নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ কেন বাড়ছে দেশে?

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮


ধর্ষণ কেন বাড়ছে দেশে?
নূর মোহাম্মদ নূরু

ধর্ষণ কেন বাড়ছে দেশে পারছিনা তা বুঝিতে
কারণ কি তার ঘাটতি কোথায় কে আছে তা খুঁজিতে?
থাকতো শিশু নিরাপদে এখন তারাও হয় শিকার।
বাতিকগ্রস্থ অমানুষের বলো এটা কেমন বিকার।

দশদিনে সাত ধর্ষণ হলো নতুন বছরের শুরুতে
এত সাহস কি করে পায় পরোয়া নাই কিছুতে।
দেশটা দেখি ভরে গেছে কুকুর আর হায়েনাতে।
তাদের হাতে নারী শিশু ধর্ষিতা হয় নিশিতে।

ধর্ষণ করে বগল বাজায় নাচে দেখো খুশীতে
কে রুধিবে এদের বলো, শক্তি নাই কি পেশীতে?
শক্ত হাতে ধরতে হবে হিংস্র এই হায়নাদের
ফাঁসির দড়ি গলায় পড়াও বাঁঁচাও নারী শিশুদের।

জালাও পোড়াও আন্দলনে হবেনা এর প্রতিকার
তার চেয়ে ভালো হবে দিয়ে দিলে ক্রসফায়ার।
চোর ডাকাত কতজনে মারা পড়ে বেঘোরে
ধর্ষকেরা ঘুরে বেড়ায় শাস্তি থেকে ওপারে।

দু চারটাকে ফাঁসি দিলে কমে যাবে অনাচার,
হাসবে শিশু কন্যারা সব বাধ ভাঙ্গবে খুশির জোয়ার।
এ দেশটা ধর্ষকদের নয়, রুখে দাও এই অনাচার
নিরাপদে থাকবো সবাই নিয়ে সবার অধিকার।


রচনা কালঃ ১২ জানুয়ারি ২০২০ইং
খবরঃ দৈনিক যুগান্তরঃ ১০ দিনে ঢাবি ছাত্রীসহ ৭ নারী-শিশু ধর্ষণ

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮

একাল-সেকাল বলেছেন: ধর্ষণ বৃদ্ধির কতিপয় কারনঃ
প্রতিবেশীর সাংস্কৃতিক আগ্রাসন
নাবালক জাতির হাতে সাবালক ইন্টারনেট
পারিবারিক অসচেতনতা
যৌন সামগ্রীর বিজ্ঞাপন ও বিপণনে রাষ্ট্রের কোঠর হস্তক্ষেপ না থাকা
রাষ্ট্রীয় উদাসীনতা বা বিচারহীনতা।

সর্বোপরি এইডস প্রতিরোধের শ্লোগানটার পুনঃ জাগরন দরকার ধর্মীয় অনুশাসন মেনে চলুন এইডস প্রতিরোধ করুন

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ একাল সেকাল।
প্রশাসনের বিচারহীনতা ও সমাজের
বিজ্ঞ মানুষের উদাসীনতা বাড়িয়ে তুলেছে এমন ঘটনার।
আশা করি সবাই তার নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ
গড়ে তুলতে হবে।

২| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২২

শিখা রহমান বলেছেন: সময়োপযোগী কবিতা। বক্তব্য ভালো লেগেছে।

শুভকামনা রইলো।

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ শিখা আপু
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা জানবেন।

৩| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

অনন্ত শুভ্র হৃদয় বলেছেন: একজন শিশু যখন শৈশব অতিক্রম করে কৈশোরে উপনিত হয় তখন থেকেই সমাজ/পরিবারের মাধ্যমে নারী-পুরুষের বৈষম্যের পাঠ শিক্ষালাভ করে। তখন থেকেই বালিকা নিজেকে ভবিষ্যতের বধূ এবং বালক নারীকে ভোগ্যসামগ্রী হিসেবে জানে।
বাল্যবয়স হতেই এই ভোগ্যপণ্যকে ভোগ করার অতৃপ্ত বাসনাই তাকে ভবিষ্যতের ধর্ষক হিসেবে তৈরি করে।
~পোস্টে ভালোবাসা এবং আমার ব্লগটি ঘুরে আসার নেমন্তন্ন রইল,,,,

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ অনন্ত শুভ্র হৃদয়।
নারী-পুরুষের বৈষম্য পৃথিবীর সর্বত্র বিরাজমান।
নারীর উপর প্রাধান্য লাভের জন্য যৌনতাকে ইস্যু বানানো
পুরোপুরি জাঙ্গলিক ও পাশবিক। নারী ও পুরুষের ভুমিকা নির্ধারিত
হবে মানুষ হিসেবে তাদের কর্ম দিয়ে, লৈঙ্গিক পরিচয় দিয়ে নয়।
প্রাচীনকালে সৃষ্ট পশুসুলভ শিকারি মানসিকতা ছেড়ে যারা সভ্য হতে
পারে নি তারাই নারীকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়।
পৃথিবীর সংক্ষিপ্ত জীবনে মানবিক গুনাবলী অর্জন করা এদের ভাগ্যে জোটে না।

৪| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: আপনি তো একজন বুদ্ধিমান মানুষ।

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ মাত্রেই বুদ্ধিমান প্রাণি
তবে কারো বুদ্ধি বেশী কারো কম।
হকিংসের বুদ্ধি বেশী আমার কম।
আপনারও অনেক বুদ্ধি তাই পোলাও খান কম।

৫| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বক্তব্যে সহমত। ছড়া-তে অন্ত্যমিল জরুরী। এখানে অন্ত্যমিল ঠিক ছিল না। কবিতা-তে অন্ত্যমিল জরুরী নয়, তবে আপনি লিখেছেন ছড়া স্টাইলে তাই অন্ত্যমিল থাকা জরুরী ছিল...

১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যথার্থ বলেছেন

খুঁজে খুঁজে হয়রান
যোগার হলোনা অন্ত্যমিল।
তাইতো আমি বাধ্য হয়ে
দিয়ে দিলাম গোজামিল।

৬| ১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

হাবিব ইমরান বলেছেন:

কবিতা ভালো লেগেছে।

তবে ধর্ষণ বাড়ার অন্যতম কারণ মানুষের যৌন চাহিদার স্বাভাবিক অভাব পূরণ করা যাচ্ছে না, তাই। জীবজগতের অবিচ্ছেদ্য একটা ব্যাপার হলো যৌন চাহিদা। কিন্তু এই চাহিদায় বাধা দিলে হিতে বিপরীত হওয়া অস্বাভাবিক নয়, বরং ধর্ষণ বেড়ে যাওয়াই যুক্তিযুক্ত। যারা ধার্মিক তারা এমনিতে এসব করেনা, কিন্তু অধার্মিকরাই এগুলো করে থাকে। তাদের জন্য পতিতালয় বৈধ করে দেয়া হোক, অন্যথা দিন দিন এই পশুযজ্ঞ চলতেই থাকবে। এরকম পশুযজ্ঞ মাঝেমধ্যে শিক্ষক, শিক্ষিত আর ধার্মিকরাও করে ফেলে, তাই অবাধ সুযোগ করে দিলে কিছুদিন পর টাকা আর শক্তি হারিয়ে ফেলবে। এরপর রাস্তার পাশে কেউ ডাকলেও তাকাবে না। :D

১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ হাবিব ইমরান ভাই।
মানুষের ক্ষুন্নিবৃত্তি নিবারনের
পরেই বৃদ্ধি পায় তার যৌন ক্ষুধা।
তবে তার জন্য নির্ধারিত পন্থা আছে।
কুকুর ক্ষুধা পেলে খায়, মানুষেরও
ক্ষুধা পায়। তাই বলে মানুষ কুকুরের
মতো খায়না। মানুষ খায় সাজিয়ে রুচিসম্মত
ভাবে। মানুষ যদি কুকুরের মতো খেতে চায় তা হলেই
তা অশ্লীল। আমার বিশ্বাস ধর্ষণের অভিযুক্তদের ক্রস ফায়ারে
দিন ধর্ষণ কমে যেতে বাধ্য। সৌদি আরবে চুরির অপরাধে হাত কাটে
সেখানে চুরি হয়না। আমাদের দেশেও ধর্ষণ থাকবেনা যদি দৃষ্টান্তমূলক শাস্তির
ব্যবস্থা ও বাস্তবায়ণ হয।

৭| ১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭

একাল-সেকাল বলেছেন: কিছুদিন পর টাকা আর শক্তি হারিয়ে ফেলবে। :)

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভেসেকটেমি করা হোক !!
তা হলে আর টাকাও খরচ করতে হবেনা।

৮| ১২ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


ধর্ষণ নিশ্চট প্রশাসন ও সরকারও পছন্দ করে না; কিন্তু ওরা ইডিয়টের দল, ইহাকে কমানোর মত দক্ষতা ওদের নেই।

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুলি টুলি করে ধর্ষকদের তো
নির্বংশ করা যায়

৯| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১৬

ভ্রমরের ডানা বলেছেন: আপনি কবিতা ভালই লেখেন তবে তার থেকে বিখ্যাত ব্যক্তিদের জন্ম মৃত্যু দিবসে তাদের সংক্ষেপিত জীবনী তুলে ধরেন। এটা একটা ইউনিক কাজ। ওটাই বেশি ভাল লাগে।

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভ্রমরের ডানাকে অসংখ্য ধন্যবাদ
গুনীজনদের প্রতি আগ্রহ প্রকাশ
করার জন্য। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.