নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বোয়ালমারীর স্বনামধন্যহোমিও চিকিৎসক ও কবি জনাব মেহেদী হাসান ওপেনহার্ট সার্জারির অপেক্ষায়

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৬


ফরিদপুর জেলার বোয়ালমারীর স্বনামধন্য হোমিও চিকিৎসক ও কবি জনাব মেহেদী হাসান মারাত্মক হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন।জনাব মেহেদী হাসান ঢাকা পিজিতে হার্টের আর্টারী চারটি ব্লক নিয়ে ডি ভবনে ৬তম তলায় এইচ ডি ইউ ০৪ নং বেডে অবস্থান করছেন। চিকৎসকের পরামর্শে আগামী কাল ২৫ নভেম্বর ২০১৯ইং তারিখ সোমবার সকাল ৮ঃ০০ ঘটিকায় তার ওপেন হার্ট সার্জারী (বাইপাস)। সম্পন্ন হবে। তার সাথে স্ত্রী, একমাত্র পুত্র ও শ্যালক রয়েছেন। আজ আমি তাকে দেখার জন্য হাসপাতালে গেলে তিনি তার আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের কাছে নিম্নোক্ত মিনতি জানিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন।
তার ভাষায়ঃ
বন্ধুরা আমার জন্য পরম করুণাময় আল্লাহপাকের কাছে দো'আ করবেন,যেনো আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি।
আমার বিয়াল্লিশ বছর চিকিৎসা জীবনে আমার প্রিয় এলাকা আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালি, ফরিদপুর তথা দেশের অনেক প্রান্তে "প্রায় আট লক্ষাদিক" জটিল কঠিন ও দুরারোগ্য রোগীদের সেবা দিয়েছি যাহারা অধিকাংশই ভাল আছেন ইনশাআল্লাহ।
আমি আমার সেই প্রাণ প্রিয় রোগীদের কাছেও দো'আ প্রার্থনা করছি।
ইচ্ছায় হোক আর ইচ্ছার বিরুদ্ধে আপনাদের সাথে কোন অন্যায় আচরন করে থাকলে আমাকে আপনারা নিজগুনে ক্ষমা করে দো'আ করবেন আমি যেনো সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসে আবার আপনাদের সেবাদান করতে পারি, আল্লাহু আমীন।।


(ইনডেমনিটি (দায়মুক্তি) বন্ডে স্ই করছেন ডাঃ মেহেদী হাসান)
সুপ্রিয় সতীর্থব্লগারবৃন্দ ও আমার পরম আত্নার আত্নীয় বন্ধুরা, আমার প্রাণপ্রিয় সজ্জন, বিনয়ী,সদালাপী ডাক্তার কবি বন্ধুর জন্য আপনারা দো'আ করবেন যেন আল্লাহ তার ওপেট হার্ট সার্জারি সুন্দর ভাবে সুসম্পন্ন হয় এবং শিঘ্র সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমিন। কবি মেহেদী হাসানের অসংখ্য প্রকাশিত কবিতার একটি ":হৃদয়ের কান্না" পাঠকদের জন্য উৎসর্গ করলাম।

"হৃদয়ের কান্না"
ডাঃ খন্দকার মেহদী আহ্সান।
**************************
যখন তোমার নয়ন হতে
অশ্রুধারা বৃষ্টি হয়ে ঝরে
তখন মনে হয় ও বৃষ্টি
তোমার নয় আমার...

যখন চার দেয়ালের মাঝে তোমার
অভিব্যক্তি গুলি হৃদয় অভ্যন্তরে
না বলা যাতনা কান্না হয়ে ঝরে
তখনও মনে হয় ও কান্না তোমার নয় আমার...

যখন হৃদয় চিরে রক্ত ঝরে পড়ে
তোমার হৃদয়ের আঙিনায়
তখনও মনে হয় ও রক্ত
তোমার নয় আমার...

যখন হৃদয় চেরা রক্ত গলে দু'চোখ ফেটে
বের হয়ে আসে ফোঁটা ফোঁটা অশ্রু
তখনও অনুভব করি হৃদয় চেরা অশ্রু
তোমার নয় আমার..

যখন তোমার দু'নয়ন বেয়ে
বের হয়ে আসে অব্যক্ত যন্ত্রণা
তখনও বোধ করি ওটা
আমারই বৃষ্টি ভেঁজা কান্না...

যখন তোমার ভেঁজা দু'টি নয়ন
তুমি নরম টাওয়েল দিয়ে মুছো
তখন স্পষ্ট ই অনুভব করি আমার হৃদয়ের
অতি কোমল স্থান তুমি স্পর্শ করেছো।।

আরজ গুজারঃ
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: আপানর বাড়ি ফরিদপুর??

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখ পেলাম@!
আমার পরিচিতি
আমার প্রফাইলে
থাকা সত্যেও তা
আপনি পড়েন নি।

২| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩১

জুল ভার্ন বলেছেন: ভালো লেগেছে।

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি ভালো লাগলো ভাই জুল ভার্ন ?

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উনার বাইপাস সার্জারি সফল হোক, উনি সুস্থ হয়ে উঠুন এই দোয়া করি।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আবু হেনা ভাই
দোয়া করুন আমার বন্ধুর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.