নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

প্রখ্যাত ফরাসি চিত্রকর পল গোগাঁর ১১৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৮ ই মে, ২০২০ রাত ১১:৫৭


উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর পল গোগাঁ। উনবিংশ শতাব্দীর এই ফরাসি চিত্রশিল্পীর আঁকা তাহিতির দুই নারীর ছবিটি তিরিশ কোটি ডলার দামে বিক্রি হয়েছে। এই ছবির নাম ''হোয়েন উইল ইউ ম্যারি?" - কবে তুমি বিয়ে করবে? ছবিটি শিল্পী এঁকেছিলেন ১৮৯২ সালে। এর আগে আর কোনো চিত্রশিল্পীর ছবি এত চড়া দামে বিক্রি হয় নি। যতদূর জানা গেছে ছবিটি কিনেছে কাতারের একটি যাদুঘর যদিও সেখানকার কর্মকর্তারা এই কেনার কথা নিশ্চিত করেন নি। কাতারের রাজপরিবার সাম্প্রতিককালে পশ্চিমা শিল্পকর্মের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। দেশটির সাবেক সংস্কৃতিমন্ত্রী শেখ সাউদ বিন্‌ মোহাম্মদ আল-থানি দেশটির কোষাগার থেকে একশ কোটি ডলার পরিমাণ অর্থ শিল্পকর্ম কেনার পেছনে খরচ করেছিলেন। চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্ট মেকার, সিরামিস্ট এবং লেখক হিসাবে গোগাঁ প্রতীকবাদী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর চিত্রগুলিতে যে বিষয়গুলির অন্তর্নিহিত অর্থের প্রকাশ পায়েছে তা পৌরাণিক। তিনি চিত্রগুলো মূলত কাঠের খোদাই করা ছিলো। সাম্প্রতিক বছরগুলিতে, ফরাসী পলিনেশিয়ায় নির্মিত তাঁর বৈকল্পিক শিল্পকর্মের সমালোচনা এবং অপ্রাপ্ত বয়সী মেয়েদের সাথে তাঁর সম্পর্কের কারণে গোঁগা আর্ট গ্যালারীগুলির বিতর্কিত ব্যক্তিতে পরিণত হয়েছেন। সাহিত্যিক নারায়ণ সান্যাল তার জীবনের ছায়ায় ইতিহাসভিত্তিক উপন্যাস 'আবার যদি ইচ্ছা করো' রচনা করেছেন। সেখানে তার নাম গগন পাল। অপর চিত্রকর ভ্যান গখ, পরিচিত হয়েছেন 'চন্দ্রভান গর্গ নামে। আজ বিখ্যাত এই চিত্রকরের ১৭৭তম মৃত্যুবার্ষিকী। ১৯০৩ সালের আজকের দিনে তিনি ফ্রান্সে মৃত্যুবরণ করেন। প্রখ্যাত ফরাসি চিত্রকর পল গোগাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

(পল গগাঁর আঁকা তাহিতির দুই নারীর ছবি ''হোয়েন উইল ইউ ম্যারি?")
পল গোগাঁ ১৮৮৮ সালের ১৮ ই জুন ফ্রান্সের অর্লানসে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের বছরেই পুরো ইউরোপে বিপ্লবী উত্থান শুরু হয়ে যায়। তাঁর বাবা ৩৪ বছর বয়সী উদার সাংবাদিক, তিনি অর্লানসে বসবাসকারী উদ্যোক্তাদের পরিবার থেকে এসেছিলেন। তিনি যে পত্রিকার জন্য লিখেছিলেন সেটিকে ফরাসী সরকারের কর্তৃপক্ষ দ্বারা বন্ধ করা হলে তিনি ফ্রান্স ছেড়ে পালাতে বাধ্য হন। পল গোগাঁ ফ্রান্সে La Chapelle-Saint-Mesmin এ পড়াশুনা করেন। তিনি সেই স্কুলে তিন বছর কাটিয়েছেন। চৌদ্দ বছর বয়সে প্যারিসের লরিওল ইনস্টিটিউটে একটি নেভাল প্রিপারেটরি স্কুলে পড়াশুনা শুরু করেন। ১৮৭১ সালে, গোগাঁ প্যারিসে ফিরে আসেন যেখানে তিনি স্টকব্রোকার হিসাবে চাকরি করেছিলেন।

ব্যাক্তিগত জীবনে পল গোগাঁ ১৮৭৩ সালে, তিনি একটি ডেনিশ মহিলা Mette-Sophie Gadকে বিয়ে করেছিলেন। বিয়ের পরে ১০ বছরে ৫টি সন্তান জন্মে এই দম্পতির ঘরে। গোগাঁ ফুলটাইম চিত্রশিল্পীর জীবন বেছে নেওয়াতে বিয়ের ১১ বছের পরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ১৮৮৫ সালে তিনি আবার প্যারিসে চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত পল গঁগ্যাকে চিত্রশিল্পী হিসেবে কেউ সেভাবে মূল্যায়ন করেনি। কিন্তু ১৯০৩ সালে ফরাসি ‘পোস্ট-ইমপ্রেশনিস্ট’ এই শিল্পীর মৃত্যুর পরই তার কদর বেড়ে যায়। ১৮৯২ সালে অমর তৈলচিত্র ‘নাফেয়া ফা ইপোইপো’ (হোয়েন উইল ইউ ম্যারি) ছবিটি আঁকেন গঁগ্যা। এ ছবিতে তিনি তাহিতি দ্বীপের দুই নারীর প্রতিমূর্তি অঙ্কন করেন। ১৮৯১ সালে প্রথমবারের মতো তাহিতি দ্বীপে গিয়ে এই ছবির রসদ জোগাড় করেছিলেন গঁগ্যা। ১৯০৩ সালে তিনি স্বাধীনতা আন্দোলনের প্রচারের সাথে যুক্ত হন। ক্যালভারি নামে একজন তার নামে যৌন নিপীড়নের অভিযোগ করেন। এরজন্য ১৯০৩ সালের ২ মার্চ ৩ মাসের জন্য গোঁগার কারাদণ্ড হয়। এই সময় পল গোগাঁ অত্যন্ত দুর্বল এবং প্রচন্ড ব্যথায় ছিলেন তারপরে তাকে মরফিন ঔষুধ ব্যবহারের জন্য দেওয়া হয়। ১৯০৩ সালের ৮ ই মে হঠাৎ তাঁর মৃত্যু হয়। আজ বিখ্যাত এই চিত্রকরের ১৭৭তম মৃত্যুবার্ষিকী। প্রখ্যাত ফরাসি চিত্রকর পল গোগাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: পল গোগাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।

০৯ ই মে, ২০২০ রাত ১২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ খানসাব
পল গোগাঁর মৃত্যুবার্ষিকীতে
শ্রদ্ধা জানানোর জন্য।

২| ০৯ ই মে, ২০২০ সকাল ১০:৫২

জাফরুল মবীন বলেছেন: আমার ধারণা ছিলো ভ্যান গঁগই একমাত্র বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী যিনি মৃত্যুর পর মূল্যায়িত হয়েছিলেন। এখন তো আমার জ্ঞান ভান্ডারে গঁগের সাথে গোগাঁও যুক্ত হলো।শ্রদ্ধা জানাচ্ছি তাঁর প্রতি।

০৯ ই মে, ২০২০ বিকাল ৩:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিশ্বে অনেক কিছু ঘটে যায়, রয়ে যায়
মনের অজান্তে নিভৃতে গোপনে। তাই
পড়ার বিকল্প নাই সেই সব জানতে।
ধন্যবাদ মবীন ভাই ফরাসি চিত্রকর
পল গোগাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
নিবেদনের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.