নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

দুইটি কথোপকথন (রম্য) কোনো ঘটনার সাথে মিলে গেলে কাকতালীয় মাত্র!

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪০

একবার এক দেশের এক গার্মেন্টস ব্যবসায়ী গেছে ব্যাংক লোন নিতে....
--স্যার ভালো আছেন? আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী।
--বসুন আপনাকে আমি চিনি বেশ ভালো করেই চিনি! তা বলুন আপনার জন্য কি করতে পারি।
--ব্যবসা ভালো যাচ্ছে না একটা লোনের ব্যবস্থা করতে হবে স্যার বেশ ঝামেলায় আছি স্যার।
-- কত টাকার লোন নিতে চাচ্ছেন আপনি?
-- এই পাঁচশো কোটি টাকা স্যার! একটু বেশিই ম্যানেজ করুন স্যার আপনাদের দিকটা আমি দেখবো কথা দিচ্ছি।
-- আরে শুনুন আপনাকে আমরা লোন দিবো সারে তিন হাজার কোটি টাকা!
-- কি বলেন স্যার এত টাকা পরিশোধ করা কঠিন হয়ে যাবে!
-- আরে কে বলছে পরিশোধ করতে হবে! আপনি শুধু লোন নিবেন আপনার কোম্পানির জন্য বাকি দিক আমি আর নেতা সাহেব দেখবো। আপনার উপর একটু ঝক্কিঝামেলা যাবে ব্যাপার না। হৈচৈ শুরু হলে আপনাকে হয়তো একটু ঝামেলায় পড়তে হবে কিছু টাকা আদায় করা হবে বাকি টাকার কথা জনগন বেমালুম ভুলে যাবে!
নেতা বলেছেন সব ঝামেলা তিনি সামাল দিবেন!
--এই কে আছিস দুই কাপ কপি, সাথে চারটা সল্টেজ বিস্কিট দে!
-------------------------------------------------------------
আরেকবার এক অভিজ্ঞ হ্যাকারদল গেল এক দেশের এক উচ্চপদস্থ রাজনৈতিক নেতার কাছে। গিয়ে বললো..
--স্যার হ্যাকিং করা আমাদের কাছে ডালভাতের মতো। যত কঠিন নিরাপত্তা থাকুক না কেনো আমরা হ্যাক করে ফেলতে পারি।
--তো আমার কাছে কি? তোমাদের তো দেখছি অনেক সাহস!
-- স্যার প্ল্যানটা একবার শুনুন।
--নেতা বললো শুনি কি তোমাদের প্ল্যান।
--আসলে স্যার আমরা এতই দক্ষ যে বড় বড় ব্যাংকের একাউন্টও হ্যাক করতে পারি। তাই এবার অনেক বড় এক দাণ মারতে চাই ঐ রিজার্ভের টাকা হ্যাক করার প্ল্যান করে ফেলেছি! তবে স্যার রিস্ক নিতে চাচ্ছি না কাম সারার পর আপনি যদি একটু হেল্প করতেন?
--মানে কি? আর আমার লাভের কোনো শব্দ কানে আসলো না!
-- আছে স্যার, আছে! আমরা মোট ৪কোটি ডলার চুরি করবো। আপনে পাবেন ২ কোটি বাকি ২কোটি আমাদের। বিনিমেয় আপনে সব ট্যাকেল দিবেন।
-- নেতা সাহেব হুংকার দিয়ে উঠলেন বললেন ৪কোটি না ৮কোটি চুরি করবে বুঝলে ৮কোটি!
-- হ্যাকার দল বিস্ময় নিয়ে নেতার দিকে তাকিয়ে রইল!
-- নেতা বললো শুনো চুরির পর দেশে হৈচৈ শুরু হবে! আমাকেও লম্পজম্প শুরু করিতে হইবে আর লম্পজম্প করিয়া ৪কোটি উদ্ধার করিবো। লোকজন আমার প্রশংসা করিবে বলিবে নেতা সাহেবের জন্য না পাওয়া ট্যাকার কিছুতো পাইছি। বাকি টাকার কথা জনগন বেমালুম ভুলিয়া যাইবে।
অতঃপর হ্যাকারের দল মাথা নাড়িতে নাড়িতে বললো তাই হবে জনাব, তাই হবে!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০০

সুমন কর বলেছেন: রম্য হলেও কিন্তু..........

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১২

নূর আলম হিরণ বলেছেন: থাক না কিছু কথা আড়ালে :) আমরা বরং কপি দিয়ে সল্টেজ বিস্কিট খাই।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক জমলো না...

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

নূর আলম হিরণ বলেছেন: পরেরবার আরো ভালো ভাবে চেষ্টা করবো। ধন্যবাদ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

নাস্তিকদের কটুক্তির বিরুদ্ধে দাঁতভাঙা জবাব সমগ্র-জমসর আলী বলেছেন: কিছু কতা গোপনে নির্জনে থেকে যায় যা আপনার আমার মনে........

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৪

নাস্তিকদের কটুক্তির বিরুদ্ধে দাঁতভাঙা জবাব সমগ্র-জমসর আলী বলেছেন: কিছু কতা গোপনে নির্জনে থেকে যায় যা আপনার আমার মনে........

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

আহা রুবন বলেছেন: গল্পের মত লাগল না।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১০

নূর আলম হিরণ বলেছেন: গল্প না তো। কাল্পনিক কথোপকথন। ধন্যবাদ।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

Mukto Mona বলেছেন: কথার যুক্তি আমায় নিশ্চই অনেক মুগ্ধ করল।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০২

কলাবাগান১ বলেছেন: যখন বিদ্যুত এর বদলে শুধু খাম্বা দেয়, তখন আর রম্য আসে না কেননা সেটাতো সত্যিই ঘটেছিল।

বায়বীয় চিন্তা না ...

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

নূর আলম হিরণ বলেছেন: তারা বিদ্যুৎ এর বদলে শুধু খাম্বা না! জীবনের বদলে ছাগলও দিয়েছে!

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

রায়হান চৌঃ বলেছেন: সমস্যা একটাই এ ধরনের গল্পে দালাল দের আঁতে ঘা লাগে, হাঁচা কথায় দালাল দের এপেন্টিসাইড় এর ব্যথা টা একটু বেশি বাড়ে...... X((

০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

নূর আলম হিরণ বলেছেন: সমস্যা হলো রাজনীতির বাহিরে গিয়ে কেউ দেশের স্বার্থে চিন্তা করতে পারে না!

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

পদ্মপুকুর বলেছেন: ওস্তাদ ডাইনে চাইপ্যা যান, বায়ে প্লাস্টিক....

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

কলাবাগান১ বলেছেন: রাজাকার/জামাতি রা যখন দেশ শাষন করেছিল তাও দেখেছিলাম আর এখন ও দেখছি

০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

নূর আলম হিরণ বলেছেন: আপনি একজনের দুর্নীতি দিয়ে আরেকজনের দুর্নীতি ডিপেন্ড করতে চাচ্ছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.