নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সোনালী দিনের বরেণ্য সংগীতশিল্পী শাম্মী আক্তারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭


সোনালী দিনের সংগীতশিল্পী শাম্মী আক্তার‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ ‘চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’, ‘ঝিলমিল ঝিলমিল করেছে রাত’, `বিদেশ গিয়ে বন্ধু তুমি আমায় ভুইলো না’ এমনই অনেক গানের নন্দিত কণ্ঠশিল্পী ছিলেন শাম্মী আক্তার। ১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। গানটি ছিল নজরুলের ‘এ কি অপরূপ রূপে মা তোমায়…’। চলচ্চিত্রের গানে শাম্মী আখতারের যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে। এ চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’ এবং ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটি জনপ্রিয়তা পায়। সত্য সাহার সুর-সংগীতে এ দুই গানের জনপ্রিয়তার কারণে আর পেছন ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে। চলচ্চিত্রে শাম্মী আখতার প্রায় ৩০০ গান গেয়েছেন। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানটি গাওয়ার জন্য শাম্মী আখতারকে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছিল। বরেণ্য এই সংগীত শিল্পী ২০১৮ সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই দিন তাকে তার চামেলীবাগের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। প্রায় ছয় বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন শাম্মী আক্তার। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহযোগিতার হাতও বাড়ানো হয়েছিল। কিন্তু সবাইকে কাঁদিয়ে শাম্মী আক্তার চলে গেলেন । মৃত কালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। বরেণ্য এই সংগীত শিল্পীর আজ ২য় মৃত্যুবার্ষিকী। সোনালী দিনের সংগীতশিল্পী শাম্মী আক্তারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন শাম্মী আখতার। তার বেড়ে উঠা খুলনায়। ‘শাম্মী’ নামে পরিচিত হলেও তাঁর আসল নাম শামীমা আক্তার। শামীমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। সেই থেকে শামীমা শাম্মী নাম নিয়ে চলেছেন। তাঁর বাবা শামসুল করিম সরকারি চাকরি করতেন। বাবার বদলির সুবাদে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। ছয় বছর বয়সে তাঁর সংগীতজীবনের শুরু হয়। গানের জগতে তাঁর হাতেখড়ি হয় বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে। এরপর নানা সময়ে বিভিন্ন জনের কাছে গানের শিক্ষা নিয়েছেন। যার মধ্যে রাজবাড়ী ও খুলনায় সংগীত শিক্ষা নেন বাবু বামনদাস গুহ রায়, রণজিৎ দেবনাথ, সাধন সরকার, নাসির হায়দার ও প্রাণবন্ধু সাহার নাম উল্লেখযোগ্য। ১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন শাম্মী আক্তার। গানটি ছিল নজরুলসংগীত ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। খুলনা থেকে ঢাকায় চলে আসেন শাম্মী আখতার। নিয়মিত গাইতে শুরু করেন বেতার ও টেলিভিশনে। ১৯৮০ সারে তাঁর প্লেব্যাকে অভিষেক হয় ‘অশিক্ষিত’ ছবির মাধ্যমে। অভিষেক গানটিই ভীষণ জনপ্রিয়তা পায়। গানটি ছিল ‘ঢাকা শহর আইসা আমার’। এমনকি ‘আমি যেমন আছি তেমন রব বউ হব না রে’ গানটিও একই ছবির গান। গান দুটির জনপ্রিয়তার কারণে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই শিল্পীকে। এরপর এ শিল্পী চলচ্চিত্রে প্রায় তিনশ গান গেয়েছেন। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না’, ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাবো গান’, ‘চিঠি দিও প্রতিদিন চিঠি দিও’, ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’ ইত্যাদি। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমার টাইটেল গানটি গেয়ে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাম্মী আক্তার। তার গাওয়া গানের দুটি ক্যাসেট প্রকাশিত হয়েছে।

ব্যক্তিগত জীবনে ১৯৭৭ সালের ২২শে ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাম্মী। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। তাঁর স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম জানান, ‘শাম্মী আক্তার ছয় বছর ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন। শাম্মী আক্তার বাসায়ই ছিলেন। আজ (১৬ জানুয়ারি ২০১৮ইং) মঙ্গলবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বিকেল ৪টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর তহবিল থেকে সুচিকিৎসার জন্য শাম্মী আক্তারকে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়। তিনি স্বামী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বরেণ্য এই সংগীত শিল্পীর আজ ২য় মৃত্যুবার্ষিকী। সোনালী দিনের সংগীতশিল্পী শাম্মী আক্তারের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: একজন সহজ সরল ভালো শিল্পী।

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একজন ভালো শিল্পী ছিলেন।

২| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: শ্রদ্ধা জানিয়ে গেলাম প্রিয় শিল্পীর মৃত্যুবার্ষিকিতে।

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক দিন পরে আপনাকে দেখে মুগ্ধ হলাম।
আজ কাল আর আপনাকে দেখিনা খুব একটা।
ব্যস্ত নাকি? ব্লগডেতে আপনাকে আশা করছিলাম।
ভালো থাকবেন।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার আন্তরিকতা মন ছুয়ে গেলো নূরু ভাই, কোন একদিন হয়তো আবার দেখা হয়েই যাবে।

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইনসাআল্লাহ হবেই হবে দেখা।
ভালো থাকবেন।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০০

ভ্রমরের ডানা বলেছেন: উনার গানের অসংখ্য ভক্ত! এই অধম তাদের মধ্যে একজন। উনার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। উনার গানে জাদুগরী সুর ছিল। আবেগ মথিত কন্ঠে দরদ দিয়ে উনার মত গায় এমন শিল্পী এখন দেখা যায় না। উনাকে নিয়ে আপনার সাজানো পরিপাটি লেখাটির জন্যে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আজ উনাকে পরিপূর্ণ শ্রদ্ধা ও দোয়া জানানোর সুযোগ হল।

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ শীতের গভীর রাতে আমার
লেখাটি পাঠ করে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার জন্য অনেক শুভেচ্ছা।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই গুণী শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি নেই, কিন্তু তাড় গান আরো বহুদিন, বহুকাল বাঙালির হৃদয়ে বেঁচে থাকবে।

আপনি যে গানগুলোর কথা বললেন, তার বাইরে আরেকটা গান রেডিওতে খুব শুনতাম- আমার বাউল মনের একতারাটা- রফিকুল আলমের সাথে শাম্মী আক্তারের ডুয়েট।

ছোটোবেলায় ঢাকার শহর আইসা আমার আশা পুরাইছে, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া, আমি যেমন আছি, বিদেশ যাইয়া, ভালোবাসলে- এই গানগুলো অনেক পছন্দের ছিল।

অনেক প্রিয় ছিল এই গানটা-




সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
চমৎকার মন্তব্য এবং শ্রুতিমধুর
গান সংযুক্ত করার জন্য।
আপনাকে শুভেচ্ছা।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০২

আসোয়াদ লোদি বলেছেন: ১৯৮০ সালের আগে বিটিভির সাদাকালো যুগে 'ইউনিভার্সিটি ম্যাগাজিন' নামে একটি অনুষ্ঠান প্রচার হতো। সেই অনুষ্ঠানে প্রথম শাম্মি আকতারের গান শুনি। সেই থেকে তিনি আমার প্রিয় শিল্পী। এমন গুণী শিল্পী নিয়ে পোষ্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ লোদি ভাই
৭০ দশকের এই শিল্পী অনেক
মিস করি। তার আত্মার শান্তি
কামনা করছি।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮

ঢাবিয়ান বলেছেন: আপনি গানের বিপক্ষে অবস্থান নিয়ে আবার একজন গায়িকাকে নিয়ে পোস্ট দিলেন!!

২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্ভবত আপনার বোঝার ভুল।
গানের বিপক্ষে নয় অশ্লীল গানের
বিপক্ষে। ইসলাম কোন কিছুরই
অতিরিক্ত করতে বারণ করে।

৮| ২০ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৩

নজসু বলেছেন:



গানের পাখিকে শ্রদ্ধা জানাই।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে সুজন ভাই
গানের পাখিকে শ্রদ্ধা জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.