নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
পর্যটক টানতে লেবানিজ মেয়রের অভিনব উদ্যোগ ! তার নির্দেশ, নিজ এলাকার মধ্যে নারী পুলিশ সদস্যদের হট প্যান্ট পরতে হবে। যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে বিতর্ক। মাস খানেক আগের সেই নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই বদলে গেছে তাদের ইউনিফর্মও। বর্তমানে পথে-ঘাটে মাথায় লাল টুপি সঙ্গে কালো রঙের হট প্যান্ট আর টি-শার্ট পরে ট্রাফিক-সহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে একদল সুন্দরী তরুণীকে। কালো টি-শার্টের এক কোনায় লেখা রয়েছে ‘POLICE’। খবর জি নিউজের,। লেবাননের ম্যাটন জেলার ব্রুমানা শহরের মেয়র পিয়েরে আক্সার অদ্ভুত এই সিদ্ধান্ত নিয়েছেন। মেয়রের এই সিদ্ধান্ত নিয়ে শহরে বিতর্ক চললেও এর পেছনে নির্দিষ্ট কয়েকটি কারণ রয়েছে বলে জানাচ্ছেন পিয়েরে আক্সার। মেয়রের যুক্তি, শহরে পর্যটক টানতেই এখানকার নারী পুলিশদের হট প্যান্ট পরার নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পুলিশ সদস্যদের দীর্ঘদিনের ইউনিফর্মের আধুনিকীকরণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রুমানার মেয়রের মতে, একটা সময় মেয়েদের জিন্স পরাকেও অশালীন পোশাকের তালিকায় রাখা হতো। তবে বর্তমানে মানুষের ভাবনা চিন্তায় বদল এসেছে। তাই পুলিশের ইউনিফর্মেরও পরিবর্তন হওয়া জরুরি।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ হইচই শুরু হয়ে গেছে। তবে ব্রুমানা শহরের নারী পুলিশরা মেয়রের এই সিন্ধান্তে বেশ খুশি। সংবাদ মাধ্যমকে এই পুলিশ সদস্যরা জানান, তারা সবাই শিক্ষার্থী। বয়স ২০-এর কোঠায়। বিষয়টি তারা উপভোগ করছেন।
পাদটিকাঃ এতে করে কি পর্যটকদের চরিত্র হনন করা হয়নি। পর্যটকরা কি শুধু নারীদের অনাবৃত উরু দেখার জন্য ভ্রমন করেন !!
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: দেশটির মোট জনসংখ্যার প্রায় ৫৪ ভাগ মানুষ ইসলাম ধর্মে এবং
৪০ ভাগ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। লেবাননে বসবাসরত খ্রিস্টানের
সংখ্যা মধ্য প্রাচ্যের অন্যান্য দেশে বসবাসরত মোট খ্রিস্টানদের
সংখ্যার চাইতেও বেশি। লেবাননে নারী পুরুষের কোনোরকম ভেদাভেদ নেই।
পোশাক-আশাক দেখলে বুঝাই যাইনা কে মুসলিম কে খ্রিস্টান।
নামে কেবল মুসলিম চালচলন পুরোটাই খ্রিস্টানদের মতো।
এদের কাছ থেকে কি ই বা আশা করা যায়?
২| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:০৫
নুরহোসেন নুর বলেছেন: নারীরা এখন পন্য!
রংচং করা ব্যানারে কমদামী জিনিস বেশী দামে বিক্রি করার জন্য নারীদের প্রয়োজন!!
-লজ্জাজনক।
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য। তাইতো কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেলেছেনঃ
মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম !
৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৫
জগতারন বলেছেন:
নুরহোসেন নুর বলেছেন:
নারীরা এখন পন্য!
রংচং করা ব্যানারে কমদামী জিনিস বেশী দামে বিক্রি করার জন্য নারীদের প্রয়োজন!!
-লজ্জাজনক।
সহমত !!!
সংখ্যায় লেবানন-এ মুসলমান মানুষই বেশি। সেখানে এইরকম আইন জারি (!)
আপত্তিকরই বলতে হয়।
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সংখ্যায় লেবানন-এ মুসলমান মানুষের সংখ্যা থুব একটা বেশী নয়।
মাত্র ৫৪%। এদের পোশাক-আশাক দেখলে বুঝাই যাইনা কে মুসলিম কে খ্রিস্টান।
তার পরেও এমন ফরমান জারি করা ঠিক হয়নি। পর্যটকদের চরিত্র হনন করা হয়ে হয়েছে।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৬
হাবিব বলেছেন:
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৫| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: নারীরা আজও পন্য। যুগ যুগ ধরে পন্য।
১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এবার তোরা মানুষ হ !!
৬| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৪
সুপারডুপার বলেছেন: লেবাননের জনগোষ্ঠীর ৫৪% মুসলিম , ৪০.৪% খ্রিস্টান ও ৫.৬% ড্রুজ। লেবাননের রাজনৈতিক ক্ষমতার ব্যাপারে চুক্তি অনুসারে , রাষ্ট্রপতি হবেন একজন ম্যারোনীয় খ্রিস্টান, প্রধানমন্ত্রী হবেন সুন্নী মুসলমান এবং স্পিকার হবেন শিয়া মুসলমান। সংসদের আসনসমূহের অর্ধেক খ্রিস্টান ও অর্ধেক মুসলমানদের জন্য সংরক্ষিত। লেবাননে পশ্চিমা সংস্কৃতির প্রভাব অনেকটা বেশি। তাই এই রকম একটি দেশে নারী পুলিশ সদস্যদের হট প্যান্ট পরার নির্দেশ হয়ে থাকলে অবাক হওয়ার কিছু দেখছি না।
নারীরা পণ্যের কথা বললে, এটা আদি কাল থেকেই দেশ থেকে দেশে হয়ে এসেছে ও হবে। কারণ কিছু নারীরা নিজেরাই পণ্য হতে চায়, কিন্তু প্রকাশ্য বলতে চায় না।
যেমন : তসলিমা নাসরিন তার বই - Bangladesh A Country of Terrorism - এর -কভার ফটো দিয়ে নিজেকে পণ্য হিসেবে উপস্থাপন করেছেন ; কিন্তু তসলিমা কে 'কিছু নারীরা পণ্য হিসাবে বাজারে বিক্রি হতে চায় ' কথা বললে চিৎকার চেঁচামেচি করবে।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেবানন। ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত দেশটিতে রয়েছে কয়েক
হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। লেবানানকে বহু সভ্যতা-সংস্কৃতির
মিলনমোহনাও বলা হয়ে থাকে। ২০০৯ সালের জুলাইয়ের বিবরণ অনুযায়ী
লেবাননের মোট জনসংখ্যা ৪,০১৭,০৯৫ জন। স্থায়ী নাগরিক ছাড়াও ৪ লাখের
মতো উদ্বাস্তু রয়েছে। ফিলিস্তিন থেকে আসা উদ্বাস্তুর সংখ্যা সর্বাধিক ২,৭০,০০০ জন।
পরিসংখ্যান মোতাবেক লেবাননে সুন্নি মুসলমান ২৮ শতাংশ। শিয়া মুসলমানও প্রায় ২৮ শতাংশ।
ম্যারোনেইট খ্রিস্টান ২২ শতাংশ। গ্রিক অর্থোডক্স ৮ শতাংশ। দ্রুজ ৫ শতাংশ ও গ্রিক ক্যাথলিক রয়েছে ৪ শতাংশ।
খ্রিস্টানদের সংখ্যা মুসলমানদের চেয়েও বেশি ছিল। কিন্তু তারা বিভিন্ন দেশে চলে যাওয়ায় মুসলমানদের চেয়ে তাদের সংখ্যা কমে এসেছে।
৭| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আমাদের উপমহাদেশ বাদে পৃথিবীর সব দেশেই 'হাফ প্যান্ট' বা শর্টস একটি দৈনদিন সাধারন পোশাক।
ইউরোপ আমেরিকার কথা বাদই দিলাম , পাশের দেশ থাইল্যান্ড মালয়েশীয়া ফিলিপিনস, চীন, আরব আমিরাত, লেবানন, জর্ডন, গাঁজা বাদে ফিলিস্তিন, তিউনিশীয়া, মরক্কো, সব স্থানেই অনেকেরই সামারে শর্টস একটি সাধারন পোশাক। এরা বিজ্ঞাপন না পন্যও না। সেক্স এপিলের জন্যও না।
আমেরিকায় ২য় জেনারেশন প্রবাসি ভারতীয় শৃলংকান মেয়েদের শর্টসএ অভ্যস্ত হতে দেখেছি । বাংগালীরাও হবে।
আপনাদের এত অল্পে পাজামা ভিজে গেলেতো সমস্যা।
১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি বলেছেন , থাইল্যান্ড মালয়েশীয়া ফিলিপিনস, চীন, আরব আমিরাত, লেবানন, জর্ডন, গাঁজা বাদে
গাজা না হয় ছাড়লাম, কিন্তু লেবানন ?
সে যা হোক, আপনি শটর্স পরুন ক্ষতি নাই। কিন্তু কথা হচ্ছে পর্যটক টানতে !!
পর্যটকরা কি সবাই চরিত্রহীন হয়. যে তাদের টানতে কিশোরী মেয়েেরে নগ্ন উরুর
টোপ দিতে হবে!! পাজামা ভিজবার উপকরণ উপস্থাপন করলো আর পাজামা ভিজলো না!
তা হলে তো চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার। তা না হলে যে ঘর সামলানো কঠিন হবে।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
ইব্রাহীম আই কে বলেছেন: শুনতে খারাপ শোনালেও এটাই বাস্তবতা যে, নারী দেহ টাকে কর্পোরেট বিজনেস প্ল্যান মেকাররা র ম্যাটারিয়াল হিসেবে আখ্যায়িত করে!