নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

এক লাইনের কয়েকটি শীতের গল্প(রম্য)।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৯


১। হতাশারঃ সলেমেন সুখন ছেলেটিকে ১ ঘন্টা ধরে মোটিভেট করে গোসল করাতে পারেনি :(

২। কষ্টেরঃ একটি স্বপ্ন (যদি দোষ থাকে) সকাল বেলার কান্না :(

৩। আনন্দেরঃ তারা তাদের ডিভোর্স করার সিদ্ধান্ত ২মাস স্থগিত করেছে :-*

৪। অনুপ্রেরণামূলকঃ জানিস বাবা তোর বয়সে থাকতে আমি রোজ গোসল করতাম :)

৫। সান্তনামূলকঃ যে পরিমাণ বডি স্প্রে আছে, তাতে আরো তিনদিন চলা যাবে :-B

৬। সাহসীঃ পুকুরে পড়ে যাওয়া বউয়ের ৩ ভরি ওজনের সোনার চেইন খোঁজার জন্য আজিজ সাহেব পানিতে নামাবেন বলে সিদ্ধান্ত নিলেন :-&
৮। বুদ্ধিমানঃ আয়নার সামনে দাঁড়িয়ে এক মগ পানি ছুড়ে দিয়ে গোসলটা সেরে পেললাম !:#P

৯। পরীক্ষাঃ যদি সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে টানা ৭ দিন গোসলের সময় ভিডিও কল দিবা, পারবে B:-)

১০। ভালোবাসাঃ বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি, ১০৮টি গরম বরফের টুকরা :-*

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৫

শাহিন-৯৯ বলেছেন: গরম পানি দিলে ছেলেটা গোসল করত।
২ নম্বরটা প্রতিটি মানুষের সাবালক হওয়ার নমুনা, একটু লজ্জা টাইপের।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৩

নূর আলম হিরণ বলেছেন: :) রম্য ছিলো।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৪

শামচুল হক বলেছেন: ভালই লাগল।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৪২

চাঁদগাজী বলেছেন:


এগুলো মোটামুটি ফেসবুক মুকের জন্য ওকে; কিছু একটাতে হাত পাকা করার চেস্টা করেন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

নূর আলম হিরণ বলেছেন: প্রত্যাশিত মন্তব্য :)

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

আটলান্টিক বলেছেন: হা হা হা ভাল লিখেছেন

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: বিনোদন।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

নূর আলম হিরণ বলেছেন: :)

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

নূর আলম হিরণ বলেছেন: ভালো লেগেছে জেনে, ভালো লাগলো।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: ভালই মজা পেলাম

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

নূর আলম হিরণ বলেছেন: মজা পেয়েছেন জেনে, ভালো লাগছে।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মজা পাইলাম। =p~

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২

নূর আলম হিরণ বলেছেন: :) ধন্যবাদ।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

জাহিদ অনিক বলেছেন:

আ হা হা
ভালোই মজা লেগেছে

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

নূর আলম হিরণ বলেছেন: মজা লেগেছে জেনে উৎসাহিত হলাম। ধন্যবাদ।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৪

সচেতনহ্যাপী বলেছেন: ৪নং টা পুরোই চাপা।। আমিও বাবা হিসাবে তাই সন্তানদের সামনে মারি।। এখন বয়সের অযুহাতে ৭ দিনে একবার :-P

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০১

নূর আলম হিরণ বলেছেন: আমিও বাবা হিসাবে তাই সন্তানদের সামনে মারি।।এখন বয়সের অযুহাতে ৭ দিনে একবার :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.