নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

সময় এখনো শেষ হয়ে যায়নি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৭


বছরের দীর্ঘ রজনী শেষেও ভোরের আলো ফুটে, কণ্টকাকীর্ণ পথেরও শেষ প্রান্ত আছে।হতাশাগ্রস্ত নিশাচর মানুষটিও সময় আসলে আত্মবিশ্বাসে টলমল করে। জরাজীর্ণ রোগা দেহ গুলোও এক সময় পাহাড় ঠেলে ফেলে দিতে চাইবে। যাকে আজ পাহাড় ভাবছো, যেদিন ক্ষোভ, দুঃখ কিংবা হতাশার স্তূপ জমে হিমালয় হবে, সেদিন সেই পাহাড় টিলা হয়ে পড়বে।
নিউটনের 'থার্ড ল' আগেও কাজ করেছে, ভবিষ্যতেও করবে।

আমি তুমি আমরা, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারাতে এতটাই দক্ষ হয়ে উঠেছি যে পুরো জাতি পঙ্গু হওয়ার অপেক্ষা!
সভ্যতা খুঁড়িয়ে চলা পঙ্গুদের বেশি দূরে টেনে নিয়ে যাবেনা, মাঝপথে কিংবা তারও আগে ফেলে রেখে যাবে।
সময় এখনো শেষ হয়ে যায়নি তবে শেষ হওয়ার পথে!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।

সুন্দর উপলব্দি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.