নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

শুভ নববর্ষ -২০২০; ইংরেজী নববর্ষ উপলক্ষ্যে সামু ব্লগের সকল ব্লগার, পাঠক, শুভানুধ্যায়ী ও কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৮:৪৫


কালপরিক্রমায় নববর্ষ আসে নতুন আশা নিয়ে, স্বপ্নে উদ্দীপিত হয় মানুষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষকে আবাহন করে তাঁর কবিতায় লিখেছেন-
"ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত-আঘাতে
উড়ে হোক ক্ষয়
ধূলিসম তৃণসম পুরাতন বৎসরের যত
নিষ্ফল সঞ্চয়। ”

আজ ২০২০ ইংরেজী সালের প্রথম দিন। বিদায় ২০১৯, স্বাগত ২০২০। ইংরেজি ক্যালেন্ডার মোতাবেক তারিখ আজ পয়লা জানুয়ারি। সাল দু’হাজার পনের। বর্তমানের পটপ্রেক্ষিতে বাস্তবতার তাগিদেই যেন চিনে নিই আজ পয়লা জানুয়ারি, নতুন সাল দু’হাজার কুড়ির যাত্রা হল শুরু। স্বাগতম ২০২০। বিগত বছরের সব কালিমা ধুয়ে মুছে নতুন কেতন উড়াতে উড়াতে এগিয়ে যাবে সময়, সভ্যতা, হিংসা-বিদ্বেষ-হানাহানিমুক্ত রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতি। আর একান্ত করেই প্রার্থনা : নববর্ষের প্রথম দিবসে আসুক মঙ্গল-আশীর্বাদ দেশে-দেশান্তরে তাবৎ মানুষ-সাধারণের জন্যে। অনাবিল স্বপ্ন আর অফুরন্ত প্রাণোন্মাদনা নিয়ে নতুন সূর্যের আলোয় অগ্রসর হবে মানুষ। বছরটি সাফল্যে উজ্জ্বল হয়ে উঠবে, মুছে যাবে ব্যর্থতার গ্লানি, এমন প্রত্যাশায় উজ্জীবিত হয় মন।সকলে ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন আর সুন্দরে বাঁচুন এই প্রত্যাশায়। হ্যাপি নিউ ইয়ার ২০২০

স্বর্ণরাঙা উজ্জ্বল ভোরের শুরুতেই চারিদিকে ছড়িয়েছে স্বপ্নের সুষমা। আজকের ভোর এক নতুন ভোর। নতুন করে শুরুর দিন। অতীতের সব হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে সৌহার্দ্য-সম্প্রীতির নতুন ভোর। এই ভোরের সাথে সাথে শুরু হলো পিছনের সব গ্লানি, বেদনা,হতাশা আর অপ্রাপ্তির বেদনা মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে নব রূপে যাত্রা শুরুর দিন। সারা বিশ্বের মানুষ দিনটিকে বছরের অন্য দিনগুলোর চেয়ে কিছুটা হলেও ভিন্ন চোখে দেখবে। সে চোখে থাকবে প্রত্যাশা ও স্বপ্ন। পেছনটার অভিজ্ঞতায় প্রশ্নের অবতারণা জানা নেই, তেমন নিশ্চয় করেই বা কে জবাব দেবে সামনে রয়েছে কী? তবে কালসন্ধিক্ষণে এখন আমাদের বসবাস। অনেক হাসি-কান্না, সুখ-দুঃখ এবং আনন্দ-বেদনায় মেশানো ঘটনাবহুল ২০১৯ সালের শেষ সূর্য অস্ত গেছে কাল। লাখো প্রত্যাশার ঝাঁপি খুলে মানুষের অনেক প্রত্যাশায় আজ ভোরে কুয়াশা ঢাকা পূর্বাকাশে উদয় হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য। আর এই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী শুরু হচ্ছে ২০২০ সাল। নতুন বছরকে স্বাগতম সুখ-সমৃদ্ধির প্রত্যাশায়।
“ চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন,
হেরিব না দিক--
গনিব না দিন ক্ষণ, করিব না বিতর্ক বিচার
উদ্দাম পথিক।
মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা
উপকণ্ঠ ভরি--
খিন্ন শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কারলাঞ্ছনা
উৎসর্জন করি। ”


ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পথ খোঁজে সংশোধনের। ফেলে-আসা বছর জুড়ে দেশের ভেতরকার হাল হকিকত কেমনতর? তা আমাদের নিত্য দিনাতিপাতের সংবাদই তো জানান দেয়। সচেতন সবারই তা জানা। আমাদের যেমন আছে অর্জন তেমনি আছে ব্যর্থতা। ব্যর্থতাগুলো আমরা কি কাটিয়ে উঠতে পারব নতুন বছরে? নতুন বছরে ব্যর্থতার গ্লানী থেকে মুক্ত থাকবেতো মানুষ? সৃষ্টির সেরা মানুষ প্রজাতি তো আশা নিয়েই বেঁচে থাকে। নতুন বছর বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক ২০২০ সালে এটাই সকলের আশা। স্বাগত নতুন বছর, স্বাগত নতুন সরকার। ইংরেজী নববর্ষ ২০২০ উপলক্ষ্যে সামু ব্লগের সকল ব্লগার, পাঠক, শুভানুধ্যায়ী ও কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

ফিরে ধেখা ২০১৯ঃ ২০১৯ সালে যাদের হারিয়েছি আমরা (২০১৯ইং সালের শেষ পোস্ট)

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:০২

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা।

বাংগালীদের পথ আজ একমুখী নয়, এদের গন্তব্য আলাদা

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাক অসংখ্য ধন্যবাদ চোখের বালি
ইংরেজী নববর্ষে আপনার প্রতি শুভেচ্ছা।
প্রতিটি দিন কাটুক নির্বিঘ্নে।

২| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্বামী বিশুদ্ধানন্দ ।
যগতের সকল প্রাণি সুখি হোক। শুভেচ্ছা নিবেন।

৩| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনিও শুভেচ্ছা জানবেন প্রিয় শ্রদ্ধেয়।
ভালো থাকবেন। শুভ নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বপ্নবাজ সৌরভ ভ্রাতা
ইংরেজী নববর্ষ আপনার এবং
আপনার পরিবারের সবার জন্য
শুভেচ্ছা। ভালো থাকুন, নিরাপদে থাকুন।

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নূরু দা
আপনাকেউ
হাজারও লাল গোলাপের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন--------

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিটনভাই কৃতজ্ঞতা আপনার
হাজার লাল গোলাপের শুভেচ্ছার জন্য।
আপনিও ভালো থাকুন, নতুন বছর
বয়ে আনুব অনাবিল প্রশান্তি ও সাফল্য।

৫| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: Happy New Year.

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
My dear Razib Nur,
May the upcoming new year fill your
life with great achievements, personally
and professionally. I wish you have another
enticing new year. Happy new year!

৬| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে নববর্ষের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক দিন পরে আপনাকে পেলাম দেশ প্রেমিক !!
ভালো ছিলেনতো। নতুন বছর আপনার জীবনে
বিরাজ করুক অনাবিল প্রশান্তি।

৭| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০২০

গতবছরের শেষ বেলাতে
পেয়েছি বন্ধু তোমায়
আগামীর দিনগুলো হোক
রঙিন সো আলোয় :)

+++++++

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভৃগু দাদা সুহৃদ আমার
চেহারাটা ভাসা ভাসা।

আশা করে দেখতে গেলাম
৩/৪ বার হাত মিলালাম।

তার পরেও পাইনা খুঁজে
রইলাম কি চক্ষু বুজে?

যাচ্ছি যখন ব্যথিত মনে
মনে পড়ে ক্ষনে ক্ষনে।

এমন সময় সুযোগ এল
ভৃগু দাদা ধরা দিলো।

বুকে নিলাম আপন করে
কি করে আর রইবে দূরে?



৮| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর
নববর্ষের শুভেচ্ছা সরকার ভাই।

৯| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বাঙালিদের নতুন বছরের সবচেয়ে বড় আমেজ পাওয়া যায় বাংলা নতুন বছরে। যদিও ইংরেজি নতুন বছরকেও বরণ করতে ভুলিনা আমরা। কারণ, জীবনের প্রতিদিনের হিসেব রাখি তো আমরা ইংরেজি বছরকে মাথায় রেখেই। তাই নতুন আরেকটি বছরকে ঘিরে কত পরিকল্পনা, আশা ভরসার বিষয় জড়িয়ে থাকে। উৎসব প্রিয় আমরা প্রতিটি উৎসবেই আনন্দ ভাগ করে নিয়ে থাকি প্রিয়জনদের সাথে।

---আপনি আমাদের ব্লগের প্রিয় ব্যক্তিত্ব; আপনাকে জানাই Happy New Year 2020

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ রিফাত ভাই
২০২০ নববর্ষে পা রাখা মানে ২০১৯ এর সমস্যাকে পিছনে রেখে
নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে নতুন করে শুরু করা। অতীতের সমস্ত দু:খের
স্মৃতি এবং যন্ত্রণা সরিয়ে রেখে নতুন জীবন নিয়ে ভাবার সময় এসেছে।
হাসি দিয়ে, ভালোবাসা দিয়ে নতুন বছরকে আলিঙ্গনের সময় এসেছে।
সময় এসেছে নিজেকে নতুন করে প্রতিবিম্বিত করার এবং জীবন
নতুনভাবে শুরু করার। আগামীর এক উজ্জ্বল নতুন বছর
সফল হোক সকলের!

১০| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:০২

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,



পুরোনো দিনের যা কিছু গ্লানি মুছে যাক, যা কিছু অপ্রাপ্তি তার দুঃখ ঘুঁচে যাক।
নতুন বছর আসুক নতুনের সম্ভার নিয়ে, সকলের জীবনে। শুদ্ধ হয়ে উঠুক সকলে প্রতিদিন, প্রতি মূহুর্তে।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
আহমেদ জি এস ভাই,
নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি।
মহান স্রষ্টা আপনার এবং আপনার পরিবারের উপর তার দয়া
অবিরত রাখুক সারাজীবন। উইকিপিডিয়াতে আপনার নিরলস
পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

১১| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:০২

ইসিয়াক বলেছেন: শুভ নববর্ষ । শুভকামনা রইলো ভাই ।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক ভাই শুভেচ্ছা জানবেন।
“নিশি অবসান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত
আমি আজই ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত
বন্ধু হও,শত্রু হও, যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ শত” – শুভ নববর্ষ

১২| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: Happy New Year ২০২০ । সুদীর্ঘ জীবন আর সুস্থতা কামনা করি আপনার ।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেলিম ভাই শুভকামনার জন্য
আপনাকে ধন্যবাদ।
“নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে” –
শুভ নববর্ষ ২০২০

১৩| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৪

বিজন রয় বলেছেন: নূরু ভাই আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা।

ভাল থাকুন সবসময়।

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিজন দাদা আপনাকে ধন্যবাদ শুভকামনার জন্য।
“এই নতুন বছরটি আপনার জীবনে যেন
পৃথিবীর যাবতীয় খুশি নিয়ে আসে |
সুখে কাটুক আপনার আরো একটি বছর”
– শুভ নববর্ষ

১৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাপি নিউ ইয়ার প্রিয় নুরু ভাই

এসো, এসো, এসো হে ইংরেজি নববর্ষ
পউষের কঠিন শৈত্যবায়ে হিপোক্রিটদের দাও মিশায়ে,
বৎসরের আবর্জনা দূর করে ছড়াও হর্ষ॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
ইংরেজি নববর্ষের পর এসো হে বাঙালির বৈশাখ :)

১৫| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

নীলসাধু বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইলো।
আনন্দম।

১৬| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

ফয়সাল রকি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.