|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নূর আলম হিরণ
নূর আলম হিরণ
	ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের মানুষের সেবা করতে চাচ্ছে। আপনি কি সে সেবা নিতে প্রস্তুত আছেন? বিএনপি এই দেশের মানুষের সেবা অনেক বারই করেছে। মেজর জিয়াও এদেশের সেবা করেছে। মেজর জিয়ার ও বেগম জিয়ার ৯২ এর দেশ সেবা দেখেছে ব্লগে এমন মানুষের সংখ্যা হাতে গুনা। তবে ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত তাদের সেবা দেখেছে ও নিয়েছে এমন মানুষের সংখ্যাই বেশি। এখন আপনার কি মনে হয়, এই যে তারা এখন আবারও দেশের সেবা করার জন্য জীবন দিয়ে দিচ্ছে, জেল জুলুম, অত্যাচার সহ্য করছে তাতে আপনি খুশি হচ্ছেন? এতকিছুর পরেও তারা দেশ সেবা করার ইচ্ছা ত্যাগ করছে না।
আপনার সেবা করার জন্য তাদের এই ত্যাগ তিতিক্ষাকে কিভাবে দেখছেন? তাদের সেবার মান জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল, কানাডার ট্রুডো কিংবা ফিনল্যান্ডের প্রেসিডেন্টের মতো হবে, নাকি অন্তত শেখ হাসিনার চেয়ে ভালো হবে?
গত ২০০১ ও ২০০৫ পর্যন্ত এদেশে বিএনপি'র সেবা দেওয়ার নমুনা আমি দেখেছি এবং আরো যারা দেখেছে তাদের উচিত হবে বিএনপিকে  আর জাতির সেবা করতে সুযোগ না দেওয়া। ঐ সময় জাতির সেবা করতে করতে তারা জাতিকে আইসিইউ তে নিয়ে গেছে এখন আইসিইউ থেকে বেডে আসা জাতির সেবা করার জন্য আবার তারা উঠে পরে লেগেছে! আবার জাতিকে সেবা করার সুযোগ পেলে এবার কোমায় নিয়ে যাবে না তার কি গ্যারেন্টি আছে!
বিএনপির মিশন, ভিশন কিংবা জাতিকে সেবা করার প্রক্রিয়াগুলো কোন কিছুই পরিষ্কার নয়। এগুলো পরিষ্কার না করে জাতির সেবা করতে যাওয়া খুবই বিপদজনক বিষয়।
যাই হোক আমি অন্তত এই মুহূর্তে বিএনপি'র সেবা নিতে প্রস্তুত নই  তারমানে এও নয় আমি বর্তমান শেখ হাসিনার সেবায় সন্তুষ্ট। শুধুমাত্র হাসপাতালে বেডে থাকা রোগীকে আমি কোমায় নিয়ে যেতে চাই না, এজন্যই বিএনপিকে এই মুহূর্তে জাতির সেবা করতে দেওয়া উচিত হবে না। বিএনপি একা সেবা করতে চাইলে ভেবে দেখা যাইতো কিন্তু বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে তাদের লেজ জামাত শিবিরও ক্ষমতায় চলে আসবে। এরা জাতিকে কিভাবে সেবা করে তার নমুনা কমবেশি সবারই জানা। আফগানিস্তানে তাদের সেবা চলছে, সে সেবার নমুনা দেখে এই জাতের কেউই তাদের সেবা নেওয়ার পক্ষে থাকার কথা নয়!
 ৩০ টি
    	৩০ টি    	 +১/-০
    	+১/-০  ০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ৯:৫৮
০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ৯:৫৮
নূর আলম হিরণ বলেছেন: আওয়ামী লীগ নিজ দলের নেতাকর্মীদের সেবা করতে গিয়ে দেশের সেবার মান কমিয়ে ফেলেছে। আর বিএনপি জামাত দেশের সেবা কিভাবে করতে হয় সেই সম্পর্কেই ওহাকিবল নয়।
২|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:২৮
০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:২৮
গেঁয়ো ভূত বলেছেন: সুন্দর বলেছেন "হাসপাতালে বেডে থাকা রোগীকে আমি কোমায় নিয়ে যেতে চাই না"। সবাই আমাদের সেবা (?) করার জন্য একেবারেই দেওয়ানা, কিন্তু আমরা তাদের সেবা পেতে পেতে অস্থির-বেহুশ! 
আসল সত্য হচ্ছে এই মুহূর্তে বেছে নেয়ার মতো আমাদের সামনে কোনো বিকল্প শক্তি নাই। দেশের স্বার্থে একটা বিকল্প শক্তির উত্থান খুবই জরুরি প্রয়োজন, অগণতন্ত্রিক শক্তির গণতন্ত্রের ছবক নেহায়েত ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।
একটা কার্যকর বিরোধী শক্তি ছাড়া গণতন্ত্র একেবারেই অর্থহীন। ক্ষমতার ভারসাম্য না থাকলে দুর্নীতির করাল থাবা থেকে রেহাই পাওয়া কঠিন।
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:১৫
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:১৫
নূর আলম হিরণ বলেছেন: শক্তিশালী বিরোধীদল না থাকায় আওয়ামী লীগ সরকার দুর্নীতি বন্ধ করতে পারছে না কিংবা বন্ধ করতে চাচ্ছেনা।
৩|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:৪১
০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:৪১
রানার ব্লগ বলেছেন: সেবার ম্যানু কার্ড টা দেবেন দয়া করে। চোরের সেবা নিতে হবে জেনে খুবি প্রিত হলাম।
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:১৭
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:১৭
নূর আলম হিরণ বলেছেন: বিএনপি ক্ষমতায় আসলে কি কি সেবা দিবে তার মেনু কার্ড এখনো দেয়নি। আপাতত শেখ হাসিনাকে বিতাড়িত করার চেষ্টা চলছে। আগে যখন ক্ষমতায় ছিল সেসবের সেবার মেনু কার্ড অনলাইনে টুকটাক সার্চ করলেই পেয়ে যাবেন কিংবা আপনার এলাকার বিএনপির সাবেক এমপি মন্ত্রীদের অবস্থা দেখলে কথা শুনলে অনেকটাই আন্দাজ করতে পারবেন।
৪|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:৫৪
০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন: 
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন -
এবার বিএনপি ক্ষমতায় আসলে বর্তমানের চেয়ে ১০০ গুণ বেশি দুর্নীতি লুটপাট করবে
অনুষ্ঠানে এমপি নেতারাও ছিলেন সুশীল সমাজের অনেকে ছিলেন। 
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:১৮
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:১৮
নূর আলম হিরণ বলেছেন: কাদের সিদ্দিকী সঠিক বলেছে সমস্যা হচ্ছে উনিও সে চোরদের সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন।
৫|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:৫৯
০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:৫৯
সোনাগাজী বলেছেন: 
শক্ত কোন রাজনৈতিক দলের যাতে জন্ম না'হয়, সেজন্য শেখ হাসিনা বিএনপি, জামা্তও জাপাকে পালন করে যাচ্ছে।
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:১৯
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:১৯
নূর আলম হিরণ বলেছেন: সঠিক। বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা কখনো শক্ত রাজনৈতিক দল ছিল না এবং হতেও পারবেনা, শেখ হাসিনা এটা ভালো করে বুঝে ফেলেছে।
৬|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১১:০৮
০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১১:০৮
রানার ব্লগ বলেছেন: আমিও বংগবীর কাদের সিদ্দিকির সাথে একমত। বিএনপি ক্ষমতায় এলে এই দেশে আর চোর থাকবে না কারন সবাই ডাকাত হয়ে যাবে শুধু আম জনতা ছাড়া।
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:২২
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:২২
নূর আলম হিরণ বলেছেন: সমস্যা হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী জেনে বুঝে আবর্জনা নিয়ে ঘাটাঘাটি করে।
৭|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১১:১৮
০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১১:১৮
সোনাগাজী বলেছেন: 
মিলিটারী ব্যতিতবিএনপি কি করে ক্ষমতায় আসবে?
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:২৩
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:২৩
নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা সে পথ অনেক আগেই বন্ধ করে দিয়েছে এজন্যই বিএনপি'র কান্নাকাটি হাহুতাশ কাজে আসে না।
৮|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:০১
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:০১
শূন্য সারমর্ম বলেছেন: 
সেবা করে বিএনপি দেশকে কোথায় নিবে?
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:২৪
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:২৪
নূর আলম হিরণ বলেছেন: বড়জোড় কাবুলে নিয়ে যেতে পারবে।
৯|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:২৩
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- সব রাজনৈতিক দলগুলিই আমাদের সেবা করছে, আমরা সেবা নিতে উৎসর্গ হচ্ছি।
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:২৪
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:২৪
নূর আলম হিরণ বলেছেন: আমাদের সেবা করে সব রাজনৈতিক দলই মজা পায় তাই সবাই নিজ উদ্যোগে আমাদের সেবা করতে এগিয়ে আসে।
১০|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৩৪
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৩৪
আল ইফরান বলেছেন: এই অর্থনৈতিক সংকটকালীন সময়ে বিএনপির লোকজন কোন কিছুই পাবে না (যেহেতু ক্যাপিটাল/ফিন্যান্স মার্কেট অলরেডি কলাপ্স করেছে), আঊট অফ শিয়ার ডেসপারেশন ইট, কাঠ, মাটি কেটে বিক্রি করা শুরু করে দিতে পারে।
তবে শেখ হাসিনা অথবা তার ক্রনিদের কোন ধারনাই নেই কিভাবে এই সংকট মোকাবিলা করবে। উনি না বুঝে আবোল-তাবোল এবং মিথ্যা কথা বলছেন।
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:২৮
০৮ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ২:২৮
নূর আলম হিরণ বলেছেন: উনি অর্থনীতি নিয়ে যেসব কথা বলছেন সেগুলি ধারণা থেকে বলছেন। আমেরিকা ইউরোপ কিভাবে সমস্যা সমাধান করেন উনি সেদিকে তাকিয়ে আছেন। সেদিকে সমস্যা সমাধান হলে উনি হাফ ছেড়ে বাঁচবেন।
১১|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৩:৩৫
০৮ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৩:৩৫
আল ইফরান বলেছেন: উনি অর্থনীতি নিয়ে যেসব কথা বলছেন সেগুলি ধারণা থেকে বলছেন।
এখন ধারণা এবং অনুমানের উপর ভিত্তি করে কথা বলার সময় নয়, উনি যদি না বুঝেন তাহলে এটলিস্ট চুপ থাকতে পারেন।
আর ইউরোপ-আমেরিকার অর্থনীতির সাথে আমাদের চৌর্যভিত্তিক অর্থনীতির বিস্তর তফাৎ, তাদের সমাধান আমাদের সমাধান নয়।
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৪:১৩
০৮ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৪:১৩
নূর আলম হিরণ বলেছেন: ইউরোপ আমেরিকার অর্থনীতির সাথে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার বিস্তর ফারাক আছে। তবে তাদের অর্থনৈতিক উত্থান পতনের সাথে আমাদের অর্থনীতি সরাসরি জড়িত তাই তাদের সমস্যা সমাধান না হলে আমাদের সমস্যাও সমাধান হয় না। এজন্যই তাদের দিকে তৃতীয় বিশ্বের দেশ বলে তাকিয়ে থাকে।
১২|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৫:২৪
০৮ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৫:২৪
তানভির জুমার বলেছেন: আপনাদের মত মানুষের জন্য আওয়ামীলিগ ঠিক আছে । কাপুরষা কখনো নিজের অধিকারের কথা বলে না এরা অন্যের করুণায় বেচে থাকে।
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৫:৩৮
০৮ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৫:৩৮
নূর আলম হিরণ বলেছেন: আপনার জন্য বিএনপি জামাত ঠিক আছে। কয়েকমাস আফগানিস্তান, পাকিস্তান গিয়ে কাটিয়ে আসুন।
১৩|  ০৮ ই ডিসেম্বর, ২০২২  সন্ধ্যা  ৬:৫২
০৮ ই ডিসেম্বর, ২০২২  সন্ধ্যা  ৬:৫২
নাহল তরকারি বলেছেন: বিএনপি এর আমলে দুর্নীতি, আদম ব্যাবসা, গাজ্ঞার ব্যাবসা বেশী দেখেছি।
  ০৮ ই ডিসেম্বর, ২০২২  রাত ৯:২৬
০৮ ই ডিসেম্বর, ২০২২  রাত ৯:২৬
নূর আলম হিরণ বলেছেন: দুর্নীতি বিএনপির আমলে যেমন হয়েছে এখনো হচ্ছে কিন্তু দুর্নীতির সাথে সাথে উন্নয়ন সে সময় হয়নি।
১৪|  ০৯ ই ডিসেম্বর, ২০২২  রাত ১২:৩১
০৯ ই ডিসেম্বর, ২০২২  রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই।
  ০৯ ই ডিসেম্বর, ২০২২  সকাল ৯:১৮
০৯ ই ডিসেম্বর, ২০২২  সকাল ৯:১৮
নূর আলম হিরণ বলেছেন: দেশের অর্থনীতি এখনো এত খারাপ হয়নি।
১৫|  ০৯ ই ডিসেম্বর, ২০২২  সকাল ৯:৪৩
০৯ ই ডিসেম্বর, ২০২২  সকাল ৯:৪৩
নিমো বলেছেন: একমাত্র মানসিক ভারসাম্যহীন ও বলদরাই বিএনপি রাজাকার-আলবদর সহ,দেশবিরোধী চক্রের সেবা নিতে প্রস্তুত?
  ০৯ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৫:৪৫
০৯ ই ডিসেম্বর, ২০২২  বিকাল ৫:৪৫
নূর আলম হিরণ বলেছেন: এদের সংখ্যা নেহাত কম নয়।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ৯:৪০
০৮ ই ডিসেম্বর, ২০২২  সকাল ৯:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শেখ হাসিনা সেবা করছেন ওরা করতে চাচ্ছে মাঝখানে জনগনের পাছা ফেটে চৌচির হয়ে রক্তাক্ত