বৈদ্যুতিক চার্জে রূপান্তর করতে সক্ষম।
A copy-paste Post
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৬
নূর আদনান বলেছেন: ভাইজানের কি খিদা লাগছে নাকি....
২| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮
ল্যাটিচুড বলেছেন: প্রথম কমেন্ট পুরাই পাঙ্খা ........
১৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩০
নূর আদনান বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪১
নিকষ বলেছেন: চোখে পুরাই ধোঁকা দিল! ফ্রন্ট পেইজে দেখলাম বিজ্ঞানীরা তৈরি করেছেন এক বিশেষ ধরণের নাস্তা। পোস্টে ঢুইকা দেখি নাস্তা না, আসলে রাস্তা।