নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর ৫৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০১


জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার পিতা পরলোকগত বিখ্যাত সংগীতজ্ঞ মাহমুদুন্নবী। গুণী এই সংগীতশিল্পী তার দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। অডিও অ্যালবাম ও চলচ্চিত্র এই দুই মাধ্যমের গানেই তিনি সফলতা পেয়েছেন। তিনি সাধারণত ক্ল্যাসিক্যাল এবং আধুনিক ধাঁচের গান করে। এছাড়াও তিনি রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীতও গেয়ে থাকেন। তার গাওয়া বেশিরভাগ গানই পেয়েছে দর্শক প্রিয়তা। ২০০৭ সালে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এবং নজরুল সঙ্গীতও গেয়ে থাকেন। এছাড়াও তিনি চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড (২০০৮) ও মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৮) লাভ করেন। তবে এতটা পথ পাড়ি দিয়েও প্রতিদিনই নিজেকে নতুন করে আবিস্কার করতে পছন্দ করেন এ শিল্পী। তাইতো নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৫ সাল থেকে ক্লোজআপ ওয়ান রিয়েলিটি শো'র বিচারক হিসাবে কাজ করছেন। এখন নতুন গানের পাশাপাশি স্টেজ শোও করছেন নিয়মিত। মাঝেমধ্যে টিভি লাইভ ও অনুষ্ঠানেও গাইছেন। গান নিয়েই আছেন। আজ এই গুনী শিল্পীর জন্মবার্ষিকী। ১৯৬৬ সালের আজকের দিনে তিনি দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। সংগীতশিল্পী ফাহমিদা নবীর ৫৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

ফাহমিদা নবী ১৯৬৬ সালের ৪ জানুয়ারি বাংলাদেশের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম নুমা। তার পিতা বাংলাদেশী লিজেন্ড গানের রাজা সঙ্গীত শিল্পী মাহমুদুন্নবী এবং মায়ের নাম রশিদা চৌধুরী। এই দম্পতির চার সন্তান। তারা হলেন কন্ঠশিল্পী সামিনা চৌধুরী, সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী, শিল্পী রিদওয়ান নবী পঞ্চম ও তানজিদা নবী। ফাহমিদা নবীর ছোট বোন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। ফাহমিদা ১৯৭৯ সালে তার গায়িকা জীবন শুরু করেন এবং তিন যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন। তিনি উপমহাদেশীয় আধুনিক এবং ক্ল্যাসিকাল গান গেয়ে থাকেন। এছাড়া তিনি রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীতও গেয়ে থাকেন। ১৫ জানুয়ারি, ২০১১ সালে তিনি ড. সেলিম আল দীন-এর লেখা ১০টি গান নিয়ে অ্যালবাম বের করেনঃ আকাশ ও সমুদ্র অপার। বাপ্পা মজুমদারের সাথে যৌথভাবে তিনি ২০০৬ সালে বের করেন অ্যালবামঃ এক মুঠো গান-১। ২০১০ সালের ভালবাসা দিবসে বের হয় তার দ্বিতীয় অ্যালবামঃ এক মুঠো গান-২। ফাহমিদা নবীর প্রথম একক অ্যালবাম ছিলো ‘তুমি তুলনাহীনা’। তার এই প্রথম একক অ্যালবাম এখনও বেশ জনপ্রিয়। শুনছে, শুনবে মধুর কণ্ঠের এই শিল্পী বেচে থাকবে এই বাংলার হাজারো হৃদয়ে। এর সুর ও সংগীত পরিচালনা করেন নকীব খান। তার আরো যে একক অ্যালবামের রয়েছে তাহল ‘দুপুরে একলা পাখি’, ‘তুমি কি সেই তুমি’, ‘মনে কি পড়ে না’, ‘স্বপ্ন গল্প’, ‘আকাশ ও সমুদ্র অপার’, ‘আমার বেলা যে যায়’, ‘তবু বৃষ্টি চাই, ‘ইচ্ছে হয়’ প্রভৃতি। সর্বশেষ একক অ্যালবাম নজরুলসংগীত নিয়ে ‘আমারে ছুঁইয়া ছিলে’। এটি বাজারে আনে আনমল রেকর্ডস। ‘আহা!’ ছবিতে ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানটি গাওয়ার জন্য সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফাহমিদা নবী। আজ জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর ৫৪তম জন্মবার্ষিকী। সংগীতশিল্পী ফাহমিদা নবীর ৫৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: আল্লাহ তাকে দীর্ঘদিন বাচিয়ে রাখুক।

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন। আপনার প্রার্থনা
আল্লাহর দরবারে কবুল হোক।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ জন্মদিন সে সাথে
বিনম্র শ্রদ্ধা জানাই---------

০৪ ঠা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই,
জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর
জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.