![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
নতুন বছর, মুজিব বর্ষ
নূর মোহাম্মদ নুরু
নতুন বছর মুজিব বর্ষে আশা ছিলো ম্যালা।
সহজ হবে জীবন চলা ঘুচে যাবে জ্বালা।
তিনশ টাকা পেঁয়াজ কেজি গত বছর ছিলো
মুজিব বর্ষের শুরুর দিনে দামটা একই রলো।
আশা ছিলো ক্যাচাল ফ্যাচাল কমে যাবে এই বছরে
কিন্তু দেখি যা ছিলো তা বেড়ে গেছে দ্বিগুন হারে।
দুর্নীতি আর ধর্ষণেতে এগিয়ে যেন যাচ্ছে দেশ,
একটার পরে একটা ঘটে না কাটিতে আগের রেশ।
কয়েক শত দূর্নীতিবাজ রাজা বাদশা সম্রাটে
লুটে নিছে লক্ষ কোটি দেশটা করেতামাটে।
এত টাকা গিলে খেয়ে খাচ্ছে এখন জেলের ভাত,
স্মরণ করা উচিৎ ছিলো কেমন হবে গেলে জাত।
কত টাকা হলে পরে সুখ কেনা যায় দুনিয়ায়,
সকল ছেড়ে যেতে হবে যেদিন হবে শেষ বিদায়।
সময় থাকতে হিসাব করো পাড়ের কড়ি কি আছে,
শেষ বিচারে একা হবে থাকবেনা যে কেউ কাছে।
নতুন বছর মুজিব বর্ষ আশা নিয়ে বাধি বুক,
সব দুঃখের অবসানে সবাই পাবে মনে সুখ।
হিংসা আর কুটিলতা ছেড়ে দিলে ভালো হয়,
মুজিব বর্ষে এ আশা হবে হবে হবেই জয়।
প্রকাশকালঃ ঢাকা, শনিবারঃ ১৮ জানুয়ারি টি-২০
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও তাই অনুমিত হচ্ছে।
আমার কবিতায়ও তাই উদ্ধৃত
হয়েছ। আমরা যে তিমিরে
ছিলাম সেই তিমিরেই আছি।
তবে আমারা আশাবাদী
একদিন এ থেকে উত্তরণ
ঘটবেই।
২| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেন।
কোথায় আপনি?
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার গুরু বলেছেনঃ
একটু সময় নিয়ে উত্তর দিলে, সমস্যা কমে আসে।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
যারা মুজিববর্ষের ঘোষণা দিয়েছে ও পালনের কথা বলছে, তারা মুজিবের আদর্শের লোকজন নয়; তাদের প্রায় সবাই অপরাধী
১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি মুজিব বর্ষ পালনের বিরোধীতা করিনা
তা হলে কি আমি মুজিব আদর্শের লোক নই?
মুজিব বর্ষ পালন করলে কি আমি অপরাধী হবো?
৪| ১৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০২
এম ডি মুসা বলেছেন: মুজিব বর্ষে, চাহিদার যোগান রেখার উপর নির্ভর করেনা
পূর্বের অর্থ কারী উৎপাদনের উপর এই বছর চলে।
এই বছরের উৎপাদনে সামনে চলবে। মুজিব বর্ষে ভবিষ্যতে
সুন্দর হবে।।
১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের প্রত্যাশাও তাই
নতুন বছর মুজিব বর্ষ আশা নিয়ে বাধি বুক,
সব দুঃখের অবসানে সবাই পাবে মনে সুখ।
হিংসা আর কুটিলতা ছেড়ে দিলে ভালো হয়,
মুজিব বর্ষে এ আশা হবে হবে হবেই জয়।
সকলের মঙ্গল হোক। আপনাকে শুভেচ্ছা
৫| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনার গুরু বলেছেনঃ
একটু সময় নিয়ে উত্তর দিলে, সমস্যা কমে আসে।
গুরুর কথা মেনে চলুন। আখেরে ভালো হবে।
১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার গুরু আপনিই তার উপদেশ
বেদবাক্য হিসেবে মান্য করবেন।
কোন ভাবেই তার কথার খেলাপ
করবেন না। আপনার উপর শান্তি
বর্ষিত হোক।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: গত বছর যেমন গেছে, এই বছরে সেই রকম যাবে।
যেমন জ্যাম, ফুটপাত দখল, রাস্তা ভাঙ্গা + খোড়াখুড়ি, জলাবদ্ধতা, বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি, দূর্নীতি, ছিনতাই, দরিদ্র লোকজন রাস্তায় ঘুমানো। সব আগের মতোই চলবে।
মুজিববর্ষ মানে দেশে শান্তি বিরাজ করবে এরকম কিছু না।