নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নীরব থাকতে ভালবাসি

নীরব ছেলে

চোখের ভেতর স্বপ্ন থাকে, স্বপ্ন বাচায় জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকেরই নিশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা বাজির কোন তাস!!!

নীরব ছেলে › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা মানুষের জীবনের সব চেয়ে মূল্যবান ও শক্তিশালী উপাদান

২৭ শে মে, ২০১৬ রাত ১২:৫০

যখন তুমি কাউকে
খুব বেশি ভালবাসবে,
তখন ই সে তোমার ভালবাসার
পরীক্ষা নিতে শুরু করবে,
না না ভাবে তোমাকে
কষ্ট দিবে, অপমান করবে।
কারণ মেয়েটা দেখতে
চাইবে এত অপমান,
ঘৃণা করার পর ও তুমি
তাকে ভালোবাসো কিনা।
কিন্তু মেয়েদের এরকম
করাটা হয় মহা ভুল,
কারণ ছেলেরা কারো
অবহেলা পছন্দ করে না।
আরে আপু যাকে ভালবাসবে
তাকে এত পরীক্ষা কর কেন?
কেন তাকে অকারণে কষ্ট দাও?
পরে যখন ছেলেটা তোমার
অবহেলা পেয়ে চলে যায়,
তখন তুমি তাকে ভালবাসতে
শুরু কর। বড়ই অদ্ভুত
মেয়েদের চিন্তা-ভাবনা।
ছেলেদের বলছি যে তোমাকে
অবহেলা করে, অপমান করে
তাকে বার বার ভালবাসি
কথাটা বলার দরকার নেই,
কারণ যে ভালবাসার সে
তোমাকে এমনিতেই ভালবাসবে,
তুমি যেমন আছো, যে অবস্থায়
আছো সেভাবেই তোমাকে ভালবাসবো, তাকে ইমপ্রেস
করার জন্য রোমিও সাজার
দরকার নেই। ভালবাসতে
কোন কারণ লাগে না,
কোন পজিশন লাগে না,
লাগে শুধু একটা পবিত্র মন
যে মনে তোমার ভালবাসার
মানুষটির জন্য অফুরন্ত
ভালবাসা থাকবে।
একটা কথা মনে রেখ বন্ধু,
নিষ্ঠুর এই পৃথিবীতে সবাই
স্বার্থ খুঁজে, স্বার্থ ছাড়া মানুষ
কোন কাজ করে না
(একমাত্র বাবা- মা ছাড়া)
কিছু মানুষ আছে যারা
তোমার জীবনে আসবে
স্বার্থ হাসিল করার জন্য,
তারপর জীবনটাকে নতুনভাবে
সাজিয়ে/ জীবনের মূল্য বুঝিয়ে,
নিঃশব্দে চলে যাবে, আর রেখে
যাবে কিছু অদ্ভুত স্মৃতি যা তুমি
কখনই ভুলতে পারবে না।
যদি এসব থেকে মুক্তি পেতে চাও,
তাহলে তোমাকেও স্বার্থপর
হতে হবে। জীবনেও চলার পথে
হাজারটা মেয়েতোমার
জীবনে আসবে যাবে।
মেয়েরা বাসের মত,
একটি চলে যায় আরেকটি আসে,
কিন্ত ঐ সব গুলো বাসের মধ্যে একটি বাস এমন যে তোমাকে
তোমার বাড়ি পোঁছায়।
আর সেই বাসটিকে কখনও
মিস করতে নেই............
সেই কাঙ্ক্ষিত বাসটি সঠিক
সময়ে তোমার জীবনে আসবে,
তার আগে অনেক গুলো
ভুল বাস এসে, ভুল গন্তব্যে
নামিয়ে তোমার জীবনটা
তছনছ করে দিতে পারে,
এক্ষেত্রে অনেক ছেলেরাই
ভেঙ্গে পরে, কিন্তু বন্ধুরা
ভেঙ্গে গেলে চলবে না।
পবিত্র মনে সঠিক মানুষটির
জন্য অপেক্ষা কর, সেই মানুষটি
সঠিক সময়ে তোমার জীবনে
এসে অগোছালো জীবনটাকে
গুছিয়ে তুলবে।
অনেক মেয়েরাই বলে যে
"সব ছেলেরাই প্রতারক"
আসলেই সব ছেলেরাই কি
প্রতারক??
কোন মেয়ে কি তার বুকে
হাত রেখে বলতে পারবে যে
"সব মেয়েরা ভালো"
একটি খারাপ ছেলের জন্য
আপনি কেন বাকিদেরকে
দোষ দিবেন?? ছেলেরাও
দিল ফাটিয়ে ভালবাসতে জানে,
শুধু সেই ভালোবাসা দেখার
মত চোখ থাকতে হয়।
কোন শর্ত বা অঙ্গীকার দিয়ে
ভালোবাসা টিকে থাকে না,
ভালোবাসা টিকে থাকে
পবিত্র বিশ্বাসের ওপর।
ভালোবাসা পেতে ও দিতে প্রয়োজন সুন্দর একটা
পবিত্র মন। বিশ্বাস হল
ভালবাসার প্রধান সূত্র ও
ভালবাসার মূল বস্তু।
♦পরিশেষে ছেলে- মেয়ে সবাইকে
বলছি কাউকে ভালবাসার
আগে নিজেকে ভালোবাসো,
তাহলে অপরের ভালবাসার
মর্যাদা বুঝতে পারবে ।
►বিঃদ্রঃ সব মেয়েরা/ছেলেরা সমান নয়, পোস্টটি সবার
উদ্দেশ্য করে লেখা হয়নি,
কিছু টাইপের মানুষ আছে
যারা এমন করে, আর
ভালো ছেলে/মেয়ে আছে বলেই
আজো পৃথিবীতে সত্যিকারের
ভালোবাসা টিকে আছে।
পোস্টে একতরফা ভাবে
মেয়েদের কথায় বলেছি,
এবং যারা ওরকম শুধুমাত্র
তাদের কথায় বলা হয়েছে,
বাকি যারা ভালো তারা
রাগ করবেন না।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৬ রাত ১:১৪

রিপি বলেছেন: ভালোই লিখেছেন। কথা গুলো অনেক বাস্তব। তবে এটা কবিতার আকারে না লিখে গল্পের আকারে লিখলে পড়তে আরো সুবিধা হত।

২| ২৭ শে মে, ২০১৬ রাত ১:১৯

নীরব ছেলে বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.