নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই দুনিয়ায় কেউ কারো নয়

নূর আদনান

চেষ্টা করছি শুদ্ধ হতে, নির্ভেজাল ও শুভ্র হতে। প্রভূ পবিত্র কর মোরে

নূর আদনান › বিস্তারিত পোস্টঃ

পরন্ত বিকেলের গল্প

২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

আজকে শেষ বিকেলে বেলকুনিতে গেলাম, যেয়ে মনটা ভাল ফ্রেস হয়ে গেল। প্রথমে আশে-পাশে একটু তাকিয়ে দেখলাম। ব্যতিক্রম কিছু দেখলাম না।

আমাদের বাসার পাশে মাটি খোরা হচ্ছে বিল্ডিং এর কলাম তোলার জন্য। হঠাৎ খেয়াল করলাম এককোনায় থেকে উইপোকা ওরাওরি করতেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে কিছু বুলবুলি পাখি চলে আসলো। বেশ কতগুলো, প্রায় ১০-১২ টি তো হবেই। কেন তারা আসছে তা নিশ্চয় বুঝতে পাচ্ছেন। হ্যাঁ ভূরি-ভোজ করতে। তারা উই পোকা গুলোকে ঘিরে বসে গেল, কেউ পাশের বাসার টিনের চালে, কেউ আমাদের বাসার ছাদের কার্ণিসে, কেউবা ওপাশে সদ্য বেড়ে ওঠা গাছগুলোয়। উরে এসে একটা করে ধরছে আবার উরে গিয়ে বসে পরছে। এভাবেই চলছে। আর আমি দোতলার বেলকুনিতে দারিয়ে তা দেখছি। অনেক দিন পর এতগুলো বুলবুলি পাখি দেখলাম একসাথে। পাখিদের এমন ওরাওরি দেখতে আমার বেশ ভালই লগছিল।



হঠাৎ দেখালাম একটা দোয়েল সম্প্রদায়ের এক সদস্য এসে যোগদিল। কিন্তু সংখ্যা লঘু বলে কোন প্রকারেই সুবিধা করতে পারলো না দোয়েটি!:|

তাকে তারিয়ে দেয়া হল। কিছুক্ষন পরে আবার এসে টিনের চালটায় এসে বসে নিরবে ওদের ভূরি-ভোজ দেখতে লাগল। একবার আরেকটা চান্স নেয়ার চেস্টা করল কিন্তু আবারো তাকে তারিয়ে দেয় হল।



কিছুক্ষনরে মধ্যে খাবার কামে আসলো। তখন অবাক হয়ে লক্ষ করলাম বুলবুলি গুলো নিজেদের মধ্যেই মারা-মারি শুরু করে দিয়েছে।



আমি শুধু অবাক হয়ে দেখলাম.......প্রকৃতির নিয়ম....অথবা বিধাতার খেলা......

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭

ডরোথী সুমী বলেছেন: মানুষ বোধহয় ওদের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করে।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

নূর আদনান বলেছেন: হইতে পারে, ধন্যবাদ

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রকৃতির নিয়ম....অথবা বিধাতার খেলা......

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

নূর আদনান বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.