নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!
১.কিরে তোকে প্রায়ই দেখি এই কবরের সামনে আইসা দাঁড়াই থাকস? কবর জেয়ারত করতে পারস না? না পারলে আলমদুলিল্লাহ একবার আর কুলহুলাহ্ তিনবারও তো পড়তে পারিস। কথা কস না কেন? কবরস্থানের গেট বন্ধ হই যাইবো, যা বাইর হ।
কবরস্থান থেকে বাহির হতে হতে হরিদাস বিড়বিড় করে বলতে থাকে "দিদি তোকে আমি ঘৃণা করি, বাবার মৃত্যু, আমার আর মার একঘরে হয়ে থাকার জন্য তুইই দায়ী"
২.এই উঠেন, স্যার আসছে আপনার সাথে কথা বলতে। রহমান সাহেব উঠে দাঁড়ালেন জেলার সাহেব সেলের ভিতর ঢুকে তার সামনে দাঁড়ালো। খুব ভাঙ্গা গলায় জিজ্ঞেস করলেন আপনার আজ কি খেতে ইচ্ছে করছে?
রহমান সাহেব বললেন, কেন স্যার আজই কি আমার ফাঁসি হয়ে যাবে?
উত্তর না দিয়ে জেলার সাহেব আবার জিজ্ঞেস করলেন আপনার কি খেতে ইচ্ছে করছে? কাউকে দেখার ইচ্ছে আছে?
এবার রহমান সাহেব বললেন গরম ভাতের সাথে শিং মাছের ঝোল, কচু ভর্তা, ঘন মুশুরীর ডাল আর খাওয়া শেষে হাকিমপুরী জর্দা, খয়ের দিয়ে ডাবল পান। দেখার মতো এই পৃথিবীতে আমার একমাত্র ছেলেই আছে।
জেলার সাহেব তার সাথে থাকা টিফিনক্যারী থেকে বাটি গুলি সাজাতে লাগলেন। একে একে শিং মাছের ঝোল,কচু ভর্তা,ঘন মুশুরীর ডালের বাটিটি সাজিয়ে ডাবল পানটি কারারক্ষীর হাতে দিয়ে সেল থেকে বের হয়ে গেলেন! এক মুহূর্তের জন্যও পিছনে তাকালেন না!
৩.মামা লাল বোরাকাওয়ালীরে দেখ, বোরকার উপর দিয়েও বুঝা যাচ্ছে শালীর ফিগার আছে মাইরি।
হুম, তবে নতুন মাল মনে হচ্ছে, আগে এই রাস্তায় দেখছি বলে মনে হয় না।
খোঁজ লাগা, নাম্বার লওয়া চাই মামা।
কোনটার নাম্বার মামা.. ৩৬ এর কম হবে না মামা।
কি হইছে মা, রিমা কানতেছে ক্যান?
জানিনা বাবা কাল তোর মামা ওর জন্য একটা লাল বোরকা পাঠাইছে দুপুরে আইসা বোরকাটা আগুনে পোড়াইছে, কিছু কইতেছে না দরজা
বন্ধ কইরা খালি কানতাছে!
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৪
চাঁদগাজী বলেছেন:
২ নং, এটাতে কি লিখতে চেয়েছিলেন?
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
নূর আলম হিরণ বলেছেন: রহমান সাহেব তার প্রিয় খাবারের কথা যখন বলেছেন তখন সেগুলি আগে থেকেই রান্না করে নিয়ে আসার মানে জেলার সাহেব জানে তার প্রিয় খাবার কি? যেহেতু তার ছেলে ছাড়া আর কেউ নেই দেখার মত তাই তার প্রিয় খাবারের কথা জানে শুধু তার ছেলেই।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:১৩
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । খুব ভালো হয়েছে ।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জেলার ছিল রহমান সাহেবের লোকের ছেলে@ চাঁদগাজী...
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩০
মলাসইলমুইনা বলেছেন: সুন্দর | ভালো লাগলো আপনার অনুগল্প | সেকেন্ডটা নিয়ে একটা কনফিউশন রইলো আমার এখনো |
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫
নূর আলম হিরণ বলেছেন: চাঁদগাজীর প্রতিউত্তরটিতে বলেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮
রাজীব নুর বলেছেন: সব কিছু মিলিয়ে ভালো।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৪
নূর আলম হিরণ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো
২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
নূর আলম হিরণ বলেছেন: ভালো লেগেছে শুনে ভালো লাগছে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওয়াও...