নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
নেপোয় মারে দই অর্থাৎ ধূর্ত লোকের ফল প্রাপ্তি। দেশে এখন অনেক ঘটনা, দুঃর্ঘটনা ! হামলা, মামলা, হত্যা চলছেই। সামনে জাতীয় নির্বাচন। শিক্ষা ব্যবস্থার নাজুক অবস্থা। কোটা পদ্ধতির সংস্কার নিয়ে চলছে আন্দোলন। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু ধুরন্ধর ব্যক্তিরা নিজেদের আখের গোছাতে ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছেন। ঝড়ো হাওয়ায় বৃন্তুচ্যুৎ আম ভরছেন নিজ ঝোলাতে। দুঃর্যোগে যেখানে সাধারণ মানুষের ত্রাহি অবস্থা তখন কোন কারণ ছাড়াই কিছু আন্তর্জাতিক কোম্পানী তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমাগ্রীর দাম বাড়িয়ে দিয়ে মুনফা লুটছে। অথচ আমাদের দেশের কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) এর পক্ষ থেকে কোন প্রতিরোধ কিংবা প্রতিবাদ করা হয় নি।
কিছুদিন পূর্বেও একটি হুইল কাপড় কাচার সবানের দাম ছিলো ১৫ টাকা পরবর্তীতে ১৮ টাকা যা এখন ২০ টাকা দামে বিক্রি হচ্ছে। একই ভাবে ১ কেজি হুইল পাউডার ৬০ টাকা, পরবর্তীতে ৬৫ টাকা আর এখন ৭২ টাকা ! ২৫ টাকার ১০০ গ্রাম লাক্স টয়লেট সাবান এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। কোন পরিস্থিতি আর কোন কারণে এমন দাম বৃদ্ধি তার মনিটরিং করার কি কেউ নেই ? হতে পারে দেশের ঘোলাটে পরিস্থিতিতে এই সব ক্ষুদ্র বিষয়ে নজর দেবার সময় পাচ্ছেন না কর্তা ব্যক্তিরা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে নেপোয় দই মেরে দিচ্ছেন। আমরা সাধারণ ভোক্তারা এই পরিস্থিতির উত্তরণ চাই। ঘোলা পানিতে নেপোদের দই মারা হাত গুড়িয়ে দিতে চাই। 'জাগো বাহে কোন্ঠে সবাই'
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিরোনামটি একটা প্রবাদ বাক্য।
পরিবর্তন করার কোন সুযোগ নাই।
ধন্যবাদ মালাকার ভাই
২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫
শাহ আজিজ বলেছেন: দ্রব্য মুল্য নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি । দুবেলা খেতে হবে বাজেট ঠিক রাখতে ।
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আজিজ ভাই মন্তব্য প্রদানের জন্য।
তকে আমরা সবাই যদি ছেড়ে দেই তা হলে
নেপোরা দই মেরে দিতেই থাকবে।
যদিও নেপোদের হাত লম্বা অনেক
কিছুই করার সামর্থ নেই আমাদের।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সব কিছুতে অগোচরে দাম বাড়ছে। কিন্তু মিডিয়ায় গলাবাজি কমছেনা।
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিকই বলেছেন,
ওনারাতো দাম জিজ্ঞাসা করেন না।
ব্যাগ ভর্তি করে নিয়ে আসেন যা প্রয়োজন।
তাই মাথা ঘামাননা এসব ছোট খাটো বিষয়ে।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৪
সোহানী বলেছেন: হায়রে দেশ.... ভারতকে সব কিছুতে নকল করলেও দাম বাড়লে যে সবাই ঘুরে দাঁড়াতে হয় সেটাই জানে না। আসলে আমাদের মেরুদন্ড জেলিফিসের মেরুদন্ড হয়ে যাচ্ছে ..........
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সোহানী আপু
ধন্যবাদ আপানাকে সুন্দর
মন্তব্য প্রদানের জন্য।
আমাদের সবাইকে সজাগ থাকতে হবে
যাতে করে নেপোরা দই মেরে না দিতে পারে।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই জন্যই তো গতকাল খাদ্যমন্ত্রী বললেন, ১০ গুণ বেশী দিয়ে অন্য জিনিস কেনেন, চালের ব্যপারে কেন এত আপত্তি?
১১ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাল, ডাল, তেল চিনির সাথে
ব্যাংকও লুট হয়ে যাচ্ছে।
নেপোরা অব্যাহতভাবে
দই মেরে দিচ্ছে !
আমরা নির্বিকার !
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮
বরুন মালাকার বলেছেন: শিরোনাম ঠিক করুন, নেপোয় মারে দই না "দাও" হবে।