নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয় ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী পদ্মা দেবীর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩


নির্বাক চলচ্চিত্র এবং প্রথম দিকের সবাক চলচ্চিত্রের জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী পদ্মা দেবী। ধীরুভাই দেশাই পরিচালিত এবং সরাজ ফিল্ম কোম্পানির প্রযোজনায় সমুদ্র দেবী ছবিতে মূল ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। পদ্মা দেবী তার কেরিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। আজ এই অভিনেত্রীর ৩৭তম মৃত্যুবাবর্ষিকী। ১৯৮৩ খ্রিষ্টাব্দের আজকের দিনে পদ্মা দেবী মৃত্যবরন করেন। জনপ্রিয় ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী পদ্মা দেবীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

পদ্মা দেবী ১৯১৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ভারতের বাংলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস মাদারিপুর। তার প্রকৃত নাম নীলিমা। ১৯৩১ খ্রিষ্টাব্দে পদ্মা দেবী সমুদ্রদেবী চলচ্চিত্রের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেছিলেন। পদ্মা ছিলেন ভারতীয় সিনেমার প্রথম দিকের অ্যাকশন নায়িকাদের একজন। পদ্মা দেবী অভিনীত কিসান কন্যা প্রথম দেশীয়ভাবে তৈরি রঙিন চলচ্চিত্র যা ১৯৩৭ খ্রিষ্টাব্দে মুক্তি পেয়েছিল। চলতি দুনিয়া, হিন্দুস্তান হামারা, যিনি রাম তিনি কৃষ্ণো এক-ই দেহে রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, মা ভবানী আমার মা এবং আরও অনেক চলচ্চিত্রে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রে গান গেয়েছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য সতী মহানন্দা (১৯৩৩), মহারানি (১৯৩৪), বেহেন কা প্রেম (১৯৩৫), স‌ংদিল সমাজ (১৯৩৬), কিষাণ কন্যা (১৯৩৭), জামানা (১৯৩৮)।হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি পদ্মা বাংলা ও কান্নদা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। পদ্মা দেবী তার কেরিয়ারে শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য তালিকাঃ
সমুদ্রদেবী (১৯৩১), হিন্দ কিষোরী (১৯৩২), জ্বালামুখী (১৯৩৬), কিষান কন্যা (১৯৩৭), দুই নারী (১৯৩৭)., মানা (১৯৩৮), হিন্দুস্তান হামারা (১৯৪০), মমতা (১৯৪২), মহাকবি কালিদাস (১৯৪২), শেষ রক্ষা (১৯৪৪), কুশ নসিব (১৯৪৬), বউঠাকুরাণীর হাট (১৯৫৩), সাড়ে চুয়াত্তর (১৯৫৩), সাহেব বিবি গোলাম (১৯৫৬), বাড়ী থেকে পালিয়ে (১৯৫৮), জলসাঘর (১৯৫৮), ক্ষুধিত পাষান (১৯৬০), কাশ্মীর কা কলি (১৯৬৪), জন অরণ্য (১৯৭৬), এরুণ বরুন ও কিরণ মালা (১৯৭৯)। ১৯৮৩ খ্রিষ্টাব্দের পহেলা ফেব্রুয়ারি পদ্মা দেবী মৃত্যবরন করেন। আজ এই অভিনেত্রীর ৩৭তম মৃত্যুবাবর্ষিকী। ১৯৮৩ খ্রিষ্টাব্দের আজকের দিনে পদ্মা দেবী মৃত্যবরন করেন। জনপ্রিয় ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী পদ্মা দেবীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল
ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: হায় কপ্পাল উনাকে আজই প্রথম চিনলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্দের ভালো
আজ কেউ বলবেনা
আপনি তাকে চিনেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.