![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
♠ প্রাকৃতিক গ্যাসের কোন ধরনের গন্ধ থাকে না। গ্যাস থেকে আমরা যে গন্ধটা পাই তা মূলত আমরাই যোগ করি যদি কোন কারনে লিক হয়ে যায় তাহলে যেন ধরতে পারি।
♠ ভূমিকম্প যদিও অনেক ভয়াবহ, কিন্তু বেশীরভাগ ভূমিকম্প এতটাই ছোট হয় যে মানুষ কখনও অনুভব করতে পারেনা।
♠ পিউমিস (Pumice) পৃথিবীর এক মাত্র পাথর যা পানির উপরে ভাসে!!
♠ Google এর সার্চ বক্সে Google উল্টো করে লিখলে (Elgoog) এমন এক সাইটে ওপেন হবে যা মূল সাইটের সম্পূর্ণ উল্টো!
♠আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা স্ত্রীকে ফোন করেন নাই কারণ তারা দুই জনেই বধির ছিলেন।
♠ সারা বিশ্বে কোকাকোলা পানীয়ের প্রস্তুত ফর্মুলা মাত্র দুইজনে জানে যাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ।
♠ পিক্সেল হিসাবে মানুষের চোখের পিক্সেল ৫৭৬ মেগাপিক্সেল!
♠ছেলেরা মেয়েদের চেয়ে ছোট ছোট শব্দ দ্রুত পড়তে পারে আর ছেলেদের চেয়ে মেয়েদের শ্রবণশক্তি বেশি।
♠ সামুদ্রিক প্রাণী হাঙ্গরের কোনো ধরনের রোগ ব্যাধি হয়না।
♠অংকে ১ মিলয়ন (১০০০০০০) লিখতে যেমন সাতটি সংখ্যা লাগে তেমনে ইংরেজিতে Million লিখতে সাতটি অক্ষর লাগে।
♠ ডিমের খোসার সাথে যেনো কুসুম না লেগে যায় তাই মুরগী দিনে ৫০ বার তার ডিমকে উল্টে দেয়।
♠ আপনি কারো দিকে তাকিয়ে নিঃশব্দে Colorfull শব্দটি উচ্চারণ করেন তবে যে দেখবে তার কাছে মনে হবে আপনি তাকে i love you বলছেন।
♠ এশিয়ার একমাত্র খিষ্টান দেশ ফিলিপাইন।
♠ পোল্যান্ডে কোনো দম্পতি যদি বিবাহিত জীবন একসাথে ৫০ বছর অতিক্রম করতে পারে তবে সে দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেওয়া হয়।
♠ তাসের চারটি রাজা ইতিহাসের চারজন বিখ্যাত রাজাকে নির্দেশ করে রাজা সার্লিম্যান, জুলিয়াস সিজার, আলেকজান্ডার, এবং রাজা ডেভিড।
♠ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো পিঁপড়া যে কিনা নিজের ওজনের চেয়েও ৯গুন বেশি ওজেনের বস্তু বহন করতে পারে!
♠ আলকেমিরা পরশ পাথর দিয়ে স্বর্ন তৈরির ব্যার্থ প্রয়াস চালায়! মজার ব্যাপার হলো বিজ্ঞানী আইজ্যাক নিউটনও এর পিছনে অনেক সময় ব্যয় করে।
সূত্রঃ ইন্টারনেট।
১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৯
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ। সংশোধিত।
২| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছেলেরা মেয়েদের চেয়ে ছোট ছোট শব্দ দ্রুত পড়তে পারে আর ছেলেদের চেয়ে মেয়েদের শ্রবণশক্তি বেশি।
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
নূর আলম হিরণ বলেছেন: এটা প্রমাণিত আমি অনেক মেয়ের পত্রিকা পড়তে এই বিষয় খেয়াল করেছি শ্রবণশক্তির ব্যাপারে আমি কিছু জানি না
৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২
আহলান বলেছেন: হরিণ নিজের মৃগ নাভীর গন্ধে পাগল হয়ে যায়
ঘোড়া দাড়িয়ে ঘুমায়
মাকড়সার বাচ্চারা মায়ের পেট খেয়ে মেরে ফেলে
এগুলোর কম অবাক করার নয় !
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
নূর আলম হিরণ বলেছেন: জ্বী আরো অনেক আছে.. ডলফিন এক চোখ খুলে ঘুমায়। পৃথিবীর মজুত করা সব স্বর্ন উত্তলন করে ভাগ করে দিলে আমাদের আহলান ভাই ১৯ কেজির মতো পাবে
৪| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
কালীদাস বলেছেন: ৫৭৬ মেগাপিক্সেল।
১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১১
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১২
সাহসী সন্তান বলেছেন: তাসের চার রাজার এক রাজা সম্পর্কে আপনার পোস্টের তথ্যে কিছুটা ভুল আছে! ঐটা রাজা দাউস হবে না, হবে ডেভিড! কিং অব স্প্রেডসের রাজা! গোলিয়াথের হত্যাকারী এবং বাইবেল অনুযায়ী এই রাজা ইসরায়েল শাষন করেছিলেন! তবে বাকি গুলো ঠিক আছে!
কিং অব হার্টের রাজা হলেন রাজা সর্লেম্যান বা চার্লস। যিনি ৮০০ খ্রিষ্টব্দে পুরো ইউরোপের প্রায় অর্ধেক জয় করেছিলেন! এবং মজার বিষয়টা হল, তাসের চার রাজার মধ্যে একমাত্র এই রাজারই গোঁফ নেই!
কিং অব ডায়মন্ডের রাজা হলেন রোমের বিখ্যাত শাসক, রাজনীতিবিদ এবং সাহিত্যিক জুলিয়াস সিজার! এবং সর্বশেষ কিং অব ক্লাবসের রাজা হলেন দিগ্বিজয়ী বীর আলেকজেন্ডার দ্যা গ্রেট!
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩
নূর আলম হিরণ বলেছেন: আপনার তথ্য সঠিক। এডিট করা হয়েছে।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯
আলগা কপাল বলেছেন: ফিলিপাইন হবে, ফিলিফাইন নয়।