নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

শিরনাম দিলে গল্পটা পড়ে মজা পাবেন না! গল্প শেষে নিজেই ঠিক করে নিন!

২০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩১

কি ব্যপার এমন করে চুপচাপ বসে আছো কেন? কি হলো রিমু কথা বলো।
আমাকে ডির্স্টাব করবেন না।
কেন কি হয়েছে বলবে তো।
আপনাকে আমার একদম সহ্য হচ্ছে না আর আপনাকে আমার স্বামীও মনে হচ্ছে না।
জামশেদ সাহেব যেন আকাশ থেকে মাটিতে পড়লেন এই মেয়ে এগুলো কি বলে একসপ্তাহ হলো না বিয়ে হয়েছে। আর সবচেয়ে অবাক ব্যপার হলো স্বামী হিসাবে তাকে তার অপছন্দ হতে পারে কিন্তু স্বামী মনে হবে না এমন কেন বলছে?
তার জানা মতে রিমুর সাথে বিয়ের আগে কারো সর্ম্পক থাকার কথা না।
আর রিমু শুধু বউ না আপন খালাতো বোন। জামশেদ সাহেব আবার রিমুকে জিজ্ঞেস করলেন আমাকে খুলে বল রিমু তোমার কি হয়েছে?
রিমু খুব আস্তে আস্তে বললো শুধু আপনি না আমার মাকেও আমার কাছে আপন মনে হয় না। ছোট বোন রাবেয়াকে ও আমার বোন মনে হয় না।
এই যে গত কয়েক দিন আগে সে রিক্সা থেকে পড়ে পা ভাঙলো আমার খুব খারাপ লাগে নাই একজন মানুষ আহত হলে যেমন লাগে তার বেশি না।
কিছু মনে করবেন না গতকাল রাতে আমি আপনাকে মেরে ফেলার কথা চিন্তা করতে ছিলাম মারার মতো কোন উপায় বাহির করতে পারি নাই দেখে আপনি বেঁচে আছেন। এ বলে রিমু আবার চুপ হয়ে গেলো।
জামশেদ সাহেব বেশ চিন্তিত হয়ে পড়লেন।
কি করবেন বুঝে উঠতে পারতেছেন না।
নিজেকে শান্ত করে চিন্তা করতে লাগলেন।
ভাবলেন হয়তো রিমুর ব্রেইন নিউরনের সিকুয়েন্স ডিজ অর্ডার হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেণ্ট করা দরকার।
তবে সবচেয়ে বড় ব্যপার তার এরকম একটা সমস্যা আছে তার আত্নীয় হয়ে ও সে জানে না অথচ রিমুর যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে সে তাকে দেখে আসছে।
যাইহোক আপাতত জামশেদ সাহেব একজন মনোবিজ্ঞানীর খোজ করার চিন্তা করলেন।
৭দিন পর জামশেদ সাহেব বুঝতে পারলেন তিনি যা ভাবেছিলেন রিমুর সে ধরনের সমস্যা নয়।
রিমু এমন সব কান্ড করে যা তাকে খুব ভাবিয়ে তুলে...
রিমু বিড়বিড় করে অনেক গুলো নাম বলে শশ্মামগাছা নামক জায়গাটার নাম কয়েকবার উচ্চারণ করতে থাকে।
জামশেদ সাহেব বেশ অবাক হয়ে যায় জায়গাটার নাম শুনে। এই জায়গা রিমু কেন বার বার উচ্চারণ করে! এতদুরের জায়গায় জীবনে সে তো দুরে রিমুদের কেউ থাকার কথা না যাওয়ার ও কথা না।
আর যে নাম গুলো বলে এমন নামের কাউকে চিনে না। জামশেদ সাহেব ব্যপার টা রিমুর মাকে জানাল ভদ্র মহিলা এতটাই চমকালে শুনে যেন তার কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে।
তবে তার কথা থেকে বুঝা গেল রিমুর এ সমস্যা সম্পর্কে তিনি আগে কিছু জানতেন না। জামশেদ সাহেব খুব বিচলিত হয়ে পড়লেন কি করবেন দিশা করতে পারছিলেন না। তার এক পরিচিত বন্ধু আছে আসিফ নামের বিখ্যাত সায়েকিয়েষ্ট দুদিন পর জাপান থেকে দেশে ফিরবে সে আসলে তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিবেন বলে ঠিক করেছেন...(চলবে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫২

চাঁদগাজী বলেছেন:

শিরোনাম, 'বকবক'

২| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: পাগলের পাগলামী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.