নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
কালপরিক্রমায় নববর্ষ আসে নতুন আশা নিয়ে, স্বপ্নে উদ্দীপিত হয় মানুষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষকে আবাহন করে তাঁর কবিতায় লিখেছেন-
"ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত-আঘাতে
উড়ে হোক ক্ষয়
ধূলিসম তৃণসম পুরাতন বৎসরের যত
নিষ্ফল সঞ্চয়। ”
আজ ২০১৯ ইংরেজী সালের প্রথম দিন। বিদায় ২০১৮, স্বাগত ২০১৯। ইংরেজি ক্যালেন্ডার মোতাবেক তারিখ আজ পয়লা জানুয়ারি। সাল দু’হাজার পনের। বর্তমানের পটপ্রেক্ষিতে বাস্তবতার তাগিদেই যেন চিনে নিই আজ পয়লা জানুয়ারি, নতুন সাল দু’হাজার আঠারো'র যাত্রা হল শুরু। স্বাগতম ২০১৯। বিগত বছরের সব কালিমা ধুয়ে মুছে নতুন কেতন উড়াতে উড়াতে এগিয়ে যাবে সময়, সভ্যতা, হিংসা-বিদ্বেষ-হানাহানিমুক্ত রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি। আর একান্ত করেই প্রার্থনা : নববর্ষের প্রথম দিবসে আসুক মঙ্গল-আশীর্বাদ দেশে-দেশান্তরে তাবৎ মানুষ-সাধারণের জন্যে। অনাবিল স্বপ্ন আর অফুরন্ত প্রাণোন্মাদনা নিয়ে নতুন সূর্যের আলোয় অগ্রসর হবে মানুষ। বছরটি সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি, এমন প্রত্যাশায় উজ্জীবিত হয় মন।সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন আর সুন্দরে বাঁচুন এই প্রত্যাশায়। হ্যাপি নিউ ইয়ার ২০১৯
স্বর্ণরাঙা উজ্জ্বল ভোরের শুরুতেই চারিদিকে ছড়িয়েছে স্বপ্নের সুষমা। আজকের ভোর এক নতুন ভোর। নতুন করে শুরুর দিন। অতীতের সব হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে সৌহার্দ্য-সম্প্রীতির নতুন ভোর। এই ভোরের সাথে সাথে শুরু হলো পিছনের সব গ্লানি, বেদনা,হতাশা আর অপ্রাপ্তির বেদনা মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে নব রূপে যাত্রা শুরুর দিন। সারা বিশ্বের মানুষ দিনটিকে বছরের অন্য দিনগুলোর চেয়ে কিছুটা হলেও ভিন্ন চোখে দেখবে। সে চোখে থাকবে প্রত্যাশা ও স্বপ্ন। পেছনটার অভিজ্ঞতায় প্রশ্নের অবতারণা জানা নেই, তেমন নিশ্চয় করেই বা কে জবাব দেবে সামনে রয়েছে কী? তবে কালসন্ধিক্ষণে এখন আমাদের বসবাস। অনেক হাসি-কান্না, সুখ-দুঃখ এবং আনন্দ-বেদনায় মেশানো ঘটনাবহুল ২০১৮ সালের শেষ সূর্য অস্ত গেছে কাল। লাখো প্রত্যাশার ঝাঁপি খুলে মানুষের অনেক প্রত্যাশায় আজ ভোরে কুয়াশা ঢাকা পূর্বাকাশে উদয় হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য। আর এই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী শুরু হচ্ছে ২০১৯ সাল। নতুন বছরকে স্বাগতম সুখ-সমৃদ্ধির প্রত্যাশায়।
“ চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন,
হেরিব না দিক--
গনিব না দিন ক্ষণ, করিব না বিতর্ক বিচার
উদ্দাম পথিক।
মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা
উপকণ্ঠ ভরি--
খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কারলাঞ্ছনা
উৎসর্জন করি। ”
ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পথ খোঁজে সংশোধনের। ফেলে-আসা বছর জুড়ে দেশের ভেতরকার হাল হকিকত কেমনতর? তা আমাদের নিত্য দিনাতিপাতের সংবাদই তো জানান দেয়। সচেতন সবারই তা জানা। আমাদের যেমন আছে অর্জন তেমনি আছে ব্যর্থতা। ব্যর্থতাগুলো আমরা কি কাটিয়ে উঠতে পারব নতুন বছরে? নতুন বছরে ব্যর্থতার গ্লানী থেকে মুক্ত থাকবেতো মানুষ? সৃষ্টির সেরা মানুষ প্রজাতি তো আশা নিয়েই বেঁচে থাকে। নতুন বছর বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক ২০১৯ সালে এটাই সকলের আশা। স্বাগত নতুন বছর, স্বাগত নতুন সরকার। ইংরেজী নববর্ষ ২০১৯ উপলক্ষ্যে সামু ব্লগের সকল ব্লগার, পাঠক, শুভানুধ্যায়ী ও কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,
কালপরিক্রমায় নতুন বছর ফুলের সৌরভ নিয়ে আসুক ........
নতুন বছরে আপনাকে সহ সবাইকে শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও জানাই
ইংরেজী নববর্ষের
প্রাণঢালা শুভেচ্ছা।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
নীল আকাশ বলেছেন: শুভ নববর্ষ আর আপনার জন্যও শুভ কামনা রইল!
ধন্যবাদ।
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ নীল আকাশ
ইংরেজী নববর্ষে শুভেচ্ছা অফুরাণ।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫
বিজন রয় বলেছেন: শুভেচ্ছা নূরু ভাই।
ভাল থাকুন অবিরাম অনাগত দিনগুলিতে।
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিজন’দা
ইংরেজী নববর্ষে
আপনাকে জানাই
অফুরাণ শুভেচ্ছা ও
শুভকামনা।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০
নাইম রাজ বলেছেন: শুভেচ্ছা রহিলো নূরু ভাই।
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নতুন বছর, নতুন সরকার
সুখে কাটুক সারা বছর।
ধন্যবাদ নাইম রাজ
৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮
নতুন নকিব বলেছেন:
নূরু ভাই, ধন্যবাদ। শুভ হোক সকলের আগামীর দিনগুলো।
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ নতুন নকিব
নববর্ষে শুভেচ্ছা ও শুভ কামনার জন্য।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮
হাবিব বলেছেন:
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ হাবিব স্যার
শুভেচ্ছা ও শুভকামনা।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে ॥
উৎসারিত নব জীবননির্ঝর উচ্ছ্বাসিত আশাগীতি,
অমৃতপুষ্পগন্ধ বহে আজি এই শান্তিপবনে ॥
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ কি সুন্দর প্রকাশ।
ধন্যবাদ রাজীব ভাই
৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ভাইয়া
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও
শীতের গরম ভাপা পিঠার শুভেচ্ছা।
১০| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
জাহিদ অনিক বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জনাব নূর মোহাম্মদ নূরু।
নতুন বছর ভালো কাটুক।
সুস্থ থাকুন। ভালো থাকুন।
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা।
নতুন সরকার নতুন দিন,
শুভ হোক আগামী দিন।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা।