নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

চাকুরীর বাজার কিন্তু ছোট না! অদ্ভুত সব চাকুরী!

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

অনেক চাকুরীর পিছনেতো ঘুরছেন দেখুনতো এমন চাকুরী পেলে করবেন কিনা?

বিয়ের মেহমানঃ চাকুরী হিসেবে মন্দ না :) সিঙ্গাপুরে বিয়েতে খুব একটা মানুষ হয় না। কারণ এখানে পারিবারিক বন্ধন অত জোরালো না তাই বিয়ের অনুষ্ঠান হলে ব্যস্ততার কারন দেখিয়ে অনেকেই আসতে চায় না। আর এই সমস্যার সমাধান দেয় ভাড়া করে আনা বর বা কনের সঙ্গী সাথি! ফ্রি ফ্রি খাওয়ার সাথে কিছু টাকাও।

প্রফেশনাল পুশারঃ ট্রেনে-বাসে চলতে গেলে এই কথাটি প্রায়ই কানে আসে ‘ভাই ধাক্কা দেবেন না’। কিন্তু আপনি কি জানেন, এই ধাক্কা দেওয়ার কাজটি কারও কারও পেশা হতে পারে। জাপান ও নিই ইয়র্ক সিটিতে রেলস্টেশনে ভিড়ের সময় প্রফেশনাল পুশাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভিতর লোক ঢুকাতে সাহায্য করে। আগে এটি স্টুডেন্টদের জন্য পার্টটাইম চাকরি ছিল। এখন এটি ফুল টাইম চাকরি হিসেবে অনেকেই বেছে নিচ্ছে।

লাইনে দাঁড়ানোর চাকুরীঃ আমাদের অনেক সময় অনেক প্রয়োজনে লাইনে দাঁড়াতে হয়। খুবই বিরক্তিকর কিন্তু সমাধানের পথও আছে। আপনার হয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবে একজন বিনিমেয় তাকে আপনাকে ঘন্টা হিসাবে পে করতে হবে :)

ডিওডোরেন্ট টেষ্টারঃ এই পেশার মানুষদের দিনের পুরো সময়টা অন্যের শরীরের ডিওডোরেন্টের গন্ধ পরীক্ষা করতে হয়। কোন ফ্লেভারটি আমার, আপনার জন্য ভালো হবে এটা তারাই বাছাই করেন। ডিওডোরেন্টের গন্ধ সবচেয়ে বেশি বোঝা যায় বগল আর গলায়। তাই এই বিষয়ে পেশাদার পরীক্ষককে মূলত বগলের গন্ধই বেশি শুঁকতে হয়। একবার পরীক্ষককে শুঁকতে হয় বগলের দুর্গন্ধ থাকা অবস্থায়, তারপর তাঁকে শুঁকতে হয় সেন্ট না দিয়ে সাধারণ গন্ধ, একেবারে শেষে সেন্ট লাগানোর পর সুগন্ধে ভরা বগলের গন্ধ। এরপরই পরীক্ষক কোম্পানিকে রিপোর্টে লেখেন সেই বিশেষ সেন্ট বা ডিওডোরেন্টের পারফরম্যান্স, ভাল দিক- খারাপ দিক, বাজারে কতটা চলবে, সেই সব বিষয়ে।

বমি পরিস্কারকঃ বিভিন্ন পার্কে অনেক রাইড আছে যেখানে চড়তে অস্বস্তিকর হলেও অনেকে রোমাঞ্চের জন্য রাইড করে বসেন। আবার বমিও করে দেন নিশ্চিন্তে আর এই বমি পরিস্কার করার জন্য নিয়োগ দেওয়া হয় কাউকে যে বমি সরিয়ে পরিস্কার রাখবে।

ভাড়ায় কান্নাঃ রুদালি সিনেমা দেখে থাকলে আপনি এই চাকরি সম্পর্কে জানবেন৷ কিছু মানুষকে ভাড়া পাওয়া যায় কোনও মানুষের মৃত্যুতে কাঁদার জন্য৷ যাদের কাজই হল মানুষের মৃত্যুতে গিয়ে কেঁদে আসা এবং পরিবর্তে অর্থ সংগ্রহ৷

ভাড়াটে স্বামীঃ স্বামী হিসেবে পরিচয় দিবে তাতেই মাসে ৭ থেকে ৮ হাজার রোজগার। আশ্চর্য শুনালেও অবাস্তব না। মূলত অনৈতিক কিছু কাজে অনেক মহিলা ভাড়ায় এমন স্বামী রাখেন প্রশাসনের চোখ ফাঁকি দিতে। তবে আমি কিছু মহিলাকে দেখেছি স্বামী হিসাবে পরিচয় দিয়ে ক্ষুদ্র ঋণ নিতে বিনিময় ঋণের পরিমাণের উপর ভিত্তি করে কথিত স্বামীকে টাকা দিতে হয়।
ছবিঃগুগুল।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪

প্রামানিক বলেছেন: এমন আজব চাকুরীর খবর কোথায় পেলেন ভাই?

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

নূর আলম হিরণ বলেছেন: বিভিন্ন সময়ে শুনেছি! দেখেছি এইখানে একসাথ করলাম :)

২| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
সিঙ্গাপুরে যামু ফ্রি ফ্রি খাওন আর টাকা মন্দ না।

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

নূর আলম হিরণ বলেছেন: মন্দ হবে না।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন:
এর মধ্যে ২টা আমাদের দেশে চালু আছে বলে জানি;
প্রফেশনাল পুশারঃ উঁচু রাস্তায় রিক্সা ঠেলা।
লাইনে দাঁড়ানোর চাকুরীঃ ভিসার লাইন, ঈদের টিকিটের লাইন।

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

নূর আলম হিরণ বলেছেন: উঁচু রাস্তায় রিক্সা ঠেলা দেখবেন দয়াগঞ্জ রেইললাইনে। রামপুরা ব্রিজের এখানে :) আর ভাড়ায় স্বামী তো চিত্রেই দেখলেন। এটাও আমাদের দেশে।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: গুড পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

নূর আলম হিরণ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

ফাহাদ হামযা বলেছেন: ধন্যবাদ ভাই...
এই তথ্য গুলো দেয়ার জন্য

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

গেম চেঞ্জার বলেছেন: আমাদের দেশে পুশারের চাকরি করতে দেখেছি খেটে খাওয়া মানুষকে! :(

অদ্ভুত পোস্টে +)

৭| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

সাহসী সন্তান বলেছেন: ভাড়াটে স্বামীর ব্যাপারটা হাউস কইরা পড়ছিলাম! ;) তয় পইড়া তো মন খ্রাপ হইয়া গেল! :(

কয়েকটার কথা টুকটাক জানতাম! বাকি গুলা আজ জানলাম!

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫

নূর আলম হিরণ বলেছেন: ভাড়াটে স্বামীর ব্যাপারটা হাউস কইরা পড়ছিলাম! হাহাহা :)

৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

বর্ষন হোমস বলেছেন: এত আজাইরা কাজও কেউ করতে পারে!

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

নূর আলম হিরণ বলেছেন: করে তো! কত কিসিমের মানুষ আছেরে দুনিয়ায়।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: মানুষ বিচিত্র বটে!!

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

নূর আলম হিরণ বলেছেন: আসলেই বিচিত্র!

১০| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

শূণ্য পুরাণ বলেছেন: ১ নম্বর চাকরীটা করতে চাই,ব্যাবস্থা করে দেন ভাইজান!

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

নূর আলম হিরণ বলেছেন: পাসপোর্ট জমা দিয়ে যান যেকোনো সময় ডাক দিমু :)

১১| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

বিচিত্র রুজিরোজগার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.