![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
আমি জামিন চাই প্রিয়তমা
বড্ড বেশি আবেগী আমি!
বেশ কিছুদিন হলো নিজেকে খুজে পাইনি
তোমরা মাঝে.....
চোখ মেলেও নিজের অন্ধত্ব টের পাচ্ছি।
জীবনের স্রোতে একই কক্ষপথে বারবার ঘুরে যাচ্ছি ... এভাবে কি হয়?
বল প্রিয়তমা? বল?
প্রিয়তমা আমি মৌ নয় .....
গন্ধ পেয়ে আসবো! মধু পান করবো ....
তারপর চলে যাবো ......
প্রিয়তমা আমি আগের মতোই আছি
থাকতে চাই আগের মতোই .....
না হলে আমাকে জামিন দাও
আমি হেঁটে চলি একলা পথে ....
প্রিয়তমা .......
০২ রা এপ্রিল, ২০২৪ রাত ২:৩১
নূর আলম হিরণ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২১ সকাল ১০:০৫
খায়রুল আহসান বলেছেন: প্রিয়তমার কাছে 'একলা পথে হাঁটা'র জন্য জামিন চাওয়াটা একটা ব্যতিক্রমী ভাবনা বটে। শেষের স্তবকে এসে কবিতার অন্তর্নিহিত আবেগ ঘনীভূত হয়ে কবিতাকে মর্মস্পর্শী করে তুলেছে।
কবিতায় ভাললাগা + +।