নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

অনন্য এক ইংরেজি শব্দ fuck !!!! জানুন তার আদ্যোপান্ত

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৭


অনন্য এক ইংরেজি শব্দ fuck। উচ্চারণের বিভিন্নতার দ্বারা এই একটি শব্দের মাধ্যমে ব্যথা,বেদনা, আনন্দ, ভালবাসা, ঘৃণা সবই প্রকাশ করা যায়। অন্যান্য অনেক ইংরেজি শব্দের মত এই(fuck) শব্দটিও জার্মান ভাষা থেকে আগত। জার্মান শব্দটি হল (frichen) যার অর্থ আঘাত করা। ইংরেজি ভাষায় shit এবং fuck দুটি শব্দই অসংলগ্নতার দিক থেকে সমভাবে বিবেচিত। কিন্তু আমাদের দেশে অনেকেই কথায় কথায় যখন oh shit বলে ওঠে তখন কেউ মাইন্ড করে না।কিন্তু এই fuck শব্দটা শুনলেই সবার মধ্যে কেমন যেনঅনুভুতির সৃষ্টি হয়। ইংরেজি ভাষায় (fuck) শব্দটি ব্যকরণের অনেক ক্যাটাগরিতে পড়তে পারে। ক্রিয়াপদের ক্ষেত্রেই ধরুন, এটিকে transitive হিসেবেও ব্যবহার করা যায় আবার intransitive হিসেবেও ব্যবহার করা যায়।
transitive এর ক্ষেত্রে ধরুন, Faruk fucked Moumita. আবার intransitive এর ক্ষেত্রে Faruk is fucked (ফারুকের সর্বনাশ হয়ে গেছে)। এটা বিশেষণ হিসেবেও ব্যবহৃত হতে পারে।
Kabir is doing all the fucking job. (সব বাজে কাজগুলো কবিরই করছে)।
adverb হিসেবেও এটা ব্যবহার করা হয়। ক্রিয়ার বিশেষণের ক্ষেত্রে, Naima talkes fucking too much. (নাইমা খুব বেশি কথা বলে) আবার বিশেষণের বিশেষণ হিসেবে, Katrina is fucking beautiful. (ক্যাটরিনা তো চরম সুন্দরী)।
বিশেষ্য হিসেবে ব্যবহার করা যায়। যেমন, I dont give fuck what you say. (আপনি কি বলেন তাতে আমি থোরাইকেয়ার করি)।
conjunction হিসেবেও এটি ব্যবহৃত হয়, Ratna is easy, fuck she's also stupid. ( রতনা সরল, কিন্তু সে একইসাথে বোকাও)। interjection হিসেবেও ব্যবহৃত হয়, Fuck! I'm late for my date with Ratna. (ধুর, আমি আবার রতনার সাথে ডেটিংএ লেট হইয়া গেছি)।
অনেক সময় কোন শব্দের মাঝে এটিকে বসিয়েও আরেকটি শব্দ তৈরি করা যায়।
যেমন, absofucklutely, অথবা fuckincredible.
এবার দেখা যাক, এই fuck শব্দটি দ্বারা কত রকমের ভাব প্রকাশ করা যায়।
অভ্যর্থনাঃ "How the fuck are ya?" (কিরে কেমন আছিস?)
প্রতারণাঃ "I got fucked by the car dealer." (আমি গাড়ি বিক্রেতার দ্বারা প্রতারিত হয়েছি)
বিপদঃ "I guess I'm fucked now." (মনে হয় আমার বারটা বাইজা গেছে)
হুমকিঃ "FUCK YOU!" (খাইছি তোরে)
নেতিবাচক সন্দেহঃ "What the fuck . . .?" (কি সব. . . ?)
জটিলতাঃ "I don't understand this fucking question!" (এত প্যাঁচওয়ালা প্রশ্ন বুঝবার পারি না)
নৈরাশ্যঃ "Fucked again..." (আবার সর্বনাশ)
আনন্দঃ "I couldn't be fucking happier." (আমি এর চেয়ে খুশি হতে পারতাম না)
নিরানন্দঃ "What the fuck is going on here?" (কি হইতেছে এই সব?)
হারিয়ে যাওয়াঃ "Where the fuck we are." (কই আসলাম আমরা)
অবিশ্বাসঃ "FUCKING UNBELIEVABLE!" (পুরোপুরি অবিশ্বাস্য)
অস্বীকারঃ "I didn't fucking do it." (আমি এটা করি নি)
উদাসীনঃ "Who really gives a fuck?" (কে আছে কেয়ার নেয়ার মত)
জিজ্ঞাসাঃ "Who the fuck are you?" (তুমি আবার কে?)
আক্রমণাত্মক নির্দেশনাঃ "Fuck off." (এটার অর্থ আপনারাই বের করে নিন)
ইতিহাসের অনেক বিখ্যাত ব্যাক্তিও এই শব্দটি বিভিন্ন সময় তাদের কথায় ব্যবহার করেছেন।

"What the fuck was that?" – হিরোশিমার মেয়র
"Where the fuck is all this water coming from?" – টাইটানিকের ক্যাপ্টেন
"Who's gonna fucking find out?" – রিচার্ড নিক্সন
"Let the fucking woman drive." – স্পেস শাটলের জনৈক কমান্ডার
"Any fucking idiot could understand that." –আইনস্টাইন
"It does so fucking look like her!" – পাবলো পিকাসো
"How the fuck did you work that out?" – পিথাগোরাস
The evidences of evolution in this world are so much available that anyone can easily understand. But if some still don’t understand they may fuck off. – রিচার্ড ডকিন্স
"You want what on the fucking ceiling?" –মিশেল অ্যান্জেলো
"Fuck a duck." – ওয়াল্ট ডিজনি
"Why?- Because its fucking there!" – এডমন্ড হিলারি
"I need this parade like I need a fucking hole in my head." – জন এফ কেনেডি

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ৬০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ সত্যি আপনার নামে মামলা হতো। আমি সামান্যের জন্য ভিরমি খেয়েছিলাম। পরে পড়তে শুরু করে আসল বিষয় বুঝছি।

এই শব্দটা জবর মাারত্মক।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনে আছেন বলে অল্পের জন্য রক্ষা পেলাম আব্দুলহাক ভাই
তা না হলে আজ খবর হতো। তার পরেও শেষ রক্ষা হলোনা।
রশীদ ভাই Sue করে দিয়েছে।

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০

ভুয়া মফিজ বলেছেন: আপনার Fuck-কথন চমৎকার হয়েছে। এবার Dick নিয়ে কিছু লেখেন! কারন আমাদের এই ব্লগে Dickhead বেড়ে যাচ্ছে!!! :P

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Dick নিয়ে লিখবো কিনা সেটা পরের কথা!
তবে আপনি যদি কখনো নরওয়েতে যান
তা হলে দয়াকরে Pick শব্দটি ভুলেও উচ্চারণ করবেন না ।
কেননা নরওয়েতে এই Pick এর অর্থ দাড়ায় "Dick"

৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

What a faking post !! - (কি দারুণ পোস্ট !!) ++

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Not "What a faking post" !!
but what a fucking post =p~

৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ!! মাফ করো।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কায়মনোবাক্যে আল্লাহর কাছে মাফ চাইলে তিনি
তার নিজ গুনে ক্ষমা করে দিবেন। তিনি (আল্লাহ)
পরম করুনাময় ও ক্ষমাশীল

৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০২

এস এম মামুন অর রশীদ বলেছেন: A pile of shit, even if wrapped into the finest paper, is still shit. Similarly, this word, however much you, O the senior media activist, rejoice in its so-called multifaceted usage, remains a profane slang and is not be uttered if you wish to maintain proper etiquette. If you are however angry, frustrated, and momentarily out of your mind and hence are oblivious of proper behavior, you may say it. But no amount of the saying of it by the famous will elevate its status as a formally accepted expression.

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ রশীদ ভাই।
যত কদর্য হোক বা আবর্জনা তা
বিষয় নয়, বিষয়টি হলো জানার।
মলমুত্র জাতীয় শব্দগুলো প্রাকাশ্যে
উচ্চারণ করা অশ্লীলতা বলে তার
ব্যবহার কে কখন অস্বীকার করতে
পেরেছে। প্রয়োজনে জানা অপরাধ
নয় যতটা সুশীলরা মনে করে। গোপনে
যে বেশ্যার ভাত খায় তাতে কি তার জাত
যাবে? জানার কোন বিকল্প নাই তাই জানতে
চাই, জানাতে চাই। গন্ধ পেলে গন্ধ এড়িয়ে চলা
উত্তম কেননা মল নিয়ে ঘাটাঘাটি করলে গন্ধ বেশী
ছড়াবে। তার দ্বায় কিন্তু মলের নয় বরং যে ঘাটে তার।
ভালো থাকবেন।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

লেখক বলেছেন:
Not "What a faking post" !!
but what a fucking post

বানান ভুল ছিল নাকি ? B:-)

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুটি বানান মিলিয়ে দেখুন
ভুল চোখে পড়বে।
ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ ভাই

৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দেখেছি ! মজা করলাম :)
আপনাকেও ধন্যবাদ।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ অনেক্ষন
ধরে সাথে থাকার জন্য। ভালো থাকবেন
সবসময় আর নতুনকে জানার চেষ্টা করবেন।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮

খোলা মনের কথা বলেছেন: its really fucking post. Strange!!! :D :D :D

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Oh, really !!!

৯| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

একাল-সেকাল বলেছেন:
ধন্যবাদ, আজকের পর থেকে faking কে আর fucking বলে বিভ্রান্ত হবনা। !:#P

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আপনাকে
একাল-সেকাল আর ভবিষ্যৎ কাল !

১০| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পোস্ট।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মাইদুল ভাই।
অনেকদিন পরে দেখলাম,
কেমন আছেন? শুভেচ্ছা জানবেন

১১| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
একাল-সেকাল বলেছেন:
ধন্যবাদ, আজকের পর থেকে faking কে আর fucking বলে বিভ্রান্ত হবনা।

আমার মন্তব্যের U কিভাবে A হয়ে গেল বুঝলাম না। আজ অনেক ভুল হয়েছে। এটা নিশ্চয় আমার অজ্ঞতা নয়। :(

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্যাপার না !! বিব্রত হবার কিছুন নাই।
আমরা আর বিভ্রনান্ত হবো না
একাল-সেকালের মতো।

১২| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসল অর্থটাইতো কইলেন না ;) যে কারণে ইহাকে এখনও ডিকশনারীতে স্থান দেয়া হয়নি। এই শব্দ এখনও কিতাবী বা অফিসিয়াল ভাষায় ব্যবহার করা অপরাধ। যদিও আমেরিকান সমাজে এটা ডাল ভাতের মত একটা শব্দ(যা আপনার পোস্টেই আছে)...

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ বিচার মানুন আর নাই মানুন তালগাছ আপনার!!
ভাই ১৯৬৫ সালে সালে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন সাইপ্রাসে
আমেরিকান পরিকল্পনার আপত্তি জানাতে গ্রীক রাষ্ট্রদূত আলেকজান্দ্রোস
মাতাসকে বলেছিলেন, ""Fuck your parliament and your constitution"
ডিকসনারীতে এর স্থান না পেলেও এর ব্যবহার কিন্তু থেমে নাই। সে যা হোক
"ইটস রেইনিং ক্যাটস এ্যান্ড ডগস" এর ব্যবহার ও নাই তবে বাক্যটি
এখনও ধুয়ে মুছে যায়নি।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এটা কমনলি ব্যবহৃত হয়, এটাকে আমরা F word নামেই চিনি।

চিন্তার কারণ নেই, রাগলে প্রায় সকলের মুখ দিয়ে এই শব্দটা বেরোতে চায় ;)

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আব্দুলহাক ভাই ধন্যবাদ আপনাকে,
কথা হলো জানাতে দোষ নাই।
ব্যবহার না করলেই গলো।
চুদুরবুদুর শব্দটি অশ্লীল না হলেও
উচ্চারণে আপত্তি আছে অনেকের।
সংসদেও এর প্রেয়োগ হয়।
ভালো থাকবেন।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২

শের শায়রী বলেছেন: আমি এমন একটা সেক্টরে জব করি যেটায় সাধারনতঃ পুরুষরাই করে, ইদানিং হাতে গোনা অল্প কিছু মেয়ে আসছে তাও হাতে গোনা দুই তিন জন, ইউরোপে হয়ত অল্প কিছু আছে, যাই হোক কাজটার নেচার ই খুব টাফ, টাফ জব, টাফ মেন।। সেখানে প্রথম দিকে যখন জবে যাই (দেশে না বিদেশে) কিছু কিছু বিদেশী দেখতাম এই শব্দটা প্রতি বাক্যে এত সুন্দর ভাবে ব্যবহার করছে যে হতভম্ভ হয়ে যেতাম, প্রতিটা বাক্যের অলংকার হত এই শব্দটি। "যস্মিন দেশের যদাচার" লম্বা সময় এই ফিল্ডে কাজ করতে করতে এখন শুনি জুনিয়াররা বলে আমার মুখও নাকি খুব খারাপ :P

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হা হা হা !! দারুন বলেছেন।
প্রবাদ আছে- রোমে গেলে রোমান হও। সংস্কৃতে বলা হয়েছে- যস্মিন দেশে যদাচার
কিন্তু আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে 'অজি' হই না। আমরা কাছা খুলে হই নদী পার।
সুইডেনে Kiss/কিস (স্থানীয় উচ্চারন খিস) খিস বলতে বোঝানো হয় টয়লেটকে। সুইডিস কোন মেয়েকে বলবেন না যে আই ওয়ান্ট এ কিস ফ্রম ইউ,,,তাইলে আপনার মুখেই মুত্র বিয়োগ করে দিতে পারে। সুইডিস ভাষায় এই কিসকে বলে“Pee”আর Pee” মানেতো জানে্ই
আমাদের আসল আদতটা প্রায় অমোচনীয়। রাস্তা পার হতে ফাঁকা রাস্তার জন্য
অপেক্ষা করার ধৈর্য তো নেই। সাঁই সাঁই গতিতে ছুটে চলা গাড়ির সামনে দিয়ে যারা
অবলীলায় 'এলাহি ভরসা' বলে দৌড় লাগাই, সেই অকুতোভয় মানুষদের অবাক লাগবে
এটা ভেবে- কেন এখানকার লোকজন পোস্টের বাটন চেপে সবুজ সংকেত জ্বলে ওঠার
জন্য ঠায় দাঁড়িয়ে থাকেন! এদের কি কোনো কাজ নেই?

১৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকে সালাম, আপনি অন্তত শব্দের সদ্ব্যবহার করতে জানেন। :P

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Nice comment, I appreciate it.
Thank you very much Abdlhaque Bhai.

১৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুদূর-ভূধর ;)

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

১৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

টুনা বলেছেন: জানতে বা জানাতে কোন দোষ নেই। শেয়ার করার জন্য ধন্যবাদ। আমিও শেয়ার দিয়ে দিয়েছি।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক ধন্যবাদ টুনা শেয়ার করার জন্য, অন্তত টুনি এটা জানুক।
হাহাহাহা..................... =p~

১৮| ২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু ,





যেভাবে বলতে চেয়েছিলুম, দেখি "স্বপ্নবাজ সৌরভ" ৩ নম্বর মন্তব্যে সেটাই বলেছেন! কিন্তু............... হোয়াট আ ফাকিং মিসটেক ! :|

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
‘Time and tide wait for none’
সময় ও স্রোত কারো জন্য বসে থাকেনা।
আপনি দেরী করে ফেলেছেন তাই আপনি যা ভেবেছেন
"স্বপ্নবাজ সৌরভ" ৩ নম্বর মন্তব্যে সেটাই বলেছেন!

১৯| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: =p~ হাহাহাহাহা, ঠিকাছে ভাইসাব ঠিকাছে :P

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনারে সুুকুমার বাবুর একটা কবিতা শুনাইঃ

অসময়ে মেহমান
ঘরে ঢুকে বসে যান
বোঝালাম ঝামেলার
যতগুলো দিক আছে
তিনি হেসে বললেন
ঠিক আছে ঠিক আছে ।
রেশনের পচা চাল
টলটলে বাসি ডাল
থালাটাও ভাঙা-চোরা
বাটিটাও লিক আছে
খেতে বসে জানালেন
ঠিক আছে ঠিক আছে ।
মেঘ দেখে মেহমান
চাইলেন ছাতাখান
দেখালাম ছাতাটার
শুধু কটা শিক আছে
তবু তিনি বললেন
ঠিক আছে ঠিক আছে ।

২০| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: নাহ! মুরব্বি আপনাদের নিয়ে আর পারা গেল না । ;) আল্লাহ তুমি রহম করো ।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একমাত্র আল্লাহ ই রহমতের মালিক
তিনি অবশ্যই রহম করবেন। ভয়ের কিছু নাই।

২১| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: বুঝলাম না এমন একটা পোস্ট অথচ গাজী চাচাজানকে দেখছি না।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবরে একটা কড়া ডোজ দিছিলাম তার সম্প্রতিক এক পেস্টে
তার লেখার শিরোনাম নারীর সামাজিক অবস্হান নিয়ে ধর্মের কোন পজেটিভ ভুমিকা নেই
মেজাজ খারাপ হয়ে গেল, দিলাম উচ্চমাত্রার ডোজ!! সে কারণে হয়তে মনোক্ষু্ন্ন !! তবে আমার
বিশ্বাস সে ফিরবে আবার এখানে নয়তো অন্যকোন্ খানে!

২২| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঠিকাছে ভাইসাব ঠিকাছে, সব ঠিক ঠাক আছে,

কাঁঠাল গাছে আঁটা আছে, ঘাটে পৈঠা আছে, কৈ মাছে কাটা আছে, আরও কত্ত কী যে আছে!!!!

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু নাই শান্তি !!
আমরা শান্তি চা্ই
কোন বিবাদে নাই।

২৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: I was fuckin’ scared if you finally fuck up the whole fuckin’ issue fuckin’ at the end. But ‘am fuckin’ happy that it’s been a wonderful fuckin’ blogpost. Fukcin’ durdanto hoiche, I must say.

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Sona Bhai, Don't be affraid !
Be cool. It is not a real fucking post.
It is just for fun.

২৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৩৯

আকতার আর হোসাইন বলেছেন: It seems to be me that the the post is fucking unbearable!!!!!


Reading this fucking post, I'm really speechless.

And I forced to say,

What a fucking post it is!!
[ইংরেজির ভুল ধইরেন না, কমই পারি]

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
If you take this post for fuck then it will painful for me.
I have published this post only for fun.
Please be patient. don't be afraid.
Take care of your mind.

২৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কায়মনোবাক্যে আল্লাহর কাছে মাফ চাইলে তিনি
তার নিজ গুনে ক্ষমা করে দিবেন। তিনি (আল্লাহ)
পরম করুনাময় ও ক্ষমাশীল

আপনার রসবোধ আমাকে মুগ্ধ করে।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার আমুল পরিবর্তনের জন্য ধন্যবাদ রাজীব ভা্ই।
কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি বান্দার
গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ
করে দিন। আমিন

রস শুধু কচি বয়সে বের হবেএমন শর্ত নাই!!
পড়ন্ত বয়সেও রসবোধ জাগ্রত রাখা যায় যদি
তার পরিচর্যা করা হয়। ভালো থাকবেন।

২৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

২৭| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬

পদ্মপুকুর বলেছেন: আমি নিশ্চিত নই যে এটা আপনি কোন যায়গা থেকে শেয়ার দিয়েছেন, তবে এ ধরনের অমৌলিক লেখা, যেগুলো কমনলি পপুলার, তা পোস্টে দেয়ার আগে একটু চেক করলে ভালো হয়, নিদেনপক্ষে ক্রেডিটলাইনটা দেওয়া উচিৎ স্যার। এই বিখ্যাত পোস্টটা দেখুন। তাহলেই আমাকে ক্ষমা করতে পারবেন।

শুভ ব্লগিং, ভালো থাকবেন।

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ লেখাটি আজীবন অমৌলিকই থাকবে। কারন এর কপি রাইট নাই।
আপনি যে লিংকটি দিয়েছেন তারও মৌলিক লেখা নয়। কিছুটা কাটছাট
করে সবাই এটা শুধুমাত্র মজা করার জন্য প্রকাশ করে। যা হোক কেউ
যদি মজা পায় তা সে যতই্ অমৌলিক হোকনা কেন তাতে দোষের কিছু
নাই বলেই আমার ধারনা। আর ক্রেডিট লাইন দিতে গেলে সম্ভবত ১হাত
কাকুরের ১৩ হাত বিচির দশা হবে। আপনাকে ধন্যবাদ

২৮| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬

নীল আকাশ বলেছেন: কী বলবো বাংলায় না ইংলিশে সেটা পোস্টের পর মন্তব্য পড়ার পর গুলিয়ে ফেললাম। তবে এটা ঠিক আপনি অনেক কষ্ট করেছেন এই পোস্ট লেখার জন্য। That's a fucking hell of a job!!! congrats!!!

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
What a fucking comments !!!
Bla, bla, bla

২৯| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৭

ফয়সাল রকি বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম।

২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সামান্য বিষয়ে আপনার
মুগ্ধতা দেখে আপ্লুত হলাম!!

৩০| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৮

আকতার আর হোসাইন বলেছেন: চাচা তো দেখছি পুরোপুরি ক্ষেইপা গেলেন। আসলে আমিও মজা করতে চাইছি। ফান করার চেষ্টা করেছি।

Fucking unbearable দিয়ে অবিশ্বাস্য...

Reading this fucking post দিয়ে পোস্টটা সুন্দর হয়েছে বুঝাতে চেয়েছি।

এখন যদি ভুলে অন্য কিছু বুঝিয়ে থাকি সেটা সজ্ঞানে নয়। দুঃখিত। ক্ষমা দেন।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাগের কোন হেতু নাই
আপনার মন্তব্যের প্রতিউত্তর
করেছি। আপনি যা বোঝাতে
চেয়েছেন আমি তা বুঝেছি।
unbearable মানে অসহ্য !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.