নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

হালের সফদার ডাক্তার (ছড়া)

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০



হালের সফদার ডাক্তার (ছড়া)
নূর মোহাম্মদ নূরু

সফদার ডাক্তার, মুখে শুধু বড় বোল,
ফুটানি দেখাতে গিয়ে বাঁধিয়ে দিলো গোল!
হাতুরে সে ডাক্তার, কোথা গেলো হারিয়ে!!
অকারণে অহেতুক, ব্লগটা নাড়িয়ে!

সেই থেকে যুদ্ধ, কাছা দিয়ে কোমরে।
হুংকার গর্জণ, বধিবে সে পামরে!
সাথে জো্টে মিত্র, হাতে গোনা দুই তিন।
ঝাটা খেয়ে তারাও যে, করে শুধু মিন মিন।

সফদার ডাক্তার কোমরেতে নাই জোর
যুদ্ধের ময়দানে, পিছনে সে দিলো দৌড়।
লেজ তুলে পালালো, রণে দিয়ে ভ্ঙ!
কেন বাবা যুদ্ধে কর এত রঙ্গ।

দু দিনের যোগী সে ভাত হলো অন্ন,
গুরুজনে কভু সে নাহি করে মান্য।
বয়স কম মোখলেছ তাই তো সে বোঝেনি
বিনা যুদ্ধে পাবেনা সুচাগ্র মেদিনী।

তাল কানা মন্ত্রীর তার ছিড়া সৈন্য
বুঝা গেছে শিক্ষায় কতটা দৈন্য।
জ্ঞানের অভাবে তারাতো বোঝেনি
বিনা যুদ্ধে নাহি পাবে সুচাগ্র মেদিনী।

তালকানা হলে পরে, যেওনাকো যুদ্ধে,
বুঝা গেছে ঘটে আছে, কত টুকু বিদ্যে !
লড়ে যাও যুদ্ধে, যদি তুমি হও বীর।
ঠিক করো নিসানা, তার পরে মারো তীর।

তা না হেলে বেঘোরে হারাবে যে প্রাণটা,
প্রাণ যদিও বাঁচে বাঁচবেনা কানটা।
আমি বাপু সোজা বুঝি, দেই কিছু শিক্ষা,
মানলে মানো না হয়, খাও করে ভিক্ষা।


প্রকাশকালঃ ঢাকা ১৯ ডিসেম্বর ২০১৮ ইং বুধবার,
০৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ
উৎসর্গঃ সকল নব্য সফদার ডাক্তারদের করকমলে

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা বেশ লাগলো , আধুনিক সফদার ডাক্তার !!!

শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় নূরভাইকে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ চৌধুরী ভাই
ছড়ায় মন্তব্য প্রদানের জন্য।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

শামচুল হক বলেছেন: এই সফদার ডাক্তারটা কে ভাই?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগে নজর রাখুন
আশা করি চিনতে কষ্ট হবেনা।
ছড়ায় (তালকানায়) ক্লিক করুন।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার কবিতা।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই,
আশা করি সাথে থাকবেন সব সময়
দুষ্টের দমন শিষ্টের পালন
নিশ্চিত করার নিমিত্তে।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাদের এখনও চলছে? তা যাকে উদ্দেশ্য করে লেখা তিনি কোথায়?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সফদার ডাক্তার কোমরেতে নাই জোর
যুদ্ধের ময়দানে, পিছনে সে দিলো দৌড়।
লেজ তুলে পালালো, রণে দিয়ে ভ্ঙ!
কেন বাবা যুদ্ধে কর এত রঙ্গ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:


মরা মানুষ নিয়ে লেখা চলে, মাঝে মাঝে কচুর-ছড়াও বলে?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোখটা সত্যিই গেলো !!
আমি লিখি সফদার ডাক্তার
আপনি দেখেন কচু !!
ইদুর দৌড়ায় সামনে
আপনি ভাবেন ছুচু ।।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: ভীষন মজার।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মজা পাবার কৃতিত্ব সব আপনার।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন, আপনি আমার চেয়ে বেশি চাঁদগাজীকে ভালোবাসেন?

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই
আপনি জানেন কিন্তু
তিনি জানেন না।
মানেনও না।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩২

হাসান রাজু বলেছেন: তিনি জানেন মানেন ও । রাজীব ভাই খেয়াল করেছেন, আমিও বিশ্বাস করি আপনারা দারুণ দুই বন্ধু। খুনসুটি কাছের মানুষদের সাথেই হয়, বাকিদের সাথে হয় ঝগড়া। হা হা হা .....। আপনারা সবাই ভাল থাকুন।

০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নতুন বছরে সবাই সুখে শান্তিতে থাকুন
নিরাপদে থাকুন, সুস্থ্য্ থাকুন সেই প্রত্যাশায়
সবাইকে নববর্ষের শুভেচ্ছা্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.