নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
১. ??????????????????????? -হুমায়ন আজাদ
২ . ???????????????????????????বুদ্ধদেবগুহ
৩) মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম ! -রবীন্দ্রনাথ ঠাকুর
৪) ???????????????????????????????শংকর
৫) পৃথিবীতে বা সমুদ্রে যতহিংস্র প্রাণী আছে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা! মেনানডার
৬) ??????????????????????????????????????!নেপোলিয়ান
৭) বিড়াল, পাখিরা এবং মেয়েরা এই ধরণের প্রাণী যারা নিজেদের প্রসাধনের উপর সর্বাধিক সময় নষ্ট করে! -চার্লস নড়ায়ার
৮) ????????????????????????????????????????????-হুমায়ূন আজাদ।
৯) ??????????????????????????????????? (সিগময়েড ফ্রয়েড)
১০)????????????????????,সমরেশ মজুমদার
১১) ??????????????????????????, ড. আহমদ শরীফ
১২) ???????????????????????????তসলিমা নাসরিন
১৩) হ????????????????????????!কবি শামসূর রহমান
১৪)??????????????????হুমায়ুন আযাদ
১৫) নারীদের ঘরে থাকা, আর সন্তান জন্ম দেয়া উচিত। ফ্রান্সের পোপ
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আমার লেখার উপসংহারে কিন্ত আামার কৈফিয়ত দাখিল করেছি।
তার পরেও আপনার এবং সকল নারীর প্রতি শ্রদ্ধা রেখেমনীষীদের চরম অশালীন উক্তিগুলো উ্ইথ্ড্র করলা্ম। ভালো থাকবেন
২| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সোহানী'বুর সাথে সহমত।
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও সহমত পোষণ করলাম আপনাদের সাথে
ঈশ্বরের শ্রেষ্ঠ অবদান নারীঃ সুখী হতে কর্তৃত্ব নয় নারীর প্রতি সৎ ও বিশ্বস্ত থাকুন
৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৬
সোহানী বলেছেন: ধন্যবাদ নুর ভাই।
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ
সুন্দর পরামর্শের জন্য।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: প্রথম মন্তব্যকারীর সাথে একমত।
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও একমত
প্রতিটা মেয়ে হয়ত তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না।
তবে প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে
- হুমায়ূন আহমেদ
৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫
কলাবাগান১ বলেছেন: "নারীদের ঘরে থাকা, আর সন্তান জন্ম দেয়া উচিত। ফ্রান্সের পোপ"
চরম অশালীন উক্তিগুলো মুছে দিলেন আর এটা কি আপনার পছন্দের উক্তি??? তাই মুছলেন না..।
০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসলামও সম্ববত তাই বলে।
মহান আল্লাহ্ সৌন্দর্যকে পছন্দ করেন। মানব সমাজে এ পরম আকর্ষণের প্রতি ইসলাম বিধি-নিষেধ আরোপ করে সৌন্দর্য চর্চার একটি মাপকাঠি রচনা করে দেয় যাতে ভারসাম্যপূর্ণভাবে তার চর্চা হয় ও অশ্লীলতার কারণ না হয়ে যায়। তাই প্রতিটি মুসলিম নর-নারীর কর্তব্য হলো, সৌন্দর্য চর্চাকে স্বীয় স্বামী ও মহিলা অঙ্গন পর্যন্ত সীমিত রাখা। মুহরিম ব্যক্তিদের পর্যন্ত তা সম্প্রসারিত করা দোষণীয় নয়। এছাড়া অন্যদের সামনে সাজ-গোজের কোন মূল্য নেই।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৩
কলাবাগান১ বলেছেন: রান্নাঘরে বসে থাকলে মহিলা ডাক্তার তৈরী হবে কোথা থেকে....তাহলে মেয়েদের কি সবসময় পুরুষ ডাক্তার এর কাছেই যেতে হবে???
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিন্তার বিষয় !!
ভেবে দেখতে হবে!
৭| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৪
নতুন বলেছেন: আমাদের দেশের মানুষের ছোট মনের কারনেই মেয়েদের ইভটিজিং এর স্বীকার হতে হয়।
যদি আইনের যথাযত প্রয়োগ হতো তবে পুরুষরা এই রকমের ভাবে মেয়েদের ডিস্টাব করতো না।
নারীরা কাজে কোন অংশেই পুরুষের থেকে কম না।
আমাদের সমাজই নারীদের ঘরের মাঝে বন্ধী করে রাখতে চায়। তাহলে তাদের উপরে নিয়ন্ত্রন করা যায় বেশি।
০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরিকা কি বড় মনের মানুষের দেশ?
সেখানে প্রতি নিয়ত ইভটিজিং হচ্ছে না?
আসলে আমরা ধর্মীয় অনুশাসন না মানার
কারণেই এমন ধারার সৃষ্টি।
আইন করে এর ব্যত্যয় ঘটানো যাবেনা।
৮| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৫
ধ্যত্তেরিকাষতড়এএতধ্যত্তেরিকা বলেছেন: অনেকদিন পর সোহানী একটি ভালো মন্তব্য করলেন !
০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোহানী আপু সব সময়ই ভালো মন্তব্য করেন।
৯| ০৮ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭
নতুন বলেছেন: ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২০
লেখক বলেছেন:
আমেরিকা কি বড় মনের মানুষের দেশ?
সেখানে প্রতি নিয়ত ইভটিজিং হচ্ছে না?
আসলে আমরা ধর্মীয় অনুশাসন না মানার
কারণেই এমন ধারার সৃষ্টি।
আইন করে এর ব্যত্যয় ঘটানো যাবেনা।
সভ্য দেশে বিচার হয়, মেয়ে অভিযোগ করলে পুলিশ এসে অপরাধীকে ধরে, আইন বিচার করে।
আমাদের দেশে এটা হয় না। আমাদের সমাজে অনেক ভন্ড তারা পুরুষকে বাচাতে ঝাপিয়ে পরে।
০৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি তো জানি মেয়েদের - বিপদে আপদে
আমাদের দেশে পুরুষরাই তাদের সাথে প্রতিবাদ করতে
অগ্রণী ভূমিকাপালন্ করে
১০| ০৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
কিরমানী লিটন বলেছেন: আমিও সোহানী আপুর সাথে সহমত। সেই সাথে নূর মোহাম্মদ নূরু ভাইকেই ধন্যবাদ- অশালীন উক্তিগুলো তুলে নেয়ার জন্য।
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের কাছে হয়তো অশালীন লেগেছে
কিন্তু তারা যখন কথা গুলো বলেছেন তারা
হয়তো অশালীন মনে করেন নাই। কোন
কারণ হয়তো ছিলো।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৩০
কথার ফুলঝুরি! বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলেছেন । তবে এটা কি অশালীন উক্তি হল নাকি ?
অশালীন উক্তি পড়তে আসলাম এখন দেখি তা ফাঁকা । এ কি পাঠককে ধোঁকা দেওয়া হলনা ? যে কথা বা শব্দ প্রকাশ করা যাবেনা তা নিয়ে পোস্ট ?
পোস্টের শিরোনাম অশালীন না দিয়ে কিছু সুন্দর উক্তিওতো দেওয়া যেতো
কিন্তু তাঁরা পুরুষদের সম্পর্কে কিছু বলেননি ? অশালীন বা শালীন ?
০৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রবী ঠাকুরের কথায় যুক্তি আছে।
শালীন অশালীন নিয়ে আমরা ভাবি
কবিরা নয়। তাদের কথায় যুক্তি আছে।
আমাদের ক্ষুদ্র জ্ঞানে শালীন অশালীন
বিচার করা ধৃষ্টতা সম।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৪
সোহানী বলেছেন: নুর ভাই, একজন বিখ্যাত লেখক তার লিখার প্রয়োজনে, গল্পের চরিত্রের প্রয়োজনে অনেক ডায়ালগ ইউজ করেন। এবং এসব উক্তির আগে পিছে আরো কিছু থাকে। সেরকম হঠাৎ কিছু উল্লেখ করা যেমন দৃষ্টিকটু তেমনি অসন্মানের।
আপনি যে ডায়ালগগুলো বেছে নিয়েছেন তা একজন মেয়ের জন্য অসন্মানের ও আপনার জন্য ও অসন্মানের।
আশা করি আপনার এ পোস্টটি উইথড্র করবেন।