নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

বিসিবি\'তে কিছু অথর্ব নিয়োগ দিয়ে রেখেছে শেখ হাসিনা!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪০


মানুষের শরীরে রোগ প্রতিরোধকারী ভ্যাকসিন কখন দেওয়া হয়? আপনি, আমি যখন পুরোপুরি সুস্থ থাকি তখন আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধকারী ভ্যাকসিন দেওয়া হয়। যে রোগের ভ্যাকসিন সে রোগে আক্রান্ত হয়ে গেলে সেই ভ্যাকসিন দিলে কোন লাভ হয় না। একটি দেশের ক্রিকেটের পাইপলাইন হল এই ভ্যাকসিনের মত, দলের দুঃসময়ে পাইপলাইনে যত বেশি ভালো এবং বিকল্প খেলোয়াড় থাকবে সমস্যা তত দ্রুত সে দল কাটিয়ে উঠতে পারবে।

আমাদের দল যখন খারাপ করে, হযবরল থাকে আমরা প্রায়ই একটা কথা বলি নতুনদেরকে সুযোগ দাও, নতুনদেরকে সুযোগ দাও। আমাদের টিম ম্যানেজমেন্টও এই কাজটি অহরহ করে। আসলে নতুনদেরকে সুযোগ দেওয়ার উপযুক্ত এই সময়টা নয়, যেমনটি আপনার অসুস্থ শরীরে সেই রোগের প্রতিরোধকারী ভ্যাকসিন প্রয়োগ করা!

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এসব দলের দিকে তাকালে আপনি দেখতে পাবেন এই দলগুলির জয়ের গ্রাফ যখন নিচের দিকে থাকে তখন এরা নতুন, তরুণ খেলোয়াড়দের অভিষেক ঘটায় না। অভিজ্ঞ, পুরনো যারা আছে তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তাদেরকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করে। এদের দল যখন সুসংগঠিত থাকে, জয়ের ধারায় থাকে তখন পাইপলাইন থেকে একজন, দুইজন করে নতুন খেলোয়াড়দের একাদশে পুশ করে। যার ফলে দল সুসংগঠিত থাকায় এরা দলের সাথে খুব সহজে নিজেদের মানিয়ে নেয় এবং পারফর্ম করার তাগিদ অনুভব করে অন্য যেকোন সময়ের চেয়ে সবচেয়ে বেশি। এই সময় যদি তারা প্রত্যাশিত পারফর্ম করতে নাও পারে দলের উপর সেভাবে প্রভাব পড়েনা।
আমার পয়েন্টই হয়তো পাঠক ধরতে পেরেছেন।

আমাদের পাইপলাইন কিভাবে শক্তিশালী করা যাবে এই ব্যাপারে ক্রিকেটপ্রেমীদের ধারণা আছে তাই এগুলো নিয়ে বিস্তারিত আর বলার কিছু নেই। তারপরেও বিসিবি'র প্রশাসনে এমন অথর্বদের না রেখে বাহির থেকে প্রশাসক আনা উচিত সরকারের।
এখন শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হলে আমাদের ক্রিকেট বাঁচে, বাঁচে ১৬কোটি মানুষের আবেগ, ভালোবাসা❣️।

শেষকথা, এখন যারা আমাদের প্লেয়ারদের এরকম পারফরম্যান্স দেখে তাদের গালি দিচ্ছেন, খেলা আর দেখবেন না, বাংলাদেশের ক্রিকেট মরে গেছে বলছেন। তারাই আগামী টি-টোয়েন্টি সিরিজে সবার আগে টিভি অন করে খেলা দেখতে বসবেন, মোবাইলে স্কোর দেখবেন এবং কানে হেডফোন লাগিয়ে এফএম রেডিও'তে চৌধুরী জাফরউল্লাহ শরাফতের ধারাভাষ্য শুনবেন।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আফগানদের সাথে ক্রিকেটের উপর অনেক আগেই দুটো পোস্ট দিয়েছিলাম | ভয় হচ্ছে আমার আশংকা কি সত্য হতে যাচ্ছে ?
আবারো বাংলাদেশের "আফগান লজ্জা" এবং ভবিষ্যৎ !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৫

নূর আলম হিরণ বলেছেন: আপনার আশঙ্কা ও মতামত সঠিক।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

ইসিয়াক বলেছেন: আমি খেলা দেখতে বসলেই বাংলাদেশ হারে। অনেক কষ্ট বুকে নিয়ে এখন আর খেলাই দেখিনা। খোঁজও রাখিনা ।
আশাভঙ্গের বেদনা বড্ড কষ্টের ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৭

নূর আলম হিরণ বলেছেন: হারার একটা ধরণ আছে, এরা ধরণ ছাড়া হারে। বিসিবি বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড এদের মধ্যে কোন দায়বদ্ধতা কাজ করে না।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

জগতারন বলেছেন:
অনতি বিলম্বে জ্বনাব চাঁদ গাজী'কে ব্লগে লিখা ও মন্তব্য করার সুযোগ না দিলে আর এই ব্লগেই আসবো না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৬

নূর আলম হিরণ বলেছেন: উনি ফিরবেন, লিখবেন। একটু ভুল করে ফেলেছেন তার সাময়িক শাস্তি চলছে।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: পাইপলাইনে ভালো প্লেয়ার নেই। যারা আছে, তারাও সঠিক পরিচর্যা পাচ্ছে না। কাউকে কাউকে হুটকরে চান্স দেওয়া হচ্ছে, কাউকে কাউকে দিনের পর দিন বসিয়ে রাখা হচ্ছে।
ফলাফল, সবাই গোল্লায় যাচ্ছে!

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৯

নূর আলম হিরণ বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ ভালো জবাব দিয়েছে পাইপ লাইন নিয়ে :)

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @জুনায়েদ বি রাহমান:
খোদ পাইপ লাইনই ফেটে গেছেরে ভাই | পাইপ লাইনে তরুণ ও নবীন খেলোয়াড় আনা তো দূরের কথা কিভাবে এই সকল বৃদ্ধ খেলোয়াড়দের সেলাইন ও ইন্সুলিন দিয়ে বাঁচিয়ে রাখা যায় তা নিয়ে ব্যস্ত বিসিবির কর্মকর্তারা | মাথা মোটা বিসিবির কর্মকর্তারা ফাঁটা পাইপলাইন কিভাবে মেরামত করবে সেটা দেখার অপেক্ষায় রইলাম |

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৯

নূর আলম হিরণ বলেছেন: :) :)

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫১

ডার্ক ম্যান বলেছেন: বিসিবির কর্মকর্তারা ক্রিকেটের মান উন্নয়নের জন্য ব্রাজিল সফর করতে পারেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১০

নূর আলম হিরণ বলেছেন: যদি কখনো ব্রাজিল যায় এদের আমাজনে ছেড়ে দিলে ভালো হবে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: আমি হতাশ। পুরাই হতাশ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশ টিম এবং বিসিবি'র এহেন কর্মকান্ডে ক্রিকেটপ্রেমী মানেই হতাশ হবে।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জিম্বাবুয়ে কেনিয়ার পথে হাঁটছে বিসিবি।



@ডার্ক ম্যানবলেছেন: বিসিবির কর্মকর্তারা ক্রিকেটের মান উন্নয়নের জন্য ব্রাজিল সফর করতে পারেন।

আমার মতে উগান্ডা গেলে ভালো হয়

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

নূর আলম হিরণ বলেছেন: জিমবাবু সরকারের চেয়ে কিছুটা ভালো পজিশনে আছে আমাদের সরকার। পাপন সাহেবকে সভাপতি বানিয়ে তার ওপর সবকিছু ছেড়ে দিয়েছে, তিনি একলা বিসিবিকে ঢুবাচ্ছে।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

ঢাবিয়ান বলেছেন: আমাদের জাতীয় দলকে যেদিন থেকে দলীয় সম্পদে পরিনত করা হয়েছে, সেই দিন থেকেই সুচনা হয়েছে এর অধঃপতনের।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪

নূর আলম হিরণ বলেছেন: দল নির্বাচনে রাজনীতির খেলা চলে এটা এখন ওপেন সিক্রেট।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২০

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: দূর্নীতি আমাদের সব কিছুই ধ্বংস করে দিচ্ছে। এবং দ্রুতই করতেছে।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশ ক্রিকেটে ভালো খেলেছে এটির প্রতি শ্রম দেওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.