নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

হা-পিত্যেস (ছড়া)

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭


হা-পিত্যেস (ছড়া)
নূর মোহাম্মদ নূরু

বর্ণনাতো ভালোই হলো
ছবি টবি কই?
খানা পিনা কেমন হলো
মণ্ডা মিঠাই দই ?

আশা ছিলো যাবে সেথা
কিন্তু বিধি বাম,
ভাইয়ের মায়ের মৃত্যু দিনে
নিলাম আল্লাহর নাম।

চমকাবেন না ভায়ের মা
আমার মাওই হন,
ভায়রা ভায়ের মা তিনি
এবার বুঝে লন।

তিন দিন আগে মারা গেছেন
সকল কিছু ছাড়ি,
বাধ্য হয়ে যেতে হলো
আজ তাদের বাড়ি।

মিস করেছি কাভা ভাইকে
অনেক গুণিজন,
আপনি ছিলেন জেনে এখন
কাঁদছে আমার মন।

হা-পিত্যেস করছি এখন
ছিড়ছি মাথার চুল,
কথা দিলাম ভবিষ্যত
আর হবেনা ভুল।

আবার যদি এমন দিন
আসে আবার ফিরে
নিয়ত আছে আসবো আমি
আপনাদেরই ভীরে।


উৎসর্গঃ ছড়ার রাজা প্রামানিক ভাইকে
তার অদ্যকার ছড়া ব্লগারদের আজকের পুণর্মিলনীতের জবাবে

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০

করুণাধারা বলেছেন: কবির লড়াই!!

কবিতায়+++

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ করুণাধারা
ছড়ায় প্রথম আপনার
আর্শিবাদ পড়ায়।
শুভেচ্ছা জানবেন।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

শহীদুল সোহাগ বলেছেন: অনবদ্য প্রকাশ
বেশ ভালো লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোহাগ ভাই আপনাকে ধন্যবাদ
আমার ব্লগে স্বাগতম। শুভেচ্চা শতত।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

নজসু বলেছেন:


বেশ বেশ।।।
চমৎকার।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুজন ভাই
ভালো লাগার জন্য ধন্যবাদ।
শুভকামনা আপনার জন্য।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: আপনার ছড়াটাও খুব সুন্দর হয়েছে।
ছবি টবি কই - আমাদের সবার মনের কথাটাই জিজ্ঞেস করেছেন।
ছড়ায় প্লাস + +

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খায়রুল ভাই
অসংখ্য ধন্যবাদ আপনাকে
ছড়ায় আপনার চমৎকার মন্তব্য
প্রদানের জন্য। আশা করি কোন একদিন
অবশ্যই দেখা হবে।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: ছড়ায় ছড়ায় ছড়া ছড়ি
নুরু ভাইয়ের লেখা
আশা ছিল পুণর্মলনীতে
হবে আপনার দেখা।

গিয়ে দেখি আপনার সেথায়
কোন খবর নাই
মনের দুখে ফিরে এলাম
দেখা হলোনা তাই।

ভাইয়ের মায়ের মৃত হয়েছে
ভায়রা ভাইয়ের মা
শোকের সংবাদ শোনার পরে
মুখে নাই তাই রা।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ যা চায় তাই যদি পায়
ভুলবে আল্লাহর নাম।
যা করেন সে ভালো বটে
বুঝতে ঝরাই ঘাম।

হবে দেখে আবার মোদের
যদি থাকে লেখা,
সরল পথ দেখাও খোদা
পথ করোনা বাকা।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: বাহ, দারুন হয়েছে ছড়া। এখন অপেক্ষায় আছি আপনার দোস্তের কমেন্টের =p~

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দোস্ত চোখে কম যে দেখে
ছড়ার মাঝে নাই,
দড়িকে সাপ ভেবে তাই
করে মিছে লড়াই।


আপনাকে ধন্যবাদ ঢাবিয়ান।
আশা করি আমরাও একদিন
কোন এক সন্ধ্যায় পরিচিত হবো।
শুভেচ্ছা রইলো।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কবিতা। :)

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মামা
ছড়া্টি পড়ার জন্য।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: প্রামানিক এবং আপনাদের দুজনের টাই খুব সুন্দর হয়েছে।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ রাজীব ভাই
আপনি উপস্থিত থাকলেন না কেন?

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

বলেছেন: ফাটাফাটি ছড়া দাদা,


আজ একটু ভিন্ন ---

এভাবেই চলুক কলম।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ল ,
চলছে, চলবে
এ চলা থামবার নয়।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো লাগা মাথায় তুলে নিলাম,
শুভেচছা জানবেন মাহমুদুর রহমান ভাই।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

হাবিব বলেছেন: আসলে আমিও যায়নি.......

যেতে পারিনি ..ইচ্ছা থাকা সত্যেও।

আসেন গলাগলি ধইরা ছড়া পাঠ করে মনের ব্যাথা হালকা করি :|

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবার হবেতো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো,
কাছে থেকে দূরে গেলে
নেই কিছু হারাবার ভয়তো
এ দেখাই শেষ দেখা নয়তো।।

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে আর্কিওপটেরিক্স ।
শুভকামনা রইলো আপনার জন্য।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

হাবিব বলেছেন:




আশায় রইলাম........

আবার হবেতো দেখা
এ দেখাই শেষ দেখা নয়তো,
কাছে থেকে দূরে গেলে
নেই কিছু হারাবার ভয়তো
এ দেখাই শেষ দেখা নয়তো।।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সূরা আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াতে বলা হয়েছেঃ

"তোমরা নিরাশ বা মন ভাঙ্গা হয়ো না, দুঃখিত হয়ো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও।" (৩:১৩৯)
ওহুদ যুদ্ধে পরাজিত হবার পর মুসলমানরা হীনবল ও হতাশ হয়ে পড়ে। এই আয়াতে আল্লাহ মুসলমানদের সান্ত্বনা দিয়ে বলছেন, পরাজিত হলে কখনোই হতাশ হওয়া উচিত নয়, বিশেষ করে যখন তোমরা তোমাদের অধিনায়কের আদেশ অমান্য করায় যুদ্ধে পরাজিত হয়েছ বরং তোমাদের ঈমানকে শক্তিশালী করা উচিত। কারণ, ঈমানের ওপরই চূড়ান্ত বিজয় নির্ভর করছে।
আগের আয়াতে অতীতের ইতিহাসে খোদায়ী নীতির কথা উল্লেখ করার পর এ আয়াতে বলা হচ্ছে কোন জাতির সম্মান বিজয় ও মর্যাদার একমাত্র চালিকাশক্তি হলো, আল্লাহ তায়ালার প্রতি ঈমান এবং আল্লাহ ও তাঁর নবীগণের নির্দেশ অমান্য করার মধ্যেই রয়েছে জাতিগুলোর লাঞ্ছনা ও পরাজয়। মুসলমানরা ওহুদ যুদ্ধের সময় আল্লাহর এ নীতি প্রত্যক্ষ করেছে।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

হাবিব বলেছেন:





একটা নতুন খবর পাইলাম!!!
আপনি জানেন নাকি?

আসেন কানে কানে কই: " চাঁদগাজী দা কিন্তু আপনার ভয়ে ভীষন কাতর......."

বিশ্বাস না হয় যেয়ে দেখুন ওনার আজকের পোস্টে

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার বোঝার ভুল হতে পারে হাবিব ভাই
তিনি আমাকে ভয় পান তা মনে হয়না। তবে
শরম পেতে পারেন। উল্টা পাল্টা কথার জন্য
পরে শরমে দূরে থাকেন।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা পিত্যেস না করো ভাই
আসবে শুভ দিন
ব্লগ দিবসে এসে পড়ো
করে তা ধিন ধিন!

একুশেতে বইমেলাতে
নিম চাঁদ দার ষ্টলে
কে করেছে মানা সবে
যেতে দলে দলে!

হবে সবার দেখা
রবে মনে আঁকা
ভার্চুয়ালের আপন
হবে, সত্যি বন্ধু স্বজন!

অনেক মিস করেছি আপনাদের। আশা করি
দেখা হয়ে যাবে মেলায়
কোন এক অবেলায় ;)

++++++

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

অগ্নি সারথি বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.