নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

শেষ বিচারের দিন, শুধিতে হবে ঋণ

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০১

শেষ বিচারের দিন, শুধিতে হবে ঋণ
নূর মোহাম্মদ নূরু

নাস্তিকে নাস্তিকে ভরে গেছে দেশটা
জানিনা কিযে হবে তাহাদের শেষটা।
আল্লাহ খোদায় করে থোড়াই কেয়ার
কি ভাবে পায় তারা এতটা পাওয়ার!

ভাইরাস রোগব্যধি সবই দেন বিধাতা
ধরিতে অকৃতজ্ঞ ভূবনেযে ফাঁদ পাতা।
বোঝেনা তা মূর্খ কি যে এর মর্ম
নাস্তিকের শরীরের মোটা হয় চর্ম।

অনুভূতি থাকেনা খোদাকে ডরেনা
নাস্তিক একগুয়ে কারো ভয় করেনা।
চিরদিন কেউ কভূ দূনিয়াতে থাকেনা।
চুল পেকে সাদা হয় বুদ্ধিটা পাকেনা।

দু-দিনের দূনিয়ায় বাহাদূরী করে যে
ইতিহাস স্বাক্ষী লাঞ্ছিত হয় সে।
অহমিকা দাম্ভিক কেউ হলে ধরাতে,
পতন্ অনিবার্য পারবেনা রুধিতে।

শেষ ব্চিার দিনে শুধিতে হবে দায়
সবার কৃতকর্মের যেদিন সে হিসাব নেয় ।
কারো প্রতি বিন্দুমাত্র অবিচার হবেনা
সময় আছে কেন তবে হিসাবটা কষো না?


রচনাকালঃ ঢাকা, ২০ মার্চ ২০২০ইং

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৪

নেওয়াজ আলি বলেছেন: ,বেশ ভালো লাগলো । ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের শুধুমাত্র আল্লাহর কাছে আমাদের জানা অজানা
গুনাহের মাফ চাওয়া অত্যাবশ্যক।আল্লাহ ছাড়া কোন মা'বুদ
নাই আসমানী, জমিনি ও গায়েবী গজব থেকে নাজাত পাওয়ার।
সুতারাং তার করুনা প্রার্থনা করি আমরা সবা্ই।

২| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওদের সাহসের উৎস আমি পেয়েছি, "সূরা নাহল আয়াত ৬১ "আল্লাহ যদি মানুষকে তাদের সীমালঙ্ঘনের জন্য পাকড়াও করতেন, তাহলে যমীনের উপর কোন প্রাণীকেই তিনি রেহাই দিতেন না। কিন্তু তিনি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে সময় দেন। তাদের সময় এসে গেলে এক মুহূর্তও অগ্র-পশ্চাৎ করা হয় না।

আহসানুল বায়ান
আল্লাহ যদি মানুষকে তাদের সীমালংঘনের জন্য শাস্তি দিতেন, তাহলে ভূপৃষ্ঠে কোন জীব-জন্তুকেই রেহাই দিতেন না,[১] কিন্তু তিনি এক নির্দিষ্টকাল পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন;[২] অতঃপর যখন তাদের সময় আসে, তখন তারা মুহূর্তকালও বিলম্ব অথবা অগ্রগামী করতে পারে না।

[১] এটি মহান আল্লাহর সহনশীলতা এবং তাঁর হিকমত ও সুকৌশলের দাবী যে, তিনি পাপ করতে দেখেও নিজ অনুগ্রহ ছিনিয়ে নেন না অথবা সত্ত্বর পাকড়াও করেন না। পক্ষান্তরে যদি তিনি পাপ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে পাকড়াও শুরু করেন, তাহলে যুলুম, পাপ, কুফরী ও শিরক পৃথিবীতে এত ব্যাপক হয়ে গেছে যে, কোন জীবই অবশিষ্ট থাকত না। কারণ যখন পাপ ব্যাপক হয়ে পড়ে, তখন আযাবে সৎ লোকদেরকেও ধ্বংস করে দেওয়া হয়। তবে তারা পরকালে আল্লাহর নিকট পুরস্কারপ্রাপ্ত হবে। যেমন হাদীসে বর্ণিত হয়েছে। (দ্রঃ বুখারী ২১১৮, মুসলিম ২২০৬, ২২১০নং)


সাথে সাথে শাস্তি হয় না দেখে আমরাও যা ইচ্ছা তা করি। :(

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আব্দুলহাক ভাই
আসলে আমাদের দূর্বল ঈমানের কারনে
আমরা পদে পদে বিপদগ্রস্থ হই। আল্লাহকে
ভুলে আমরা মানুষের সাহায্য কামনা করি।
অথচ বিপদ আপদে একমাত্র রক্ষাকারী মহান
আল্লাহ। আমরা কোরআনের এই শাশ্বত বাণী
আমরা বিস্মৃত হই।

৩| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন সতর্কতার সাথে থাকতে হবে, একে অন্যের জন্য দোয়া করতে হবে সকলের জন্য।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু নাস্তিকেরা দোয়া বিশ্বাস করে না।
তারা মসজিদে নামাজ পড়ারও বিপক্ষে
অবস্থান নিয়েছে। আল্লাহ তাদের হেদােয়েত
দান করুন। আমিন

৪| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান এখন আমাদেরকে খুব সর্তক থাকতে হবে, আল্লাহর অনুমতি ছাড়া কোন বিপদ আসে না, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে আল্লাহ তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন।"
--[সূরা আত তাগাবুন ৬৪, আয়াত ১১].


এটা জীবাণু না গজব তা শুধুমাত্র আল্লাহ ভালো জানেন। আপনি তো আমার চেয়ে অনেক বেশি জানার কথা এই বিষয়ে। (আমি মজা করছি না। আজ আমি জুম্মায় যাব না, ঘরে নমাজ পড়ব। কম হলেও এক মাস যাবে এভাবে।)

২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সতর্ক থাকতে এবং সাবধান থাকতে বারণ নাই
তবে ঈমানকে মজবুত করতে হব্। কেননা
দো দিল বান্দা
,,,,,,,কালিমা চোর,
না পায় বেহেস্ত
,,,,,,না পায় গোর।


আল্লাহর উপর ঈমান রেখে নদী পার হতে চান
কিন্তু কাপড় উপরে তোলেন !! তা হলে ঈমান
মজবুত হলো কি?

৫| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইস্ট লণ্ডন মসজিদ

ইস্ট লণ্ডন মসজিদ

২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঈমানী শক্তির জোর কম
বলেই হয়তো মসজিদ বন্ধ
করে দেওয়া হয়েছে।
মসজিদ আল্লাহর ঘর
এই ঘরকে আল্লাহ নিজে
হেফাজত করবেন।

৬| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: আধুনিক মানুষেরা শেষ বিচারের দিনকে ভয় পায় না।

২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহকে ভয় না পাওয়া
তার আদেশ নির্দেশের
অবাধ্য হবার কারনেই
এটা আল্লাহর গজব্।

৭| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


আল্লাহকে দয়ালু হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে; আপনি বলছেন, আল্লাহ রোগ শোক দেয়, ইহা প্রমাণ করে যে, আল্লাহ সম্পর্কে যার যা ইচ্ছা সেটাই বলে। করোনার মতো রোগ আল্লাহ কেন মানুষকে দেবেন, ইহার পক্ষে আপনার কন লজিক?

২০ শে মার্চ, ২০২০ রাত ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহর হুকুমের অবাধ্য হলে আল্লাহ তাআলা অবাধ্য জাতির উপর আজাব ও গজব প্রেরণ করেন।
পবিত্র কুরআনে আরো ইরশাদ হচ্ছেঃ মানুষের উপর যেসব বালা-মুসিবত আসে তা তাদের কৃতকৃর্মের কারণে আসে। পবিত্র কুরআনের (সূরা : শূরা, আয়াত : ৩০ এ বলা হয়েছে ‘তোমাদের যে বিপদ-আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন’।
দুর্ভিক্ষ, মহানাদ, শীলাবৃষ্টি, মহামারী, পানিতে নিমজ্জন, অগ্নিকান্ড, বন্যা, এডিস মশা, ডেঙ্গু , চিকুনগুনিয়া, করোনা এসব হচ্ছে আল্লাহর গজবের অন্তর্ভুক্ত। এসব আল্লাহর গজব আসে মানুষের লাগামহীন পাপের কারণে।

হযরত নূহ (আ.) হতে হযরত মুহাম্মদ (সা.) এর পূর্ববর্তী নবী ও রাসুলগণের উম্মতের উপর যেসব আল্লাহর গজব নাজিল হয়েছে তা সেসব উম্মতগণের অন্যায়-অপকর্ম ও আল্লাহর অবাধ্যতার কারণেই হয়েছে। হযরত নূহ (আ.) এর উম্মতগণ তাঁকে অস্বীকার করে নানা ধরণের অপকর্মে লিপ্ত হলে আল্লাহপাক তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেন। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে ‘আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে পঞ্চাশ কম হাজার বছর (৯৫০ বছর) অবস্থান করেছিলো। অতঃপর প্লাবন তাদেরকে গ্রাস করে। কারণ তারা ছিলো চরম সীমালঙ্গনকারী’। (সূরা : আনকাবুত, আয়াত : ১৪)
হযরত নূহ (আ.) এবং উম্মতগণের মধ্যে যারা তাঁর অনুসারী ছিলো তাদের উপর আল্লাহ গজব নাজিল করেননি বা তাদেরকে ধ্বংস করেননি। ইরশাদ হচ্ছে‘অতঃপর আমি তাঁকে (নূহকে) এবং যারা নৌকায় আরোহণ করেছিলো তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্বজগতের জন্য ইহাকে করলাম একটি নিদর্শন’। (সূরা : আনকাবুত, আয়াত : ১৫)

৮| ২১ শে মার্চ, ২০২০ সকাল ৭:০৮

জাহিদ হাসান বলেছেন: Go corona, Corona Go !

Go corona, Corona Go ! Go corona, Corona Go ! Go corona, Corona Go !

২১ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Go corona, Corona Go !
Keep Trust !! Allah will do

৯| ২১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০১

রানার ব্লগ বলেছেন: কেউই মানা করে নাই আল্লাহতে বিশ্বাস না রাখতে , যারা নাস্তিক তারা তার বিশ্বাস নিয়ে আছে যারা আস্তিক তারা তার বিশ্বাস নিয়ে আছে। কিন্তু আস্তিকতার আড়ালে মানুষকে রুপকথার গল্প বলবেন আর তা বিশ্বাস না করলে সাথে সাথে বেইমান কাফের বলবেন এটা কেমন কথা? রোগ শোক বালাই যুগ যুগ ধরে আসছে , না এটা উইঘর মুসলিমদের উপকারের জন্য আসে, না এটা কাফের মারতে আসে। এটা আসে পৃথিবীর সকল মানুষের জন্য। যদি এমন হতো খালি আলহামদু সুরা পরে ফু দিলেই রোগ সেরে যাবে নুরু ভাই আপনি ও আপনার পরিবার কে অবশ্যই হাস্পাতাল নিবেন না খালি আলহামদু পরে ফু দিয়া আল্লার নামে শুয়ে থাকবেন। ধর্মকে মানুন এটা উচিৎ কিন্তু দয়া করে অন্ধ হবেন না।

*** আমি জানি আপনি বিশাল এক খানা গদ্য লিখে আমাকে প্রতি উত্তর দিবেন। সময়টা আপনি ও আপনার পরিবারের সুরক্ষায় লাগান এবং হাত ধৌত করেন , অচেনা অজানা মানুষের সাথে মোলাকাত করবেন না, যে কোন মানুষের কাছ থেকে মিনিমাম ৪ ফুট দুরত্তে থাকুন। ভির এরিয়ে চলুন, নামাজ ঘরে পরুন। জামাতে পড়তে চাইলে মাস্ক ব্যাবহার করুন ও ৪ ফুত দূরত্ব বজায় রাখুন। বাসায় জামাতে পরুন না , আপনার বাচ্চাদের সাথে নিয়া এটা বেস্ট। আপনি ইমাম হয়ে জান, নিশ্চই ইমাম হতে আলাদা টাইটেল পাস করা লাগে না।

২৩ শে মার্চ, ২০২০ রাত ৮:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

না, আমি বিশাল গদ্য লিখবনা।
তবে আমার বিশ্বাস একান্তই আমার।
যা বলেছি তা একান্তই আমার বিশ্বাস।
আপনাকে ধন্যবাদ। তবে সবাই নিরাপদ
থাকি এটাই মূল কথা। হোক তা দাওয়াই
বা দোয়া। আমি দাওয়াই ও দোয়া দুটোতেই
বিশ্বাস করি। এটা শিখিয়েছেন আমাদের দয়াল
নবী হযরত মোহাম্মদ (সঃ}

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.