নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
আমাদের বাঙ্গালীদের মধ্যে বিশাল একটা অংশ স্বশিক্ষিত, এরা নিজেরা নিজেরা জ্ঞান অর্জন করার চেষ্টা করে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও টেকনোলজি'র সাথে এরা তাল মিলাতে পারছে না। জ্ঞান চর্চা করতে গিয়ে ভুল উৎস থেকে ভুল তথ্য পেতে থাকে। ফেসবুক আসার পর থেকে এই শ্রেণীর চিন্তাশীলতার অপমৃত্যু হচ্ছে।
এদিক দিয়ে বাংলা ব্লগ তাদের জন্য হতে পারে জ্ঞান চর্চা ও বিকাশের জন্য উত্তম প্লাটফর্ম।
আমি প্রায় আড়াই বছর ধরে সামুতে আছি, কখনো নিয়মিত কখনো অনিয়মিত। এটা বলতে দ্বিধা নেই আমার চিন্তাশীলতার অনেক রিফাইন হয়েছে সামু ব্লগে আসার পর। যেটা বেশি শিখছি সেটা হচ্ছে ভিন্নমতের সাথে কিভাবে ব্যক্তিগত আক্রমণ বা অশ্লীল বাক্য প্রয়োগ ছাড়া যুক্তি তর্ক করা যায়। যদিও ইদানিং এমন লিখা কম দেখা যায় তবে আমি আর্কাইভস গিয়ে পড়েছি।
ব্লগে আশার পর নিজের চিন্তাভাবনার সাথে আরেকজনের চিন্তাভাবনা মিলাতে পেরেছি। অনেক গুরুত্বপূর্ণ তথ্য, ইতিহাস, বিজ্ঞান সম্পর্কে জানতে পেরেছি। ব্লগে বিচরণের মাধ্যমে আমাদের দেশের স্বশিক্ষিত অংশটি সত্যিকারে সঠিক চিন্তাশীল হয়ে উঠতে পারবে। হালের ফেইসবুক তাদের ব্রেইনের চিন্তাশীল অংশটাকে ধ্বংস করে দিচ্ছে। তাই ব্লগ সম্পর্কে নেতিবাচক ধারনা প্রতিকারের ব্যবস্থা নেওয়া উচিত ব্লগারদেরই। আপনার আশেপাশে যারা জানতে চায়,শিখতে চায়, ভাবতে চায় তাদেরকে ব্লগের সাথে পরিচয় করিয়ে দিন।
সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
নূর আলম হিরণ বলেছেন: শুভেচ্ছা রইল সকল ব্লগবাসীর জন্য। ধন্যবাদ আপনাকেও।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ঠিক ই বলেছেন। ব্লগে এসে মানুষের চিন্তা-ভাবনা উন্নত করাটা প্রাকটিস করা উচিত।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
নূর আলম হিরণ বলেছেন: ব্লগে অনেক অজানা বিষয় জানা যায়। আলোচনায় অংশগ্রহন করা যায়।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
আহমেদ জী এস বলেছেন: নূর আলম হিরণ ,
সুন্দর লেখা । হ্যাঁ , ব্লগ হতে পারে আমাদের জ্ঞানের হাতেখড়ির শ্লেটখানি । যেখানে নিজেকে ঘসে-মুছে শুদ্ধ করা যাবে , পারা যাবে নতুন নতুন চেতনার আঁক কষতে ।
ব্লগদিবসের শুভেচ্ছা ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
নূর আলম হিরণ বলেছেন: শুভেচ্ছা রইল আপনিসহ সকল ব্লগারের প্রতি।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
চানাচুর বলেছেন: আপনি কোন বিষয় জানেন না, কিংবা কখনো ভাবেনই নি, এমন কিছু বিষয় ব্লগে আসলে আপনা আপনি জানা হয়ে যায়। এই বিষয়টা ব্লগের সবচেয়ে ভাল দিক।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
নূর আলম হিরণ বলেছেন: আমাদের চিন্তাভানার লেভেলকে উঁচুতে নিতে ব্লগ আমাদের সাহায্য করে যাচ্ছে।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
সহমত।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩
সাইন বোর্ড বলেছেন: ফেসবুকের মতো ৯৫% মিথ্যা তথ্যে এডেকটেড না হয়ে ব্লগ একটি সুন্দর প্লাটফরম হতে পারে...
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
নূর আলম হিরণ বলেছেন: ফেইসবুকের মিথ্যা তথ্য থকে পরিত্রাণ পাওয়া কষ্টসাধ্য এখানে অনেকেই মিথ্যা তথ্যের সাথে গা ভাসিয়ে দেয়। ব্লগে এটা সম্ভব না। এখানে ভুল তথ্য শেয়ার করে সুবিধা করতে পারে না।
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪১
আখেনাটেন বলেছেন: ব্লগটা হচ্ছে চিন্তাশীল কিংবা সৃষ্টিশীল মানুষদের বিচরণস্থান। নেগেটিভ-পজেটিভ দুই অর্থেই। এখানে নির্দিষ্ট সময় ব্যয়ে কেউ ঠকবে না।
সুশিক্ষিত মানুষদের পদচারণায় মুখরিত হয়ে উঠুক ব্লগপাড়া।
২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮
নূর আলম হিরণ বলেছেন: ঠিক, ব্লগে নির্দিষ্ট সময় ব্যয়ে কেউ ঠকবে না। এখানে অযথা কন্টেন্ট এর পরিমাণও অনেক কম। আপনাকে ধন্যবাদ।
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৫২
ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।
খুব ভালো বলেছেন। আপনার সাথে সহমত।
ফেসবুকে কিছু না জানলেও চলে, কিন্তু ব্লগে যারা আছে তারা অন্তত কিছু জানে, জানতে চেষ্টা করে। কিছু লেখার ক্ষমতা আছে।
২০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
নূর আলম হিরণ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা বাংলা ব্লগ দিবসের।
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর মুল্যবান কথামালা সমৃদ্ধ পোষ্ট ।
শুভেচ্ছা রইল ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭
নূর আলম হিরণ বলেছেন: শুভেচ্ছা রইল আপনার জন্যও।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৯ম বাংলা ব্লগ দিবস উপলক্ষে ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা।
শুভেচ্ছা জানাই সকল গুণী সহব্লগারদের।