নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষিত হওয়ার অর্থটা কি ? যদি না অন্যায়ের সামনে দাঁড়িয়ে সত্যটা বলার সাহস বুকে না রাখতে পারি ? তাই আমার এই পথ চলা যেন হয় সত্যের অধিকার ফিরিয়ে দেয়ার।

নূর সালাম

নূর সালাম › বিস্তারিত পোস্টঃ

অনুরোধে অগ্রজ...

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫

#আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথাঃ

আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার ছোট ভাই ও বোনের মতো। তোমরা যে আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যত, তার নজিরবিহীন দৃষ্টান্ত তোমরা স্থাপন করেছো। আমিও নানা ছাত্র আন্দোলনের সাথে জড়িত থেকেছি, মানববন্ধন, মিছিল, সভা-সমাবেশ করেছি কিন্তু তোমাদের দ্বারা রচিত বিশ্বনন্দিত এই আন্দোলন থেকে অনেক কিছু শেখেছি। তোমরা শিখিয়েছো কিভাবে নিজেদের দাবীগুলোকে গণমানুষের দাবিতে পরিণত করতে হয়। কিভাবে আইনের প্রয়োগ করতে হয়।
কিন্তু একটি কথা ভুলে গেলে হবে না যে, আমরা শিক্ষার্থী । আইন কিংবা শাসনতন্ত্র চালনার কাজ আমাদের নয়, আমাদের মূল কাজ পড়াশুনা করা।
অতিআবেগে উত্তেজিত কিংবা অন্যের কানমন্ত্রে আকৃষ্ট হয়ে আমাকে গালিগালাজ না দিয়ে ধীরস্থিরভাবে ভেবে দেখলেই বুঝতে পারবে যে, "এই আন্দোলন আর তোমাদের হাতে নেই।"
এটির কলকাঠি এখন কূটচক্রীদের হাতে, যারা তোমাদেরকে ব্যবহার করে দেশকে অশান্ত করতে চাচ্ছে । যার জ্বলন্ত প্রমাণ আজকের ঘটনা।
তাই, আমি তোমাদের অগ্রজের স্থান থেকে অনুরোধ করছি, তোমরা ক্লাসে ফিরে এসো। আমরা কোনো মতলবাজদের দাবার ঘুটি হতে চাই না। আমরা আবার নতুন করে কোনো দিয়া কিংবা করিমকে হারাতে চাই না।
দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন। আশা করি, সারাবিশ্ব অতিদ্রুতই এর বাস্তবায়িত রুপ দেখবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: :(
এসব পড়তে পড়তে আমি শ্যাষ!!

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৮

নূর সালাম বলেছেন: শ্যাষ হলে চলবে না। পড়া বেশি মনে হলে লেখতে বসুন, বসতেও যদি বিরক্তবোধ করেন তবে দেশের পরিস্থিতি পর্যাবেক্ষণ করুন। কোথায় যেন শুনেছিলাম, পৃথিবীতে শেষ বলে কিছু নেই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

২| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: সব পক্ষ ঘরে ফিরুক ...
সরকার ভাবুক কি সে করবে ... শিশুরা সমস্যা কত বড় তা দেখিয়ে দিয়েছে ... কাজ করে প্রমাণ করুক রাষ্ট্র কিছু শিখেছে

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

নূর সালাম বলেছেন: যথার্থই বলেছেন।

৩| ০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৭

ক্স বলেছেন: ক্লাসে ফিরে যাওয়া ঝামেলা। পড়াশোনা, পরীক্ষা, হোমওয়ার্ক, বাবা-মা'র ঝাড়ি। প্রতিদিন ঘুম নষ্ট করে স্কুলের জন্য রেডি হওয়া, ইচ্ছা না থাকেও অখাদ্য নাস্তা গেলা।

তার চেয়ে এই ভাল। খবরদারিও করা যাচ্ছে, মিডিয়া এটেনশন পাওয়া যাচ্ছে, আবার ইতিহাসের অংশ হয়ে যাবার চান্সও আছে।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

নূর সালাম বলেছেন: যেহেতু তারা বয়ঃসন্ধিকালে অবস্থান করছে, তাই এমন মন্তব্য একেবারেই ফেলার মতো না। তবে একথা কিন্তু স্বীকার করতেই হবে, তাদের এই আন্দোলন জাতি দীর্ঘদিন পর্যন্ত স্মরণে রাখবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.