নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগ জীবনের রোজনামচা

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৮


২০১০ সালের ২১ আগস্ট ১ম পোস্ট করে সামুতে আমার ব্লগ জীবনের শুরু।

জারনো নিক নামে ব্লগিং করতাম। এই নিকে সর্বমোট ২৮৫টি পোস্ট সমাপ্ত করে ১৭ মে ২০১২ সালে ওই নিকের ইতি টানি।
ওই নিকে আমার ৮,৬৫১টি মন্তব্যের বিপরীতে ৭,৬৩৯টি মন্তব্য পাই।

এরই মাঝে নতুন নিক কোবিদ শুরু হয় ০২ মে ২০১২ সালে যার যবনিকা পাত ১৩ই মার্চ ২০১৬ সালে।
কোবিদ নিকের খতিয়ানে আমার ৭৬৩টি লেখা প্রকাশিত হয় যাহার বিপরিতে আমি ৪,৯১৯টি মন্তব্য পাই ১,৯৬৬টি মন্তব্যের জবাবে।

এরই ধারাবাহিকতায় নিজ নামে ব্লগিং শুরু হয়। নিজ নামে আছি ৫ বছর ৪ মাস যাবৎ।
নিজ নামে ব্লগিংয়ের পরিসংখ্যান নিম্মরূপঃ
পোস্ট করেছি: ২১৭৬টি
মন্তব্য করেছি: ১১৯৫১টি
মন্তব্য পেয়েছি: ১৬১৪৪টি
ব্লগ লিখেছি: ৫ বছর ৪ মাস
অনুসরণ করছি: ২ জন
অনুসরণ করছে: ১৬৩ জন

সব মিলিয়ে সামুতে আমার মোট ব্লগিংয়ের বয়স ব্লগ লিখেছি: ৯ বছর ৬ মাস।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ৫৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৩

কৌতুহলী বয় বলেছেন: বাহ বর্ণাঢ্য ব্লগিং জীবন

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
আজই প্রথম সাক্ষাৎ হলো
আপনার সাথে। আবার দেখা হবে
প্রত্যাশায় রইলাম। শুভ ব্লগিং

২| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৪

প্রেক্ষা বলেছেন: লম্বা সময়। দোয়া করি যেন সুস্থভাবে ব্লগিং করতে পারেন।শুভকামনা

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন।
আপনার প্রার্থনা কবুল হোক মহান
আল্লাহর দরবারে। হ্যাপি ব্লগিং

৩| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জারনো, কোবিদ দুটি নিকের লেখার সাথেই পরিচিত ছিলাম।
আফসোস আমি সামুতে দ্বিতীয় কোন নিক খুলিনি।

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ লিটন ভাই
সত্যি আজ আফসোস হচ্ছে
এত কাছাকাছি থেকেও কেন
ওই দিন পরিচয় হলোনা আপনার
সাথে। আসা করি বেঁচে থাকলে আগামী
ব্লগডেতে সাক্ষাৎ হবে।

আগের দুটে নিকের
পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি!!
তাই নিজ নামে ব্লগিং !!

৪| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন রলো।

আপনি আধুনিক মানুষ, আধুনিক যুগের লেখক।

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৬৩ বছর বয়সের মানুষকে
আধুনিক মানুষ বললে
বর্তমান প্রজন্ম মাইন্ড করবে।
অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা!!

৫| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো লাগলো। congrats.

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আলি ভাই
আমারও খুব ভালো লাগলো।

৬| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

জাহিদ হাসান বলেছেন: কোবিদ!

কোভিড-১৯ ভাইরাসের কথা মনে করায়া দেওয়া নিক। মারহাবা।

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাইজান
কোভিড-ভাইরাসের সাথে কোবিদের সংজ্ঞার কোন মিল নাই।
বাংলাএর অভিধানে কোবিদ এর সংজ্ঞা
কোবিদ [ kōbida ] বিণ. পণ্ডিত; (কোনো বিদ্যায়) দক্ষ, পারদর্শী
(অস্ত্রকোবিদ, শিল্পকোবিদ)। [সং. কো + √ বিদ্ + অ]।

আশা করি বুঝতে পেরেছেন পার্থক্যটি !!

৭| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "৬৩ বছর বয়সের মানুষকে
আধুনিক মানুষ বললে
বর্তমান প্রজন্ম মাইন্ড করবে।
অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা!! "

-২০ বছরের টগবগে অনেক তরুণ বাংগালী ভয়ংকর গুহামানব।

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য!!
এটা কি তবে ডিজিটালের প্রভাব ?

যাহোক ড্যানিয়েল সুয়েলো সুয়েলো সম্পর্কে আপনি কিছু জানেন?
তিনিও ছিলেন একজন গুহা মানব।
এক যুগ আগে যখন ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে যায়
তখন সুয়েলোকে পাগল মনে হয়েছিল তাঁর। বর্তমানে
সেই সুয়েলোই আর্থিক সংকটে থাকা আমেরিকার
হাজারো তরুণের প্রেরণার উৎস।

সুয়েলো বলেন‘আমি টাকা বা কোনো পণ্য ব্যবহার করি না।
কোনো সরকারি অনুদান আমি গ্রহণ করিনি।’
‘আমার ব্যক্তিগত দর্শন হলো যেটা মুক্ত অবস্থায় পাওয়া যায়
কিংবা যেগুলোকে সাধারণ মানুষ অবজ্ঞা করে সেগুলোকে গ্রহণ করা।
এ নীতি মানতে গেলে বেঁচে থাকতে কিংবা মারা যেতে পারি।’
সুয়েলো আরও বলেছেন, ‘আমাদের সমাজ এমনই যে আপনার
হাতে টাকা থাকতেই হবে। এখানে একটি পুঁজিবাদী সমাজের মধ্যে
আপনাকে থাকতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।’
সুয়েলো অর্থ ব্যবহার ছেড়ে দেওয়ার পর নিজের
পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সও ছুড়ে ফেলে দেন।
নিজের পৈতৃক নাম শেলাবার্গার বদলে রাখেন সুয়েলো।
স্প্যানিশ শব্দ সুয়েলোর অর্থ হলো মাটি।
সুয়েলো জীবনধারণ করেন ঘাস খেয়ে।
আর গোসল করেন পাহাড়ের ঝরনায়।

বিশ্বের প্রতিটি মানুষ গড়পড়তা মার্কিনিদের জীবনযাপনের
পরিবর্তে সুয়েলোর জীবন বেছে নিত, তবে পৃথিবীর পতন কিছুটা দেরি হতো।

৮| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৪২

নীলসাধু বলেছেন: অভিনন্দন নুরু ভাই। সেই কবে থেকে ব্লগীয় সম্পর্ক।
ভালো থাকুন।
আমরাতো স্ব বুড়োর দল হয়ে যাচ্ছি B-)

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ দাদা আপনারতো অজানা নয় কিছুই
প্রথম আলো ব্লগের সহযাত্রীও ছিলাম আমরা।
নানান চড়াই উৎড়াই পার করে পড়ন্ত বেলায়
বুড়োদের কাতারে নাম লিখিয়ে খারাপ লাগছেনা কিন্তু।
তবে অনেক কলম যোদ্ধারা আজ হারিয়ে গেছে কেউ
কালের গহ্বরে কেউবা ব্যক্তিগত জীবন ধারায়।
সবার জন্য শুভকামনা।

৯| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৯:০৬

শের শায়রী বলেছেন: আচ্ছা কোবিদের পরিচয় জানলাম। কোবিদ কে সে সময় দেখতাম বিভিন্ন বিখ্যাত মানুষদের নিয়ে পোষ্ট দেয় এখন যেমন নূরু ভাই দেয় :) আর জারনোর সময় আমি ব্লগে ভুমিষ্ঠ ই হইনি। অভিনন্দন বর্নাঢ্য ব্লগিং ক্যারিয়ারের জন্য ভাই।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আর
আড়ালে থাকতে মন চায়না তাই
সব প্রকাশ করে দিলাম।
'আপনাদের সব সময়
পাশে পেয়ে কৃতজ্ঞ্
আমি।

১০| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৯:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অভিনন্দন। আপনি এক জন অসাধারণ মানুষ।
অভিনন্দন। আপনি এক জন অসাধারণ মানুষ।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাদের ভালোবাসায় সিক্ত আমি
আপনাদের ভালোবাসায় সিক্ত আমি
আপনাদের ভালোবাসায় সিক্ত আমি
আপনাদের ভালোবাসায় সিক্ত আমি

১১| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৯:২৬

ইসিয়াক বলেছেন: অভিনন্দন,শুভেচ্ছা ও শুভকামনা রইলো নুরু ভাই।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে ইসিয়াক ভাই
কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের
ভালোবাসার জবাবে।
পাশে থাকবেন
সবসময় সেই
প্রত্যাশায়

১২| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,





হুমমমমমমম " জারনো" নামটি আমি ভুলিনি। আমার প্রথমদিককার লেখাতে জারনোর দৃপ্ত পদচারণা এখনও মনে আছে আমার।
মন্তব্য ও প্রতিমন্তব্যের ভেতর দিয়ে একটা ব্লগীয় আত্মিক সম্পর্কও মনে হয় গড়ে ঊঠেছিলো।

আপনার ব্লগজীবন আরও দীর্ঘায়িত হোক। শুভকামনা নিরন্তর।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আামিও আপনাকে ভুলিনাই আজও।
তখন আমার কড়া মন্তব্যে খুব বেশী
বন্ধু ছিলনা আমার, তবে যে কয়জন
ছিলো তার মধ্যে আপনি একজন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
তৃতীয় ধাপেও সাথে থাকার জন্য।

১৩| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: আগে বলেন এত নামে ব্লগিং করেছেন কেন??
এক নামে থাকলে সমস্যা কি?

০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমস্যাটা কোন এক মন্তব্যে বলেছি
আশা করি ব্যাখ্যা আপনার মনপূত হবে।

১৪| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৫১

সাগর শরীফ বলেছেন: দীর্ঘ সময়! অনুপ্রেরণা পেলাম।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেগে থাকলে একসময় সফলতা আসেই
সফলতা কতটুকু অর্জন করেছি জানিনা
তবে বন্ধু হয়েছে অনেক যারা দোয়া করে
ভালো থাকার জন্য।

১৫| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:



এবার "ব্লগ দিবসে" যাবার পরদিন থেকে আপনার বয়স লাফ দিয়ে বেড়ে গেছে। অনেক জন্মদিন একত্রে চলে গেছে?

০৯ ই মার্চ, ২০২০ রাত ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতদিন আড়ালে ছিলাম ব্লগ দিবসরে পরদিন থেকে
জনসম্মুখে আসলাম। যদিও কয়েকজনের সাথে আগে
থেকেই দেখা সাক্ষাৎ হতো। যার মাঝে নীলদা, প্রামানিক ভাই,
মেঝদা, চারু মান্নান প্রমুখ।

১৬| ০৯ ই মার্চ, ২০২০ ভোর ৪:১৯

সোহানী বলেছেন: কোবিদের লিখার সাথে পরিচিত ছিলাম। হঠাৎ সেটা বন্ধ হয়ে একই ধরনের লিখা আপনি চালু করার পর বুঝতে পেরেছিলাম আপনিই সেই। আমি সেখানে প্রশ্নও রেখেছিলাম কিন্তু উত্তর তখন পাইনি। এখন পেলাম।

অভিনন্দন আপনাকে দীর্ঘ সময় একসাথে পথ চলার জন্য।

অনেক ভালো থাকুন আর এমন করে পোস্ট দিয়ে যান।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবুরে মেওয়া ফলে !!
সবার কৌতুল নিবৃত করার
মানসে আজকের এই পোস্ট।
আশা করি আজ থেকে সব কৌতুহলের
অবসান হলো। সবার জন্য শুভকামনা।

১৭| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ৭:৫৩

কাবিল বলেছেন: চাঁদগাজী মামার সঙ্গে দেখছি ভালোই খাতির জমে গেছে ;) নাকি আপনার স্বরূপ দেখে মামার মন গলে গেছে :)

আপনার ব্লগজীবন আরও দীর্ঘায়িত হোক। শুভকামনা রইল।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে নদীর যেমন ভাও
বুঝে শুনে ভাষাও নাও।

যখন নমনীয় গাজীসাব
আমিও তখন লাগাই ভাব।

ম্যাওপ্যাও করলে শুরু
মানিনা কে শিষ্য গুরু।

গুনী লোকের রাখি মান
পারতে করিনা অপমান।


১৮| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
সমস্যাটা কোন এক মন্তব্যে বলেছি
আশা করি ব্যাখ্যা আপনার মনপূত হবে।


কোন মন্তব্যে?? কই খুজব?
পাচ্ছি না। আমাকে নতুন করে আবার বলুন।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিজিটাল যুগের পোলাপাইনের এই এক সমস্যা !!
কষ্ট করতে রাজী নয়। সব রেডিমেড চায়। দুই আঙ্গুলের
স্পর্শে সব কিছু হাজির করতে চায়। আফসোস !!
যা হোক ৩ নং মন্তব্যকারী লিটন ভাইয়ের মন্তব্যের জবাবে
কারণ ব্যাখ্যা করেছি। দেখেন মনপূতঃ হয় কিনা।

১৯| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনি একজন অসাধারণ ব্লগার। ব্লগ ডে তে পরিচিত হয়ে বুঝলাম আপনি সাদাসিধা আর অসাধারণ একজন মানুষ। কম বয়েসীদের স্নেহ করতে জানেন আপনার অবস্থান থেকে। চমৎকার আপনার ব্লগিও জীবন।
কোবিদ নিকটা আমার খুব প্রিয় ছিল। নিকের আড়ালে যে আপনি সেটা জেনেছি অনেক পরে। ভালো থাকবেন। দোয়া করবেন দেশটার জন্য , আমাদের জন্য । ভালো মানুষের দোয়া কবুল হয়।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অশেষ ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ ভাই.
ব্লগ দিবসের স্মৃতি স্মরণ করার জন্য। আপনাদের
সাথে পরিচিত হয়ে খুবই প্রীত হযেছিলাম। সবার সাথে
উপস্থিত থেকেও কারো কারো সাথে পরিচিত হতে
পারিনাই বলে মর্ম পীড়ায় আছি। আশা করি আবারও
দেখা হবে কোন একদিন। কোবিদকে স্মরণ রাখার জন্য
অসংখ্য ধন্যবাদ।

২০| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এবং শেষ মেষ নিজের নামে স্বমহিমায় ব্লগিং করে যাচ্ছেন।
অভিনন্দন। ভাল থাকুন।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই একদিন মা ও মাটির টানে ফিরে আসে আপন আলয়ে।
আমিও তাই নানা চড়াই উৎরাই পার করে নিজ ভূমে ফিরে
এলাম নিজ নামে। কবির ভাষায়ঃ

ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে॥

২১| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ১০:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শুভ কামনা।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার জন্যও অসংখ্য শুভেচ্ছা,
শুভকামনা ও আন্তরিক ভালোবাসা।

২২| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ডিজিটাল যুগের পোলাপাইনের এই এক সমস্যা !!
কষ্ট করতে রাজী নয়। সব রেডিমেড চায়। দুই আঙ্গুলের
স্পর্শে সব কিছু হাজির করতে চায়। আফসোস !!
যা হোক ৩ নং মন্তব্যকারী লিটন ভাইয়ের মন্তব্যের জবাবে
কারণ ব্যাখ্যা করেছি। দেখেন মনপূতঃ হয় কিনা।

না মনপূত হলো না। অন্য কোনো ঘটনা আছে।
পাসওয়ার্ড হারিয়ে গেছে এটা হাস্যকর। ছেলেভুলানোর কথায় আমি ভুলবো না। আসল ঘটনা বলেন।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাসওয়ার্ডগুলো আজো মনে করতে পারছিনা
সম্ভবত বয়সের কারণে। তবে আর কোন কারণ
ছিলো কিনা তাও মনে করতে পারছিনা। কারন
একই সৃতি হাতিরিয়েও কিছুই মনে করতে পারছিনা।

২৩| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০০

রেজওয়ান তানিম বলেছেন: আপনার জারনো নিক আমার পরিচিত ছিল, আপনি আমার লেখা তখন ওই নিকে পড়তেন। ওটা যে আপনি জেনে আনন্দিত হলাম

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ তানিম ভ্রাতা।
জারনোকে মনে রাখার সম্ভবত
অন্য কোন কারনও ছিলো। কেননা
অনেক বিজ্ঞ ও ভালো মানের ব্লগার
হারিয়ে গেছে সামু থেকে, তাদের কথা
খুব কমই মনে পড়ে।

২৪| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২১

ডঃ এম এ আলী বলেছেন:
খুব ভাল লাগল বর্ণিল দীর্ঘ ব্লগ জীবনের কথা ও পরিসংখ্যান দেখে।
স্বনামে ব্লগিংএর মহিমা ক্রমগত বৃদ্ধি পাক ।
গুণীজনদের কে নিয়ে লেখালেখি করে নীজকেও নিয়ে
গেছেন গুণীজনের কাতারে ।
আপনার ব্লগ জীবনের উত্তরোত্তর সাফল্য কমনা করছি।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্রদ্ধেয় আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ
বাংলা ভাষা তথা বিশ্বের সকল সাহিত্যে সাহিত্যিকরা
অনেক সময় নিজেদের নাম আত্মগোপন করে অন্যকোন
নামে সাহিত্য রচনা করতেন। বাংলা ভাষাতেও এর ব্যতিক্রম
হয়নি। অনেক কবি, সাহিত্যিক,উপন্যাসিক, নাট্যকার তাদের
আসল নাম গোপন করে ছদ্মনামে সাহিত্য রচনা করতেন।

একসময় তারাও স্বনামে প্রকাশিত হতেন। আমি তাদের
মতো বিখ্যাত না তবুও স্বনামে ব্লগিং করে আত্মতৃপ্তি পাচ্ছি।

২৫| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগের প্রোফাইল পিক টা (টাই পরা) কি আপনারই ছিল? ওখানে তো অনেক তরুণ লাগত...

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এটিতো এখনো আমারই আছে।
তরুনরা কি প্রবিণ হবে না!!

২৬| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৬

ANIKAT KAMAL বলেছেন: অাস ছালামু অালাই কুম নুরু ভাই। ব্লগ জীব‌নের রোজনামচা প‌ড়ে ভীষণ ভা‌লোলাগার চে‌য়ে বিস্মিত হলাম মন্ত‌ব্যের অা‌ঙ্গিনায় । সত্যি অনন্য অসাধারণ মানুষ অাপ‌নি । প্রশংসা বা শ্রদ্ধা জা‌নি‌য়ে ছোট কর‌তে চাইনা অাপনাকে। সমস্ত প্রশংসা অাল্লাহর । অাপনার ম‌নোহর যাদুকরী লেখনীর জন্য অন্ত‌রের গভীর থে‌কে শ্রদ্ধা ভা‌লোবাসা অফুরান। ভা‌লোথাক‌বেন সব সময়। অা‌মি ব্ল‌গে লি‌খে বে‌চে থোকার অবলম্বন পে‌য়ে‌ছিলাম। কিন্তু ব্লগ ভুব‌নের কর্তৃপক্ষ সেভ থে‌কে জেনা‌রে‌লে অানায় অামার পায় মৃত্যু হ‌য়ে‌ছে । অ‌ন্যের লেখায় মন্তব্য ক‌রে বেঁ‌চে থাকা অার কি। নতুন ব্লগও খুল‌তে পা‌রিনা। এটা একজন বন্ধু খু‌লে দি‌য়ে‌ছিল । পৃ‌থিবী‌তে অামার ম‌তো চরম হতভাগ্য মানুষ দ্বিতীয়‌টি নেই। নামাজ কা‌য়ে‌মের পরকত মানু‌ষের কত রকম প্রাথর্না থা‌ক্্ন্তিু অামার দো'য়া অাল্লাহ অামার ম‌তো জীবন কা‌হিনী দি‌য়ে কাউ‌কে পা‌ঠিও না । স‌ত্যি ভাই অা‌মি যেন জীবন্ত লাশ । ভাই অামা‌কে ব্ল‌গে এক‌টি নতুন অাই ডি খু‌লে দি‌বেন। ০১৯৩১২১২৩২৪ নং দিলাম। কখ‌নো য‌দি ম‌নের পর্যবেক্ষনী ‌বিশ্লেষণী পরীক্ষাগা‌রে অামার ম‌তো ভাই‌য়ের প্র‌তি দয়ার উ‌দ্বেগ হয় স্মরণ কর‌বেন ধন্যবাদ। অাল্লাহ হা‌ফেজ

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে কামাল ভাই। আপনার আবেগ আপ্লুত মন্তব্য পাঠে প্রীত হলাম।
আপনার নিক সেফ থেকে জেনারেল হয়েছে তাতে এত ভেঙ্গে পড়ার কি আছে?
নিয়মকা্নুনের মধ্যে থেকে ব্লগিং করুন আবার সেফ হয়ে যাবেন। জাদিদ ভা্ইয়ের
সাথে যোগাযোগ করুন তিনি আপনার সেফ হওয়াকে তরান্বিত করতে পারেন।

আইটিসি এ্যাক্ট বলবত হবার কারনে সামুতে আগের মতো নিবন্ধন করার সুযোগ নাই।
আপনাকেই অথ্যাৎ নিজ থেকে আপনার নিবন্ধিত হতে হবে। ফোন নম্বর বা ইমেইলে
কনফার্ম হয়ে আইডি খোলার বাধ্যবাধকতা আছে। সুতরাং আমি চেষ্টা করলেও হয়তো
সফল হবো না। যে আপনার বর্তমান আ্ইডি খুলে দিয়েছে সে হয়ত নিয়মটা কড়াকড়ি
হবার আগে করে দিয়েছে। ভালো থাকবেন কামাল ভাই। আল্লাহর উপর সবসম/য ভরশা
রাখবেন। তিনি সব সমস্যার সমাধানের মালিক।

২৭| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

তারেক ফাহিম বলেছেন: প্রথম দিকের নিকগুলো সেফ হতে সময় কেমন লাগছে।

প্রথম দুটো নিক বদল হওয়ার কারন কি পাসওয়ার্ড ভুলে যাওয়া?



ভালো লাগছে দেখে আপনার বর্ণিল ব্লগ কাহিনী।
আপনার জন্য অভিনন্দন।
এভাবে যুগ যুগ ব্লগে থেকে জিয়ে থাকবেন আশা করছি।

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফাহিম ভাই, সে এক বিরাট ইতিহাস,
আইডি খুলে বসে আছি, নিয়মিত লিখে যাচ্ছি
অথচ প্রথম পাতায় প্রকাশ হয়না। কিযে এক
অব্যাক্ত যন্ত্রণা বলে বুঝানো যাবেন।

জি অনেক দিনের পাসওয়ার্ড ভুলেগেছি
অনেক দিন ব্যবহার না করার কারনে। ইচ্ছা
করলে কর্তৃপক্ষের সাহায্য নিয়ে পাসওয়ার্ড
উদ্ধার করতে পারি কিন্তু মন চাইছে না পুনরায়
ফিরে যাই ছদ্ম নামে !!
ধন্যবাদ সাথে থাকার জন্য।

২৮| ১০ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৫

রেজওয়ান তানিম বলেছেন: জারনো নামটা তো একটু ভিন্নধর্মী শব্দ। আমি বরাবরই ভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট.।

১২ ই মার্চ, ২০২০ রাত ১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

Meaning of journo is A journalist.

২৯| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৬

আমি তুমি আমরা বলেছেন: জারনো এবং কোবিদ-দুটো নিকই ব্লগে দেখেছি আমি। নিক দুটোর এরকম নাম দেয়ার কি কোন ইতিহাস আছে? নিক দুটো থেকে ব্লগিং করা বন্ধ করলেন কেন?

১৪ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ দুটো নিকের সাথে পূর্ব পরিচিত হবার জন্য।
প্রথম নিকের নামকরণ করা হয়েছে সাংবাদিকতার সাথে সংযুক্ত
থাকার কারনে। জারনালিস্ট এর সংক্ষিপ্ত রূপ জারনোণ। আর
দ্বিতীয়টি একটু অহমিকার ভাব নিয়ে দেয়া !! নিজেকে জ্ঞানী

বন্ধ হবার কারন প্রথমটির কি ওয়ার্ড ভুলে যাওয়া
পরেরটি বাদ দিলাম নিজ নামে আত্মপ্রকাশ করার
মানসে ।। যদিও সেটিরও পাসওয়ার্ড মনে নেই।
ইচ্ছা করলে উদ্ধার করা সম্ভব কিন্তু ইচ্ছা করিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.