নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

টু-লেট ছেড়ে এবার আমি বাড়িআলা হবো !!

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৪


টু-লেট ছেড়ে এবার আমি বাড়িআলা হবো !!
নূর মোহাম্মদ নুরু

কাগজেতে পড়ি ঢাকায় ভাড়াটিয়া নাই
বাস্তবেতে কথার সাথে মিল খুঁজে না পাই।
কম ভাড়াতে বাসা খুঁজি পাইনা মনের মতো
বাড়িআলার নানান কথা শর্ত জুড়ে কতো।

কাজ কর্ম চাকরী বাকরী সবই আছে বন্ধ
ঢাকা ছেড়ে চলে যাবো মনে দ্বিধা-দ্বন্দ্ব।
মাস গেলে ভাড়া দিতে নাস্তানাবুদ হই
বাড়িআলা তাগাদা দেয় বাসা ভাড়া কই?

করোনাতে ঘরে বন্দী চাকরী বাকরি নাই
খাবারেরই যোগার যে নাই ভাড়া কোথা পাই।
বেঁচে থাকাই দায় সেখানে বাড়তি ভাড়ার চাপ
বাড়িআলা বাসা ভাড়া করেনা তো মাপ।

মাথার উপর ঋণের বোঝা দিনে দিনে বাড়ে
তাই বলে কি বাড়িআলা বাসা ভাড়া ছাড়ে?
তাদের চাপে ভাড়াটিয়ার চোখে সর্ষে ফুল
এবার বুঝি জান আর মান হারাবে দুই কুল।

বাড়িআলা নেয়না খবর কি করি কি খাই
তাদের শুধু একই কথা ঘরভাড়াটা চাই।
তাদের নাকি হাজার খরচ কােরো আছে ঋণ
ভাড়া ছাড়া তাদেরও নাকি কষ্টে কাটে দিন!!

সব সমস্যা সমাধানে চাইযে শুধু টাকা
মহামারী করোনাতে পকেট করলো ফাঁকা।
তবে কিছু ভালো মানুষ সব খানেতে থাকে
ভাড়াটিয়ার খোঁজ খবর তারা কিন্তু রাখে।

আমার বেলা হয়না তাহা করে হাহাকার
ভাড়া দিতে দেরী হলে মুখটি করে ভার।
ভাবছি এবার ঢাকা ছেড়ে গ্রামে চলে যাবো
ভাড়াটিয়ার নাম ঘুচিয়ে বাড়িআলা হবো!!


নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার ভাই!
সবাই সেটা করতে পারলে ভালই হতো!!

কিন্তু, কারো কারো সেই সুযোগও নাই!!!

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভাই দেশের ঠিকানা এখনো আছে।
সেখানে গেলে কেউ ভাড়াটিয়া
বলার সাহস পাবেনা।
মৎস মারিব খাইবো সুখে
আহ কি আনন্দ লাগছে বুকে!!

২| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৩

শায়মা বলেছেন: তুমি বাড়িওয়ালা হয়ে বাড়ি ভারা মওকুফ করে দিও ভাইয়া! :)

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপু তোমার নিমন্ত্রণ রইলো
ভাড়া লাগবেনা মেহমনদারীও করবো।

৩| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমার বেলা হয়না তাহা করে হাহাকার
ভাড়া দিতে দেরী হলে মুখটি করে ভার।
ভাবছি এবার ঢাকা ছেড়ে গ্রামে চলে যাবো
ভাড়াটিয়ার নাম ঘুচিয়ে বাড়িআলা হবো!!


---চাচারে কইলাম আমি চাকরি ছাড়মু বাছা
গ্রামে গিয়া তোমার মতো হইমু আমি চাষা;
চাচায় কয় ক্যান বাজান কি সমস্যা তুমার
আমারে কেন কান্দাইতে চাও বেসুমার??

কইলাম চাচা ভাড়াইট্টা নাম ঘুচাইতে
যাইমু গ্রামে থাকতে -
নিজের বাড়ী নিজের ঘর থাকুম সুখে জীবন-ভর!
ঢাকায় থাইক্যা পেটে-ভাতে
পয়সা কি আর জমে গাঁটে!
ক্যামনে হইব বাড়ী-গাড়ি
বেতন-ভাতায় প’রে দাড়ি-
উপরি ফাও বাড়ীওয়ালার খবরদারি!
ক্যামনে বল সহ্য করি।
( আর মিলাইতে পারি না আপনার মতো! - আপনার অসীম ধৈর্য্য)

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার হয়েছে রিফাত ভাই
খান ভাইয়ের আধুনিক কবিতার
থেকে উৎকৃষ্ট!
চেষ্টা করলে আরো ভালো হবে।
লেগে থাকুন।

অ/ট. আমার আগের পোস্ট রেপ
হঠাৎ উধাও কেন বিনা নোটিশে
বুঝতে পারলামনা। !!

৪| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সময়োপযোগী লেখা ।


সুন্দর।+

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সেলিম ভাই আপনাদের মতো
দামী দামী শব্দ প্রয়োগে কবিতা
লিখতে পারিনা। তাই যা দেখি তা
সহজ সরল ভাষায় তাই প্রকাশ করি।
গুনী কবিকে পাঠক পেয়ে দারুন খুশি।

৫| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৭

শায়মা বলেছেন: আচছা আচ্ছা!!:)

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সত্যি করে বলছি আপু কথা কিন্তু সাচ্চা
চিড়া মুড়ি মান্ডা মিঠাই সাথে দিবো লাচ্চা্

৬| ১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৭

ঢুকিচেপা বলেছেন: দুর্দান্ত, এর উপর কোন কবিতাই হয় না।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ ঢুকিচেপা
আপনার আবেগ আমার বেগ
বাড়িয়ে দিলো। ভালো থাকব্নে।

৭| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:১২

জুন বলেছেন: বর্তমান পরিস্থিতিকে কবিতায় সুন্দর করে তুলে ধরেছেন ।
আসলেও অনেক বাড়িওয়ালা আর ভাড়াটিয়া সবাই মহাবিপদে এই করোনা কালে ।
ভালোলাগলো ।
+

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ আপু কবিতায় ভালো লাগা
প্রকাশ করার জন্য। বাস্তবতার সাথে কবিতার
মিল না থাকলে তা গ্রহনযোগ্যতা পায়না। কবিরাও
সামাজিক জীব সমাজ নিয়েই তাদের গবেষণা। তারই
প্রতিফলন কবিতায়। তবে আমি কবি নই সাধারন
চোখে যা দেখি সহজ ভাষায় তা প্রকাশ করি।

৮| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার বক্তব্য অনেক পরিষ্কার এবং ছন্দময় । চমৎকার লিখেছেন ।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই
মনে হয় আমি এযুগ নয়
সে যুগের কবি !! সহজ প্রকাশ
জটিলতা বর্জিত। তবে এ কবিতায়
জাতে ওঠা যাবেনা। চাই আধুনিক
আদিম শব্দের ঝনঝনানি !!

৯| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:


পদ্যে কথা বলা।
আপনি বাড়ী ভাড়ার সমবায় খুলুন, কাজ হবে অন্যদের জন্য কম ভাড়ায় বাড়ী বের করা।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ গাজীসাব
ঢাকায় এখন কমভাড়াতেও
বাড়ি মিলে তবে শর্ত অনেক।
সহনীয় ভাড়াও এখন অসহনীয়
মনে হয।

১০| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১৪

মা.হাসান বলেছেন: অনু-রিপনের শতাধিক বাড়ি, আপনার নাই, এই জন্য এত হিংসা?
হিংসার কিছু নাই।
পেশা পরিবর্তন করেন, করোনা হাসপাতাল খোলেন। আপনারও হবে।

১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পেশা পরির্তন করে কি কোন সুফল পাওয়া যাবে?
মনে হয়না !! দুনম্বরী সব পেশাতে থাকলেও যার
হয়না তার কোন পেশাতেই হবেনা। আমারও হবেনা।

১১| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:২৫

আরোগ্য বলেছেন: উভয় পক্ষই বিপাকে পড়েছে করোনা মহামারীতে।
ছড়াটা চমৎকার।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আরোগ্য দাদা'
আসলে মধ্যবিত্তের মতো
বালাই আর নাই। এরা না
পারে কইতে না পারে চাইতে।
উচ্চবিত্ত বাড়িআলাদের কথা
আলাদা।

১২| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এক জীবনেই উল্টো চিত্র।গ্রামের মানুষ অভাবের তাড়নায় শহরে চলে আসত এখন শহর থেকে গ্রামে যাবার চিন্তা করছে।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তাইতো বিজ্ঞজনেরা বলেন
এক মাঘে শীত যায়না বা
গাড়ীর চাকা একবার উপরে
আর একবার নীচে নামে। এটাই
নিয়তি। শহরটাকে এখন আর
আমার নিজের মনে হয়না তাই
ফিরে যাই মাটির টানে !!

১৩| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১৯

নেওয়াজ আলি বলেছেন: ভালো হবে আমি তখন আপনার হতে ভাড়া নিবো বাসা । একটু দয়া করবেন গরিব বলে।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সেখানে বাসা ভাড়া নিতে হয়না।
গ্রামের মানুষ অতিথিপরায়ন।
নিশ্চিন্তে বেড়াবেন যে ক'দিন
মন চায়।

১৪| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:২২

আকিব ইজাজ বলেছেন: ভাড়াটিয়া নাকি বাড়িওয়ালা, কে বেশি বিপাকে সেটাই মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। বাড়িওয়ালা বাকীর ভাড়া পাবে এই আসায় থাকে আর ভাড়াটিয়া আশায় থাকে ভাড়া মাফের। ওদিকে দুজনেরই কিন্তু পকেট ফাকা হতে হতে শূন্য হতে শুরু করেছে।

যাই হোক বাস্তবতায় ঘেরা ছড়াটা ভালো লেগেছে।

১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

উভয়েই বিপাকে আছে ইজাজ ভাই
তবে বিত্তশালী বাড়িআলার কথা আলাদা।
তাদের বাড়ি ভাড়ার টাকায় চলতে হয়না।

১৫| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "ধন্যবাদ গাজীসাব ঢাকায় এখন কমভাড়াতেও বাড়ি মিলে তবে শর্ত অনেক। "

-মালিকের মেয়েকে বিয়ে করতে হয়?

১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আফসোস সে সুযোগ আর আসবেনা ইহ জীবনে।
তবে অনেকেই মেয়ের জামাই হয়ে বাড়িআলা হয়ে
যাবার সুযোগ আছে।

১৬| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: চমৎকার ছড়া। এটাকে স্কুলের পাঠ্যসূচিতে দেয়া যেতে পারে। :)

১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভাবছি দেশে গিয়ে একটা প্রাথমিক বিদ্যালয় চালু করবো।
তাতে আমার নির্বাচিত পাঠ্যপুস্তক থাকবে আর সেখানে
এই ছড়াটি পাঠ্য করবো। কেন ঢাকা ছাড়লাম তার একটা
ইতিহাস হয়ে রইবে। কি বলেন !!

১৭| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: এই শহরে বাড়িওয়ালা হলেও শান্তি নাই। অনেক জ্বালা।

১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাড়িআলা হলে ভাড়াতো দিতে হয়না।
ভাড়া দেওয়া আর বাড়িআলার জ্বালা
আপনি বুঝবেন না !

১৮| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাড়াটিয়ার জ্বালা কেউ বুঝে না রে ভাই।

১৬ ই জুলাই, ২০২০ রাত ৯:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুরশীদ ভাই
“ চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে ”

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.