নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
তালকানা ছাগল (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
এক ছাগী জন্ম দিলো তিনটি ছাগল ছানা,
নাদুস নুদুস দেখতে তবে একটা ছিলো কানা।
দুই বাচ্চা দুধ পানে সদাই মায়ের সাথে,
তিন নম্বরটা শুধুই লাফায় দুধ জোটেনা পাতে।
সবল হলো দুইটি ছানা দুগ্ধ পানে মায়ের,
কানাটা তো লাফায় শুধু জৌলুশ দেখে ভায়ের।
নিজের দিকে দেয়না নজর কানা ছাগল ছানা,
অন্য দুটা সুযোগ নিলো জানলোনা তা কানা।
লাফা-লাফি, ছোটা ছুটি কানা ছাগল করে,
এরে গুতায় ওরে মারে কারো ধার না ধারে।
এমন করে গুতায় গুতায় শিং ভাংলো তাহার,
শিং এর ব্যাথায় কাতর কানা জুটলানা তার আহার।
কানা ছাগল বোঝেনা যে কখন কোন ভাও,
গায়ের জোরে বাঘকেও সে বলতে গেছে ম্যাও!!
অন্য দু'টা আপন মনে খাচেছ কচি ঘাস
তিন নম্বার বাচ্চা নিজের করলো সর্বনাশ।
সময় থাকতে সমঝে চলো তাল কানা ছাগল,
নিজের ভালো সবাই বোঝে হলেও পাগল।
হাত দিওনা সাপের গর্তে না যেনে তার মন্ত্র ,
বে ঘোরে প্রাণ হারাবে দাওনা এবার ক্ষ্যান্ত।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ হাবিব স্যার
ছাগলের ৩ নম্বর বাচ্চাকে চিনুন, জানুন।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০
সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফরিদ ভাই
হলেও হতে পারে তবে
আপনার চেয়ে ভালো নয়।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: বিশেষ বিশেষ দিবস নিয়ে লেখালেখির পাশাপাশি ছড়াও লেখা শুরু করেছেন? ব্লগের ছড়াকারদের তো ভাত মেরে দেবেন।
ছড়া ভালো লেগেছে। তাই তো বলে ছাগলের তিন নাম্বার বাচ্চা এত লাফায় কেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছাগলের তিন নম্বর বাচ্চারা
বিনা কারণেই লাফায়,
এর কোন কারন খুঁজে পাওয়া
যায়নি আজ পর্যন্ত। তবে গবেষণা চলছে।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনি কিন্তু দারুন লিখেন। বলতে গেলে বিশিষ্ট ছড়াকার। আপনার জন্য শুভকামনা ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আনোয়ার ভাই ধন্যবাদ আপনাকে,
আমি লিখিনা, আমাকে দিয়ে লেখায়
যারা উৎসাহ দেয় আমি তাদের কাছে কৃতজ্ঞ।
শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
ল বলেছেন: সুন্দর ধারণা কিছুটা তুলে ধরেছেন।অসংখ্য ধন্যবাদ।ভালো লেগেছে।দোয়া রইল ভাই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ল
উৎসাহ দেবার জন্য।
আশা করি সাথে থাকবেন।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২
সেলিম আনোয়ার বলেছেন: দেখেন আমরা দেশীবাসী অমন কাতারে পড়ি কিনা তাই ভাবছি......
যেই লেখাক লেখা ভালো হওয়ার মধ্যে স্বার্থকতা ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আনোয়ার ভাই,
পা্ঠকের ভালোলাগাই
লেখকের স্বার্থকতা।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
আত্মজীবনী লেখার শুরু করেছেন? শুভ কামনা রলো; তবে, ছড়ায় না লিখে, রবীন্দ্র গদ্যে লিখলে ইউনিক হতো; ছড়ার অভাব নেই!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বি, কোন এক তালকানা ছাগলের
আত্মকাহিনী। সবাইকে দিয়ে সব হবে তা
কি করে আশা করেন? আপনাকে দিয়ে কি
পজেটিভ মন্তব্য আশা করা যায়?
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমাদের দেশে এমন লোকের অভাব নেই । বি পজেটিভ রক্তের মত এদের খুজে পেতে বেগ পেতে হয় না ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবখানেই তালকানাদের দৌরত্ব
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ
করার ওস্তাদ। ওদের চামড়া মোটা
গায়ে মাখেনা কিছুই।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭
আবু তালেব শেখ বলেছেন: বর্তমান রাজনিতিরর সাথে মেলালাম আপনার মুল্যবান ছড়াটা,,, মিলে যাচ্ছে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি
কোথায় নাই এই তালকানারা?
এদের কাজই সুরের তাল কাটা।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: ছাগলনামা ভালো লাগলো...
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে আর্কিওপটেরিক্স
ছাগলনামা ভালোলাগার জন্য।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৩ টা অন্ত্যমিলে ত্রুটি আছে। ছড়া সুন্দর হয়েছে...
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেবার জন্য,
অনুগ্রহ করে বলবেন কি কোন তিনটা ?
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: আমাদের সমাজে ছাগলের অভাব নেই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন রাজীব ভাই
আমি বাস্তবতার নিরিখেই
ছড়াটি রচনা করেছি।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯
আরোগ্য বলেছেন: শেষের দিকে মনটা খারাপ হয়ে গেলো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মন খারাপ করে দেবার জন্য আন্তরিকভাবে দুঃখিত
ছাগেলের তিন নম্বার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছেন না!!
খুঁজলেই পাবেন। আশে পাশেই ঘাপটি মেরে আছে।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯
নতুন নকিব বলেছেন:
ছড়া দারুন হয়েছে।
তালকানা ছাগল ছানার বর্ননা পড়ে অানন্দ পেলুম। ধন্যবাদ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে আনন্দ দিতে পেরে আমিও যারপরনাই আনন্দিত।
তালকানা ছাগলটা শুদ্ধ পথে ফিরে আসুক সেই প্রত্যাশায় রইলাম।
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৩ নং প্যারা - করে<ধারে
৪ নং প্যারা - ভাও<ম্যাও
৫ নং প্যারা - মন্ত্রী<ক্ষ্যান্ত
ধন্যবাদ...
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করের পরে মরে" হলে জমতো কিন্তু জমাতে পারিনাই
তেমনি ভাও কে যাও আর মন্ত্রকে যন্ত্র বানালে মন্দ হতোনা।
ধন্যবাদ আপনাকে, আপনার বিচার মানলাম তবে তালগাছটি কিন্তু আমার!!
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, প্রিয় নূরভাই অসাধারণ লাগলো আপনার চেনাজানা তালকানা ছাগোলের আত্মকথন। ++++
প্রথমে অবশ্য আমি চমকে উঠেছিলাম ভেবে যে আপনি হয়তো ছাগলের শুভজন্মদিনে শুভেচ্ছার পোস্ট দিয়েছেন। যাইহোক অন্য ফর্মাটে বন্দনা বেশ লাগলো।
শুভকামনা রইলো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে চৌধুরী ভাই,
আপনার ভালো লেগেছে যেনে খুশী হলাম
তবে তালকানার কেমন লাগছে জানার খুব ইচ্ছা ছিলো।
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৩ নং প্যারা - করে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি
কষ্ট করার জন্য।
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪
পদ্মপুকুর বলেছেন: মনে হচ্ছে এই তিন নম্বরটি শুধু তিন নম্বর ছানা নয়, প্রবাসীও.....
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে পদ্ম পুকুর।
তবে আপনার বোঝায় কিঞ্চিত ভ্রম রহিয়াছে।
আরো একটু অনুসন্ধান করিলে ভ্রম দূরীভূত হবে আশা করি।
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কথায় আছে ছাগলের তিন নাম্বার বাচ্চা রা শুধু লাফায়। কাজের বেলা থাকেনা। কিছু ব্লগার ও আছে, দেশ প্রেম দেখায়। আর বিদেশে পড়ে থাকে।
কথায় আছে, মারে তো ভালোবাসি মুখের কথায়। তবে মায়ের যত্ন নেই না। আদর যত্ন করি মুই শাশুড়ির।।।
ওই লোকেরা দেশ ভালোবাসে মুখে। অথচ নাগরিক অন্য দেশের
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বি ভাই,
ছাগলের তিন নাম্বার বাচ্চার স্বভাবই তাই,
কি আর করা। যার যা স্বভাব,
২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর হয়েছে।
কাকে মিন করেছেন বুঝতে পেরেছি।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সরকার ভাই
মন্তব্যের জন্য।
ছাগলের তিন নম্বর বাচ্চাকেই মিন করেছি।
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১
তারেক_মাহমুদ বলেছেন: হে হে হে দারুণ মজার ছড়া।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মাহমুদ ভাই
ছড়া ভালো লাগার জন্য।
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মজার ছড়া
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবি আপু কেমন আছেন?
ছড়া ভালো লাগার জন্য
প্রীত হলাম।
২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
তারেক ফাহিম বলেছেন: চমৎকার ছড়া।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাহিম ভাই
আশা করি সাথে থাকবেন আগামীতেও।
২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
নজসু বলেছেন:
এই প্রথম আপনার কোন ব্যতিক্রমী একটা লেখা পড়লাম।
ভালো লেগেছে খুব।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাথে থাকুন সুজন ভাই
মাঝে মাঝে এমন লেখা পাবেন
যেমন আগেও ছিলো।
আমি কৃতজ্ঞ তাদের কাছে
যারা আমাকে ব্যতিক্রমী লেখা
লিখতে বাধ্য করেছে।
২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
ঢাবিয়ান বলেছেন:
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার বীর সহযোদ্ধা ধন্যবাদ আপনাকে
যুদ্ধের ময়দানে সাথী হবার জন্য।
২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: তালকানারা লাফায় শুধু --হলে মতিভ্রম
রবীন্দ্রনাথ স্বর্গে বসে ভাবছে সারাক্ষণ!
ইহজনমেও কি উহারা হইবে সংশোধন?
বসন্ত বাতাস শেষে আসে হিম হাওয়া
ঋতু বদলের তালে পালে লাগে দাওয়া;
এত দাওয়াই দিয়ে যায় আমাদের নূরু ভাই,
ফি যদিও নাহি চায়-তবুও খেদ চুলকায়।
বিনা দুগ্ধে তালকানারা চলে যাবে কোমায়-
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তালকানারা কোমায় যাক
দাওয়াই চাই পোক্ত
ধরণী বাসযোগ্য হবে,
হবে জঞ্জাল মুক্ত
২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৩
হাসান রাজু বলেছেন: কি বলব ? সবই বলে দিয়েছেন।
কানা ছাগলের উপর রেগে ছিলাম। আপনার এই ছড়া পড়ে এখনতো মায়া হচ্ছে।
ছড়াতে কতকিছু লিখে দিয়েছেন। রবীন্দ্র গদ্যে তা কখনোই তৃপ্তি মেটাত না।
ভালো থাকবেন।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসলে একা একা যুদ্ধে জেতা যায়না,
মনোবল ভেঙ্গে যায় এক এক সময় তাই
সেনাপতির আবশ্যক হয় যুদ্ধে।
দূর্যোগে আপনার মতো
পরাক্রমশীল সেনাপতি
পেয়ে আমি গর্বিত।
অন্যায় যু্দ্ধে নয়, ন্যায় সংগত
যুদ্ধে আপনার সহায়তার
হস্ত প্রসারিত হোক সবার
জন্য। শুভকামনা রইলো।
২৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
হাসান রাজু বলেছেন: এবার তো আমাকে আপ্লুত করে ফেললেন।
আসলে আপনার মন্তব্যগুলো ছিল অসাধারণ। সাবলীল আর মার্জিত ভাষায় রাস্তা দেখানোর মতো। কিন্তু সবাই এই ভাষা বুঝে না। আগে স্কুলে স্যাররা হাতে বেত রাখতেন কিন্তু সবার উপর প্রয়োগ করতে হত না। আপনার হাতে বেত ছিল না। কিন্তু আপনি দুর্বল ছিলেন না।
আর আমার ওদের ব্যাপারে একটা ধরনা ছিল আগে থেকে।
আপনি, চাঁদগাজী ভাই সহ সব ব্লগার ভাইরা ভালো থাকুন। ব্লগিং পরিবেশ আরও আরও সুন্দর হোক। এটাই কামনা।
২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মন্তব্যে মু্গ্ধ আমি।
আপনার জন্য সামান্য হাদিয়া।
আশা করি সাদরে গৃহীত হবে।
৩০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৫
হাসান রাজু বলেছেন: হা হা হা .......। রম্য কাব্যে মুগ্ধ আমি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮
হাবিব বলেছেন: অনেকের বৈশিষ্টের সাথেই মিল আছে........