![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
একদিকে সরকারের তরফে সঙ্কট অবসানে কোনো উদ্যোগ নেই, অন্যদিকে বিএনপি বলছে হরতাল অবরোধ কর্মসূচি চলবে। কিন্তু এভাবে আর কত দিন? অবরোধ-হরতাল যত দীর্ঘ হচ্ছে, মানুষের লাশের সারিও লম্বা হচ্ছে। বাড়ছে অগ্নিদগ্ধ মানুষের সংখ্যাও। গতকালও বেশ কয়েকটি গাড়িতে বোমা হামলা ও হতাহতের ঘটনা হয়েছে।
কথিত গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির শিকার হচ্ছে সাধারণ মানুষ। মহাবিপাকে পড়তে হয়েছে নিরীহ শ্রমজীবীদের। অবরোধ-হরতালের মতো সর্বনাশা কর্মসূচিতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রায় বন্ধ হয়ে গেছে পণ্য সরবরাহ। শ্রমজীবী মানুষ, যারা দিনমজুর হিসেবে কাজ করে, তাদের অনেকেই কাজ হারিয়ে বেকার জীবন কাটাচ্ছে। এ ধরনের মানুষের হাতে বড় ধরনের কোনো সঞ্চয়ও থাকে না। ফলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে তাদের।
©somewhere in net ltd.