নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
পৃথিবীর প্রতিটা ভাষার ব্যকরণেই রয়েছে অদ্ভুত এবং মজার কিছু বিষয়। চলুন জেনে নে’য়া যাক ইংরেজী ভাষায় ব্যবহৃত হয়েছে এমন কিছু অদ্ভুত- কিম্ভূতকিমাকার শব্দাবলী। এতে পাবেন ইংরেজী নিয়ে ৪২ টি মজার ও বিস্ময়কর তথ্য, ইংরেজি শব্দার্থ, সবচেয়ে বেশি ব্যাবহার করা শব্দসমূহ,ইংরেজি গুরুত্বপূর্ণ বাক্য সমূহ, ইংরেজিতে কথা বলার কনফিডেন্স, কথা বলার স্টাইল ও আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের ভাল লাগবে যারা এখনো জানেন না।
১) সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- " Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis" is an English word that refers to a lung disease that is otherwise known as silicosis. It is the longest word in the English language published in a dictionary, the Oxford English Dictionary.
২) 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং
12+5+20+20+5+18=80
৩) ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
৪) “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
৫) “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
৬) “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
৭) “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে
( a-e-i-o-u) আছে।
৮) ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।
৯) Abstemious ও Facetious ইংরেজী শব্দ দুটির মধ্যে ৫টি vowel ই আছে।
১০) একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
১১) Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
১২) Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
১৩) vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
১৪) vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
১৫) গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
১৬) Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
১৭) University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
১৮) “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে
( u-o-i-e-a) আছে।
১৯) “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
২০) ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
২১) “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
২২) Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
২৩) A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
২৪) I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!
২৫) It is raining.
২৬) Bristi is reading.
২৭) বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে
২৮) Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
২৯) Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।
৩০) ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed
৩১) Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
৩২) ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous
৩৩) Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
৩৪) screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
৩৫) Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
৩৬) set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।
৩৭) therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he,
in, rein, her, here, ere, therein, herein
৩৮) Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।
৩৯) indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।
৪০) Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।
৪১) understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
৪২) queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]
২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আব্দুলহাক ভাইখ
আপনার জন্য বাংলাতে কিছু মজার তথ্যঃ
১) ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
২) আপেল খেতে যতই স্বাদ লাগুক, আপেলের ৮৪ ভাগই জল।
৩) এ মাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশী ।
৪) এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।
৫) এক ঘণ্টা চুইংগাম চাবালে শরীরে ৩০ ক্যালরি তাপ ক্ষয়।
৬) গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না ।
৭) চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।
৮) চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু গিলতে পারে না।
৯) জলের হাতি বা জলহস্তি জলের নিচে ৩০ মিনিট দম বন্ধ করে থাকতে পারে।
১০) যখন চাঁদ সরাসরি মাথার উপর, তখন আপনার ওজন সবচেয়ে কম।
১১) অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।
১২) তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!
১৩) এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব !
১৪) পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।
১৫) পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
১৬) পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।
১৭) পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ।দিয়ে।
১৮) প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার!
১৯) ফড়িংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান হাঁটুতে!
২০) মাছেরও কাশি হয়।
২১) মৌমাছির চোখ পাঁচটি।
২২) মশার দাঁত ৪৭ টি।
২৩) শামুক পা দিয়ে নি:শ্বাস নেয়। শামুকের নাক চারটি ।
২৪) শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে কচ্ছপ।
২৫) হাতি একমাত্র স্তন্যপায়ী, যারা লাফ দিতে পারে না।
২৬) বয়স বাড়ার সাথে সাথে চোখের রঙ হালকা হয়ে যায়।
২৭) গড়ে একজন মানুষের চোখ বছরে ৪২লাখ বার পলক ফেলে।
২৮) মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ (নিউরন)।
২৯) হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।
৩০) মানবদেহের মোট হাড়ের ১/৪ অংশ পায়ে অবস্থিত!
৩১) প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬জন সতেরোতে পা দেয়।
৩২) আপনি চোখ খুলে কখনোই হাঁচি।দিতে পারবেন না। বিশ্বাস না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।
৩৩) আপনি কখনো আপনার কনুই কামড় দিতে পারবেন না । চেষ্টা করে দেখুন!
৩৪) গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার।আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেতো!
৩৫) আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই। কিন্তু আমরা জানি কি এক পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির জল খরচ করতে হয়
২| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: পোষ্টে মজা পাই নাই।
তবে প্রথম মন্তব্যকারীর যে উত্তর দিয়েছেন সেটা ভালো লেগেছে।
২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবীতে সব চেয়ে কঠিন কাজ কাউকে মজা দেওয়া।
পৃথিবী থেকে ক্রমান্বয়ে মজা উঠে যাচ্ছে।
মজা না থাকার কারণে একসময়
আর বেঁচে থাকতে ইচ্ছা
হবেনা।
৩| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৫
নীল আকাশ বলেছেন: নতুন অনেক কিছু জানলাম তবে ৯ নাম্বারটাতে ভুল তথ্য দেয়া আছে। a নেই।
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আর একবার মিলিয়ে দেখুন দয়া করে।
এবার তো ভুল হবার কথা না।
ধন্যবাদ আপনাকে।
৪| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮
ভুয়া মফিজ বলেছেন: ইন্টারেস্টিং লেখা। ভালো লাগলো।
৩১) প্রতি মিনিটে যুক্তরাষ্ট্রে ৬জন সতেরোতে পা দেয়। যুক্তরাষ্ট্রে কতজন মানুষ থেকে গাধায় পরিনত হয়, তার কোন পরিসংখ্যান নাই?
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কতজন গাধা হয় জানিনা তবে
৫০% অমানুষ হয় তা জানি।
৫| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
বেশীরভাগ আমেরিকান ইংরেজীর এসব ইন্টারেষ্টিং বিষয় জানে বলে মনে হয় না
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অমানুষগুলো বাদে বাকীরা জানে
বলে আমার ধারনা। তা না হলে
আপনার ওখানে থাকা কষ্টসাধ্য
হতো।
৬| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১০
একাল-সেকাল বলেছেন:
ইংরেজিতে "Cats and Dogs" অর্থাৎ, কুত্তা বিলাই একসাথে হলেই মুষলধারে বৃষ্টি হয়।
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
It's raining cats and dogs (মুষলধারে বৃষ্টি হচ্ছে) এখন
অপ্রচলিত হয়ে গেছে। তবে আমি পড়েছি এবং মনেও রেখেছি।
৭| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশীর ভাগই আগে পড়েছি, যদিও মনে থাকেনা।
২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনে থাকেনা বলেই স্মরণ করিয়ে দেয়া।
অনেক দিন পরে আপনাকে পেয়ে দারুন খুশী হয়েছি।
কেমন আছেন মরুভূমির জলদস্যু?
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাংলায় এমন কিচ্ছু নেই?