![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পার্কে ঢুকতেই অভিবাদন জানাল দৈত্যাকৃতির পাণ্ডা। পাশে দাঁড়িয়ে হাত নাড়ল মিষ্টি এক বিড়াল। চাইলেই হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেবে। ওরা মাসকটশিল্পী, বিভিন্ন প্রাণীর কস্টিউম পরে, নেচে-গেয়ে, অঙ্গভঙ্গি করে আনন্দ দেয় দর্শনার্থীদের। তবে এই বিদ্যাটি রপ্ত করতে ওদেরও পড়ালেখা করতে হয়। তাদের স্কুলের নাম ‘চকো গ্রুপ মাসকট স্কুল।’ জাপানের এই স্কুলটিই বিশ্বের একমাত্র মাসকট স্কুল। যেখানে মাসকটশিল্পীদের শেখানো হয় নিখুঁত অভিনয়, অঙ্গভঙ্গি, মাসকট ড্যান্স, হাঁটার ভঙ্গি এবং বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করা উচিত। ১৯৮৫ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন চকো ওহিরা নামের এক মাসকটশিল্পী। এখন পড়ছেন ২৫ জন ছাত্রছাত্রী। লেখাপড়া শেষে তাদের অনেকেই বিশ্বখ্যাত ডিজনিল্যান্ডে চাকরি করতে চান।
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০০
নূর আদনান বলেছেন: ঠিকই তো বলছেন... তবে বেশি ঘাটা-ঘাটি করার সময় পাচ্ছি না..
আপনি বল্লেন যখন একদিন বিস্তারিত লেখব ইনশাআল্লাহ.. যদি তথ্য পাই।
পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০৪
বেনিটিশ গাঙচিল বলেছেন: বাহঃ
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৭
নূর আদনান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
আরও বিস্তারিত হলে পোস্টটি ভালো হতো।