নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

আমরা দেশ, সভ্যতা, জ্ঞান-বিজ্ঞান এবং মানুষ হিসেবে পিছিয়ে পড়ে আছি!

১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮


আমরা দেশ, সভ্যতা, জ্ঞান-বিজ্ঞান এবং মানুষ হিসেবে পিছিয়ে পড়ে আছি বাকি আধুনিক বিশ্ব থেকে অনেক পিছনে! এই আধুনিক যুগে এসেও আমরা উদ্ভট উদ্ভট কাজকর্ম বিশ্বাস করি।
গতকাল দেখলাম কিশোরগঞ্জে এক কাঠুরিয়া পানি পড়া দিচ্ছে। জনে জনে দিতে পারছে না। সেখানকার ইউনিয়ন চেয়ারম্যান খোলা মাঠে স্টেজ করে মাইকের মাধ্যমে ফুঁ দিয়ে পানি পড়া দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। পানি পড়া নিতে যেনো কোন বিশৃঙ্খলা না হয়, ওসি সাহবে তার ব্যবস্থা করেছেন এবং কাঠুরিয়াকে দ্রুত পানি পড়া দেওয়া শেষ করতে অনুরোধ করেছেন। বিরূপ আবহাওয়া, বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বোতল নিয়ে অপেক্ষা করছে পানি পড়ার জন্য।

এই পানি পড়ায় সব ধরনের রোগশোক ভালো হয়, যাদের রোগ নেই তাদের মনবাসনা পূর্ন হয়। এইসব বিশ্বাস করে হাজার হাজার মানুষ স্টেইজের সামনে বোতল নিয়ে ঠেলাঠেলি করছে! এমন দৃশ্য দেখলে আপনার করুণা হবে, নাকি রাগ হবে, নাকি আপনিও বোতল হাতে দাঁড়াতে না পারার আক্ষেপ করবেন?
কিশোরগঞ্জ আমাদের রাষ্ট্রপতির এলাকা, উনার এলাকার মানুষের যদি এই অবস্থা হয় বাকি এলাকার মানুষের কি অবস্থা! উনার কানে খবরটা গেলে উনি কি বলবেন, জানতে ইচ্ছে হয়। আমার মনে হয় উনি বলতেন, আমি এদের এসবে যেতে না করেছি, কি করবো এরা সহজ সরল মানুষ তাই এসবে বিশ্বাস করে ঠকে যায়।
আমরা মনে করি আমাদের রাষ্টপতির আসলে কোন কাজ নেই, উনাকে শুধু পুতুল হিসাবে বসিয়ে রাখা হয়। আসলে উনার দায়িত্ব বিশাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ চাইলে উনি করতে পারেন। রাষ্ট্রপতি হিসাবে দেশের মানুষকে সুশিক্ষিত করা, আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে তাদেরকে শিক্ষিত করা এবং সকল প্রকার কুসংস্কার, উদ্ভট ধ্যান ধারণা থেকে মুক্ত রাখা উনার দায়িত্বের মধ্যে পড়ে।

কিশোরগঞ্জের সাধারণ মানুষের কথা বাদ দিলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওসি সাহেবের যদি এই অবস্থা হয় সেটাকে কি হিসেবে দেখা যায়! নতুন নতুন উদ্ভাবনে যেসব দেশ এগিয়ে, আধুনিক বিশ্বে তারাই উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিত। আমাদের দেশে নতুন কি উদ্ভাবন হবে, হাজার বছর আগের উদ্ভাবিত পানি পড়ার প্রতি এখনো মানুষের এত আগ্রহ!
তবে আশার কথা হচ্ছে সে এলাকার মসজিদের খতিব বলেছে এগুলা ভন্ডামি, এতে ঈমান নষ্ট হবে এবং ইসলামে কুসংস্কারের কোন স্থান নেই!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:





এই ঘটনাটি বাংলাদেশে প্রায়ই ঘটে। মানুষ ফু দেওয়া পানি বা পানি পড়ার প্রতি ভরসা পায়! এমনটি অসংখ্যবার ঘটেছে - ভবিষ্যতেও ঘটবে বলে আশা রাখি।

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

নূর আলম হিরণ বলেছেন: মানুষ সুশিক্ষিত হচ্ছেনা। প্রাকৃতিক বিজ্ঞানের সাথে মানুষের জানাশোনা দিন দিন কমছে।

২| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

হাবিব ইমরান বলেছেন: ‘যে দেশের যে বাইল
রান্ধে মুরগা, হয় ডাইল’। :D

বলতে গেলে আমাদের দেশের নিয়মই এটা। করতে চায় এক, হয় আরেক। রাষ্ট্রপতি হোক বা সাধারণ, সবার একই দশা। দিনশেষে সবাই বাঙালি। অপসংস্কৃতি, নির্লজ্জতা আর হুজুগে নীতি এ জাতির নৈতিক অভ্যাস। :)

১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

নূর আলম হিরণ বলেছেন: একজন মানুষকে বোকা বানানো যায়, দশ জনকে বোকা বানানো যায় কিন্তু এতগুলো মানুষকে একসাথে কিভাবে বোকা বানানো সম্ভব?

৩| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

ইলি বলেছেন: দিনশেষে সবাই বাঙালি

১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

নূর আলম হিরণ বলেছেন: জাতি হিসেবে আমরা বাঙালি, এটা কোন সমস্যা নয়। কিন্তু দেশের বেশিরভাগ মানুষ কুসংস্কারাচ্ছন্ন এটা খুব বড় ধরনের সমস্যা।

৪| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: এখনো মানুষ ঝাড়ফুঁকে বিশ্বাস করে তাহলে কি পরিমান অজ্ঞতায় ভরা দেশের মানুষ।

১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

নূর আলম হিরণ বলেছেন: আমাদেরও অদক্ষ রাজনীতিবিদদের কারণে এমন অজ্ঞ জেনারেশন তৈরি হচ্ছে।

৫| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩২

জগতারন বলেছেন:
এতক্ষন 'লগ-ইন' না করিয়াই পড়িতেছিলাম বিভিন্ন ব্লগার-এর লিখা।
প্রিয় ব্লগার নূর আলম হিরণ ; আপনার লিখা এই প্রবন্ধটি দেখিয়া 'লগ-ইন' করিলাম।
দেশের মানুষদের এই মানুষিকুতা কি আর করা !
শুধু দুঃখ করা ছাড়া।

আমরা মনে করি আমাদের রাষ্টপতির আসলে কোন কাজ নেই, উনাকে শুধু পুতুল হিসাবে বসিয়ে রাখা হয়। আসলে উনার দায়িত্ব বিশাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ চাইলে উনি করতে পারেন। রাষ্ট্রপতি হিসাবে দেশের মানুষকে সুশিক্ষিত করা, আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে তাদেরকে শিক্ষিত করা এবং সকল প্রকার কুসংস্কার, উদ্ভট ধ্যান ধারণা থেকে মুক্ত রাখা উনার দায়িত্বের মধ্যে পড়ে।

.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।

কিশোরগঞ্জ আমাদের রাষ্ট্রপতির এলাকা, উনার এলাকার মানুষের যদি এই অবস্থা হয় বাকি এলাকার মানুষের কি অবস্থা! উনার কানে খবরটা গেলে উনি কি বলবেন, জানতে ইচ্ছে হয়। আমার মনে হয় উনি বলতেন, আমি এদের এসবে যেতে না করেছি, কি করবো এরা সহজ সরল মানুষ তাই এসবে বিশ্বাস করে ঠকে যায়।

আশা করি আজকে লিখা এই প্রবন্ধটি আমাদের দেশের সভাপতি সাহেব-এর চোখে যেন পড়ে।

১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

নূর আলম হিরণ বলেছেন: বলেছেন: আমাদের দেশের সভাপতির নজরে লিখাটি পড়লে ভাল হত কিন্তু উনার নজরে পড়ার সম্ভাবনা নেই। উনার আশেপাশের দুষ্ট গুলো মাঝেমধ্যে রাগটাগ করে ব্লগ বন্ধ করে দেয়।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৫

আখেনাটেন বলেছেন: এগুলো আগে আরো বেশি বেশি দেখা যেত। এখন অনেকটাই কমে গেছে।

এসব ঘটনা শিক্ষিত সমাজকে হতাশ করবে। তবে দেশ আদৌ কত শতাংশ শিক্ষিত সমাজের অংশ সেটাও বিবেচ্য।

১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১২

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় সারাবিশ্বের মধ্যে থেকে ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই। এ থেকে আন্দাজ করা যায় দেশে আদৌ কত শতাংশ শিক্ষিত সমাজের অংশ।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: আমরা আজও খুব পিছিয়ে আছি।

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৭

নূর আলম হিরণ বলেছেন: আমাদের মাথা মোটা রাজনীতিবিদ আর অসৎ সরকারি আমলাদের জন্য পিছিয়ে পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.