| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

উৎসর্গ: ব্লগার শূন্য সারমর্ম।
শূন্যতায় ভেঙ্গে পড়ে কত শত মন,
আবার শূন্য থাকেই গড়ে কেউ পাহাড়সম ধন!
শূন্য শুধু শূন্য নয়, শূন্যের শক্তি অসীম,
যদি সে বসতে পারে, জায়গামত আসীন!
শূন্য থেকে সৃষ্টি হলো, শূন্যেরও মহাশূন্য,
দেখো, এই শূন্যের কাছে তুমি আমি কতখানি নগন্য!
প্রকৃতি নাকি গোস্বা করে রাখতে কোনো শূন্যতা,
অথচ বিচিত্র এই শূন্য থেকেই তাহার আজকের পূর্ণতা!
অর্থের মাঝে শূন্য খুজে,আছে এমন বহুজন,
শূন্য হৃদয়ে বেঁচে আছে, নিজের কত আপনজন!
শূন্য থেকে মায়ের গর্ভে, তৈরি হলো যে জীবন,
কত শত পাপ পুণ্যে, বোঝাই হলো এই ভুবন!
অংকের ফল শূন্য হলে, যায় না বলা ভুল,
জীবনের ফল শূন্য হলে, হারায় দুটি কুল!
যে ডিভাইসে পড়ছো তুমি, শূন্যের কথা যত,
সেখানেও চলছে খেলা শূন্য একের তত!
অণু কনা পরমানু, কি পাবে তার শেষে?
শূন্য ছাড়া মিলবেনা কিছু, এই জগতেও এসে।
২৬ শে মে, ২০২৩ রাত ১১:১৬
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ।
২|
২৭ শে মে, ২০২৩ সকাল ১০:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুটে
আমার যত অভিমান।
- পছন্দের গানের লিরিক
২৭ শে মে, ২০২৩ দুপুর ১:১৬
নূর আলম হিরণ বলেছেন: শুনা হয়নি, শুনতে হবে।
৩|
২৭ শে মে, ২০২৩ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: বাহ!!
২৮ শে মে, ২০২৩ রাত ১২:৪৩
নূর আলম হিরণ বলেছেন: এগুলো বানাতে এক ঘণ্টার মত সময় লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২৩ রাত ১০:৪৮
:) :) :) :) :) বলেছেন: