নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
অব্যবস্থাপনার বলি (কবিতা)
নূর মোহাম্মদ নূরু
জ্যান্ত মানুষ লাশ হয়ে যায় সড়ক, আকাশ, নদীতে,
হাসি খুশি মানুষ গুলো যমদূত আসে বধিতে।
নদী পথে মানুষ মরে, সড়ক পথে একই হাল,
সবখানেতে মানুষ মারার পাতা আছে মরণ জাল।
বাড়ী যাওয়া আসার পথে মানুষগুলো হচ্ছে লাশ,
তোমরা কী কেউ শুনতে পাও স্বজনদের দীর্ঘশ্বাস।
বাস ট্রেন আর লঞ্চ বিমানে কোথাও নয় নিরাপদ,
পায়ে পায়ে লেগে আছে মৃত্যু দূতের পাতা ফাঁদ।
ত্রুটিপূর্ণ বাস ট্রেন আর ভাঙাচোড়া রাস্তা ঘাট,
লঞ্চগুলির ফিটনেস নাই সাথে আছে যানজট।
এত কিছুর পরেও মানুষ চলছে এসব গাড়িতে
তা না হলে সাধ্যি কার পারে তাদের মারিতে।
নদীর মাঝে লঞ্চ ডুবিতে লাশ হয়েছে তাজা প্রাণ,
নিখোঁজ আছে অনেক মানুষ কাঁদতে আছে তার স্বজন।
অব্যবস্থাপনায় মৃত্যু চাইনা স্বাভাবিক মরণ চাই,
দোষীদের শাস্তি হোক তা না হলে রক্ষা নাই।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন অশিক্ষিত ভাই
২| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ২:২৩
শাহিন বিন রফিক বলেছেন:
আপনারা যারা সাংবাদিক তাঁরা কিন্তু এগুলো তুলে ধরতে পারেন জোরালোভাবে কিন্তু দেখা যায় আপনাদের একটি অংশ এগুলোকে এড়িয়ে যায় সরকারের অনুদানের আশায়।
২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমাজ তথা রাষ্ট্র যন্ত্রের দুর্নিতি, অসংগতি
তুলে ধরে তার প্রতিকার এবং
উন্নয়ন মূলক কাজ কর্মের পরামর্শ দিয়ে
সরকারকে সহায়তা করা। অনেক সময়
নানাবিধ কাররণে সবার পক্ষে তা সম্ভব না
হলেও সাংবাদিকদের সংখাগুরু অংশ তা করে
থাকেন। তবে কিছু কিছু সাংবাদিক যে লেজুড়
বৃত্তি করেনা তা কিন্তু নয়। শরিষায় ভূত আেগেও
ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিছুটা
খাদ না থাকলে খাটি সোনার গহনা পাবেন না।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৩৭
সাইফ নাদির বলেছেন: অনেক চমৎকার করে বিষয়টি তুলে ধরেছেন।
২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইফ ভাই।
কুশলে ও নিরাপদে থাকবেন।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
যতদিন হায়াত, তার থেকে কি বেশীদিন মানুষের বেঁচে থাকার কথা? যেভাবে মৃত্যু কপালে আছে, উহা কি সরকার বদলাতে পারবে?
২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেই চিরাচরিত ম্যাঁও প্যাঁও মন্তব্য।
কপালে যা হবার তাই হবে মানলে
এত কষ্ট করে বিদেশে কামলাগীরি কেন?
এই শ্রমটা দেশে দিলে জাতি আপনার থেকে
কিছুটা পেতে পারতো (!!!)
৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার।
২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই,
শুক্রবার কি অনেক দেরী
করে ওঠেন?
৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮
কনফুসিয়াস বলেছেন: বাস্তবধর্মী কবিতা। আহ আমাদের কর্তাব্যক্তিরা যদি এমন কবিতা ছোটবেলায় মুখস্থ আবৃতি করতে পারতেন, তাহলে কতইনা পরিবর্তন দেখতাম।
কবিতার জন্য ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
মন্তব্য প্রদানের জন্য।
৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
ভালো থাকব্নে।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হুম সবই দূর্ভাগ আর দূর্ঘটনা।