নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকা না থাকার উপকারিতা ! No girlfriend no tension

১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৯


জীবনে চলতে গেলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড প্রয়োজন। প্রেমিকার জন্য যেমন পাগল পুরুষরা। তেমনি প্রেমিকের জন্য নারী। তবে আমি ললনাদের শ্রদ্ধা রেখেই তাদের ব্যাপারে কিছু বলছিনা !! আমার উপদেশ আমার স্বগোত্রীয়দের জন্য। যারা রক্ত পানি করা পয়সা প্রেমিকার করকমলে অথবা পদতলে অর্ঘ দিচ্ছেন!! =p~ নিদৃষ্ট একটা বয়সে ( অনেক ইচড়ে পাকারা সেই বয়স হবার আগেই লিলুয়া বাতাসে খাবি খায়) ছেলেরা নিজের কোনো প্রেমিকা বা প্রেমিকনেই বলে দুঃখ করেন অনেকেই। জীবনে একটা প্রেম হলো না বলে আফসোসের শেষ নেই। বন্ধুরা প্রেমিকা নিয়ে রিকসায় ঘুরছে, ফুসকা খাচ্ছে; বার্গার-চিকেন, কোল্ডড্রিংস, আইসক্রিম খেতে খেতে স্বপ্নের জাল বুনছে, সিনেমায় যাচ্ছে, আর আপনি হিংসায় জ্বলছেন! আফসোস হচ্ছ, ইস আমার যদি একজন প্রেমিকা থাকতো! কিন্তু জানেন কি, প্রেমিকা না থাকার সুবিধা? সেটা জানলে অনেকেই হয়ত ভাববেন, যাক, একা আছি, এই বেশ ভালো আছি। আসুন জেনে নিই প্রেমিকা না থাকার কয়েকটি উপকারিতা।

১। নিজেই নিজের সিদ্ধান্ত নেয়া যায়ঃ
পেশার খাতিরে শহর বদলানো বা ঘুরতে যাওয়ার সময় আপনার যদি কোনো প্রেমিকা না থাকে তাহলে চট করে সিদ্ধান্ত নিতে পারবেন৷ ব্যাগ নিলেন, আর চলে গেলেন৷ কিন্তু বান্ধবী বা প্রেমিকা থাকলে আলোচনা করতে হবে৷ এমনকি আপনার সিদ্ধান্ত বদলাতেও হতে পারে৷

২। সাহস নিয়ে চলা যায়ঃ
একা থাকলে অন্য মেয়েদের দিকে তাকানোর সময় আপনার মনে কোনো অপরাধবোধ কাজ করবে না৷ যার সাথে ফ্লার্ট করবেন সে-ও খারাপ ভাববে না৷ আর সঙ্গে যদি প্রেমিকা থাকে, আপনার দুঃসাহসই হবে না অন্য মেয়ের দিকে তাকাতে৷ প্রেমিকাদের বেলাতেও ঠিত তাই।

৩। বাড়তি টাকা খরচ করতে হবে নাঃ
প্রেমিকা বা প্রেমিক থাকলে নিজেকে ফোকাস করার জন্য আপনাকে আজাইরা টাকা খরচ করতেই হবে। আজ কফিশপে তো কাল কোনো বড় রেস্টুরেন্টে, আবার পরশু শপিংমলে। এর মাঝে চা, ফুচকা ও চটপটি তো আছেই। আর সবাই খুব ভালো করেই জানেন এ প্রত্যেকটি ক্ষেত্রেই পকেট থেকে টাকা গুণতে হয়। তবে প্রেমিকাদের বেলায় খরচ কমই হয়ে থাকে। কিন্তু যদি প্রেমিক বা প্রেমিকা না থাকে তাহলে ভাবুন তো আপনার খরচ কতটা কমবে?

৪। একা থাকলে স্লিম থাকা যায়ঃ
ব্রিটেনে এক জরিপে দেখা গেছে, যেসব মানুষ সম্পর্কে জড়ায়, তাদের ৬২ শতাংশের ওজন ৭ কেজি পর্যন্ত বেড়ে যায়। ডেটিংয়ের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক রয়েছে বলে ওই জরিপের প্রতিবেদনে বলা হয়েছে। একা থাকলে মানুষ প্রচুর পরিশ্রম করে আর তাতে ওজনও কম থাকে, মোটা হওয়ার ভয়ও থাকে না।

৫। অফুরন্ত সময় পাওয়া যায়ঃ
যাদের প্রেমিকা আছে, তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, তাদের কতজন বই পড়ার, খেলা দেখার বা মুভি দেখার সময় পায়৷ একটা উত্তরই পাবেন, ‘সময়ই পাই না’৷ আর একা থাকলে নিজের ইচ্ছে মতো মুভি দেখা, গান শোনা, খেলা দেখার কত সময়!
৬। আরামের ঘুম হয়ঃ
‘ঘুম আসে না’- হঠাৎ বৃষ্টি’র সেই গানটার মতোই প্রেমিকদের অবস্থা৷ এটা সত্যিই অনেক মানুষ জানিয়েছে যে, প্রেমে পড়লে রাতের বেশিরভাগ সময় ফোনে প্রেমিকার সঙ্গে কথা হয়, তাই ঘুম খুব কম হয়৷ আর যদি একা থাকেন কোনো চিন্তা-ভাবনা, ঝগড়া-ঝাটি ছাড়া নিশ্চিন্ত ঘুম৷ আহ, এর চেয়ে শান্তি আর কী আছে!

৭। বিচ্ছেদের জ্বালা নেইঃ
যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ ভাগ বিয়ে ভেঙ্গে যায়৷ আর আর্থিক অসঙ্গতির কারণে অনেক পুরুষ চেয়েও তালাক পান না৷ এসব ঝামেলা এবং বিচ্ছেদের কষ্ট তাদেরই, যাদের প্রেমিকা, বান্ধবী বা স্ত্রী আছে৷ আপনার কী চিন্তা? আপনি তো একা, উপভোগ করুন জীবনটাকে৷

৮। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বাড়েঃ
যারা একা থাকেন, তারা বন্ধু-বান্ধবদের সঙ্গে দারুণ সময় কাটাতে পারেন৷ সময়ের কোনো বাঁধা-ধরা থাকে না৷ আর যাদের প্রেমিকা আছে তাদের জিজ্ঞেস করুন, বন্ধুদের কেবল প্রতিশ্রুতিই দেয়া হয়, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলো পূরণ করতে পারেন না৷ অথচ একলা থাকলে যখন খুশি বন্ধুদের সাথে দেখা কর, আড্ডা দাও, কোথাও ঘুরতে চলে যাও৷

৯। যেখানে কোনো চাহিদা বা আকাঙ্ক্ষা নেইঃ
প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়৷যেখানে কোনও চাহিদা বা আকাঙ্ক্ষা নেই - প্রতিটি সম্পর্কেই কিছু আকাঙ্ক্ষা এবং চাহিদা থাকে৷ আর প্রেমিকাদের অনেক চাহিদা পূরণ করতে গিয়ে প্রেমিকদের নাভিশ্বাস উঠে যায়৷ তাই প্রেমিকা না থাকলে আপনি বাড়াতে থাকুন আপনার ব্যাংক ব্যালেন্স বা খরচ করুন আপনার ইচ্ছে মতো৷ এত স্বাধীনতা আর কোথায়! এখন হিসাব করে দেখুন প্রেমিক/প্রেমিকায় জড়াবেন না একা থাকবেন। প্রশ্ন আমার উত্তর আপনার!! যদিও এটা খানসাব মানবেনা !!! তার girlfriend চাই ই চাই

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ৪৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


ইহা স্বাভাবিকভাবে জীবনের অংশ।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব এই সার কথা আমি আমার লেখার
প্রথম লা্ইনেই উল্লেখ করেছি। দিল্লীকা লাড্ডু এযে
যো খায়া ও পস্তায়া, যো না খায়া ওভি পস্তায়া!!
আমি সৎ উপদেশ দিলাম, মানলে মানুন না মানলে
গচ্চা দিন, আমার কি !! =p~ :-P

২| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অভিজ্ঞতা থেকেই লিখেছেন,তাই এত সুন্দর বিশ্লেষণ ।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব বলেছেন, আমার চুল নাকি বাতাসে পাকে নাই!!
তবে অংক কষে দেখতে পারেন যোগ ফল ঠিকই মিলে যাবে আশা করি। =p~

৩| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

মিরোরডডল বলেছেন:



হা হা হা...... কয়টা প্রেম করেছেন সেটা আগে বলেন :)
নিজে ঠিক প্রেম ট্রেম করে বিয়ে টিয়ে করে এখন সবাইকে ডিজকারেজ করছেন প্রেম না করতে ।
রম্য হিসেবে দারুণ হয়েছে ।
নাহ কথা আসলে সত্যি একা জীবনের মজাই আলাদা, আবার যুগল লাইফেও অন্য রকম মজা ।
দুইটাতেই এডভান্টেজ ডিজএডভান্টেজ আছে । লেখাটা পড়ে মজা পেলাম :)



১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সে এক বিরাট ইতিহাস!!
মনে করলে মনে জ্বালা বাড়ে
ভৃুলে থাকাও দায়।


প্রেম করিলেও দায় না করিলে প্রান যায়
কি করি উপায় বলো কি করি উপায়
তারে ধরনো না যায়
তারে ছারনো না যায়
কি করি উপায় ............

এত যে প্রেম জালা তবু তোরে কই
প্রেম না করিয়া আমি রইতে পারি কই.........

৪| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৮

মিরোরডডল বলেছেন:
শিরোনাম হবে প্রেমিক/প্রেমিকা না থাকার উপকারিতা :)

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি অবশ্য তাদের নিয়ে ভাবিনা যারা আমার বিপরীত!!
আমি আমার স্বজাতিকে সতর্ক করছি !! তাদের ব্যপারে
কিছু কইতে গেলে ঘরে টেকা দায় হবে !! এমনিতেই
কোয়ারেন্টাইনে আছি, বেশী কিছু বললে খবর আছে!!

৫| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

খেতে না পারলে আঙ্গুর ফল অনেক সময় টকই হয়।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভাই খেয়ে দেখেন !! মজা বুঝবেন যখন
মানিব্যাগের চেহারা ডায়াবেটিস রোগীর
মতো চিমসা হয়ে যাবে !! হাহাহা

৬| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: একজন প্রিয় মানুষ থাকলে কাজ করে আনন্দ পাওয়া যায়।

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সে জন্য রীনা, মিনা ডিকার তো আবশ্যক নাই
যাকে ভালো লাগে তাকে সাদী করে ঘর সংসার
শুরু করুন। টাকাও বাচবে আবার সব সেবাও
পা্ওয়া যাবে!! কি হবেনা একজনে !! :`>

৭| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৭

মিরোরডডল বলেছেন:



প্রেম করিলেও দায় না করিলে প্রান যায়
কি করি উপায় বলো কি করি উপায়
তারে ধরনো না যায়
তারে ছারনো না যায়
কি করি উপায় ............

এত যে প্রেম জালা তবু তোরে কই
প্রেম না করিয়া আমি রইতে পারি কই.........



এইবার সুন্দর বলেছেন । পানির অপর নাম যেমন জীবন, সেরকম জীবনের আরেক নাম প্রেম ।
পেট্রোল ছাড়া যেমন গাড়ী চলবে না, ঠিক সেরকম প্রেম না থাকলে সে জীবন গতি হারাবে, থেমে যাবে :)



১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শুধু গাড়ি চালাতে জানলেই হবেনা দাদা
সময় মতো ব্রেক কষতে না পারলে দূর্ঘটনা
ঘটার সমূহ সম্ভাবনা আছে ! দক্ষ ড্রাইভার
ঠিকই সামলে নিতে পারে সব !! সমস্যা হয়
আনাড়ী ড্রাইভারের !!! সব শেষ করে শেষে
দেবদাস সাজে !!

৮| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৩

মিরোরডডল বলেছেন:

হা হা হা ...... এবসোলিউটলি ট্রু :)

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই বয়সে ভুল বলার কি সুযোগ আছে!!!
পুরানা চাল ভাতে বাড়ে।

৯| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৮

ঢুকিচেপা বলেছেন: “( অনেক ইচড়ে পাকারা সেই বয়স হবার আগেই লিলুয়া বাতাসে খাবি খায়)”

এই লাইন কোথা হতে আবিষ্কৃত?

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা আমার অভিজ্ঞতা প্রসুত!!
অবুঝ প্রেম যার অপর নাম!!

১০| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫২

আকন বিডি বলেছেন: No Woman, No Cry (Africa Unite, 2005) - Bob Marley & The Wailers
আপনি দাদো এডারে কপি পেস্ট করছেন। ;)

১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব দেশেই আমার মতো বিজ্ঞ মানুষ আছে
যারা এর মর্ম বোঝে !!! =p~ :`>
সে বলছে গানে গানে আমি বলছি গদ্যে!!
গদ্য আর পদ্যে দুরান্ত সমন্বয় !!!

১১| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৮

আকন বিডি বলেছেন: গাজী সাহেব হুদাহুদি প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁস কইয়া চিক্কুর পারে না। :-B

১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব ঝানু মাল !!
তার সাথে নিজেকে তুলনা্
কইরেন না !!! তাতে দাঁত পড়ার
সমুহ সম্ভাবনা!!!

১২| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৭

আকন বিডি বলেছেন: না না,
দাদো অ্যাতো মুই কোন কালেও হইতে পারুমু না। :P শ্যাষকালে দাঁত হারাইলে মুই খামু ক্যামনে । :((

১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নিজের ভালো পাগলেও বোঝে !!

১৩| ১১ ই আগস্ট, ২০২০ রাত ১:২১

রাজীব নুর বলেছেন: আপনি কি কখনও প্রেম করেছেন?

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

না ভাই আমাদের সময়টাতে আপনাদের তথাকথিত
প্রেম করার সুযোগ ছিলোনা। স্কুল কলেজে আলাদা
আলাদা বেঞ্চে বসার সিস্টেম ছিলো। তা ছাড়া আমি
আপনার মতো বিশ্ব প্রেমিক না !! চেহারাও নায়ক মার্কা
না !!

১৪| ১১ ই আগস্ট, ২০২০ রাত ২:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: বয়স কোন রকমে ৫০ পার করলেই হল, প্রেম বা প্রেমিকা আর কিছুই লাগে না! শুধু টাকা লাগে বাঁচতে!

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

উদরাজী ভাই ওই বয়সে
ওগুলো বদ হজম হয় !!
খুকু আর মনিরের মতো।

১৫| ১১ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৫৫

নেওয়াজ আলি বলেছেন: চুল পাকিলে লোকে হয় বুড়ো । চল্লিশ গেল পঞ্চাশ গেল ........ :D

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জ্বি না, চুল পাকিলেই মা্নুষ হয়না বুড়ো
আসল প্রেমের বয়স তখনই শুরু!!

১৬| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০১

মনিরা সুলতানা বলেছেন: =p~ B-))
বুঝলাম জীবন থেকে নেয়া উপদেশ !
কিন্তু ভাই ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না :P

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কথা সত্য !! আপু
আমার কথাও কেউ
পাত্তা দেয়না !!
আমিও বলেছি
নেশা খাবি খা!
মারা যাবি যা !!

১৭| ১১ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইগো, প্রেম এমনই এক জিনিষ করলেও সমস্যা আবার না করলেো সমস্যা।

প্রেম বেশী করলে চরিত্রের :-B সমস্যা আর একবারে না করলে :> মনে লয় অন্য সমস্যা।চরিত্রের সমস্যা মাইনা লওয়া যায় কিন্তু পুরুষ মানুষ অইয়া হেই সমস্যা মাইনা লওয়া যায়না।

তাই পরিমিত B-)) প্রেম করা ভালাই মনে অয় যদি খরছে কুলায়।

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তাইতো কবি বলেঃ
প্রেম করিলেও দায় না করিলে প্রাণ যায়
কি করি উপায় বলো কি করি উপায়!!

১৮| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: তবুও প্রেম করে, প্রেমে পড়ে...........

১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রেম করা আর প্রেমে মরা
হবেনা যানি শুদ্ধ ধরা !!

১৯| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪১

অন্তরা রহমান বলেছেন: আঙ্গুর ফল টক - সেই শিয়ালের গল্পই আবার পড়লাম। ;)

১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছু আঙ্গুর ফল যে টাক
সে কথা অস্বীকার করার
যো নাই। তবে শিয়ালের
কাছে আঙ্গুর ফল টক হলেও
মানুষের কাছে কিন্তু নয়!!!

২০| ১১ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে.. জম্পেশ আড্ডা হয়েছে। পোস্ট অনুযায়ী সাহস জন্মেছে মনে।‌ইতিমধ্যে একজন কমেন্ট করেছেন। লেখাটি বোধহয় বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা। তবে আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বাসায় কেউ না দেখলেই ভালো।অন্যথায় আমাদের প্রিয় ভাইকে যে কোথায় থাকতে হবে কে জানে। হেহেহে

রেললাইনে গলা দেবো মাথা দেবো না।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দাদা POISON আবিস্কার করতে
ছয়জনকে আত্মাহুতি দিতে হয়েছিলো
বালে জনশ্রুতি আছে। আর Girlfriend
শব্দটি জন্মদিতে কত শত যুবককে তাদের
অর্থ আর সময়কে ঘৃতাহুতি দিতে হয়েছে
তার ইয়াত্তা নাই। আমিতো কোন ছার!!

২১| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৫

শায়মা বলেছেন: হা হা হা হা হা হা ভাইয়া!!!!!!!!!

হাাসতে হাসতে মরেছি। তবে তোমার পোস্টের সাথে আমি ২০০% সহমত। যাই হোক সবচেয়ে মজা লেগেছে প্রেমে পড়লে মানুষ মোটা হয়।

ইদানিং আরও আরও মোটা হয় কারণ ফাস্ট ফুড রেস্টুরেন্টে গার্লফ্রেন্ডকে খাওয়াতে খাওয়াতে আর নিজেও খেতে খেতে...... হাহাহাহাহাহাহা

তবে

১৯. ১১ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪১০

অন্তরা রহমান বলেছেন: আঙ্গুর ফল টক - সেই শিয়ালের গল্পই আবার পড়লাম। ;)
১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:২২০

লেখক বলেছেন:
কিছু আঙ্গুর ফল যে টাক
সে কথা অস্বীকার করার
যো নাই। তবে শিয়ালের
কাছে আঙ্গুর ফল টক হলেও
মানুষের কাছে কিন্তু নয়!!!


অন্তরা আপুনির ফ্যান হয়ে গেলাম!!!!!!!!!!!!!! হাহাহাহাহাহাহাহাহা এমন সত্য কেমনে বললো আপুটা!!!!!!!!!!!!

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্তরা আপু আমার ব্লগে নতুন আসলেও
জীবনে বহু ঘাত প্রতিঘাত, চড়াই উৎরাই
পার করেছেন বলে আমার ধারণা !! তিনিও
তার বাস্তবতা থেকে এমন মন্তব্য করেছেন আর
আমিও !! সুতর্রাং কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান।
অভিজ্ঞতার একটা মূল্য আছেনা !!! =p~

২২| ১২ ই আগস্ট, ২০২০ ভোর ৫:৪৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: No Girlfriend, no tension.
পুরোপুরি সত্য নয়। টেনশন একটা থাকেই। ;)

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

স্বামী বিশুদ্ধানন্দ দাদা সেটা আমি
প্রথমেই উল্লেখ করেছি যে,
ছেলেরা নিজের কোনো প্রেমিকা বা প্রেমিকনেই বলে দুঃখ করেন অনেকেই।
জীবনে একটা প্রেম হলো না বলে আফসোসের শেষ নেই। বন্ধুরা প্রেমিকা নিয়ে
রিকসায় ঘুরছে, ফুসকা খাচ্ছে; বার্গার-চিকেন, কোল্ডড্রিংস, আইসক্রিম খেতে
খেতে স্বপ্নের জাল বুনছে, সিনেমায় যাচ্ছে, আর আপনি হিংসায় জ্বলছেন!

২৩| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮

নীল আকাশ বলেছেন: মনিরা আপুর মতো আমিও বলতে চাই -
এটা ইতিহাসের শিক্ষা হলেও এই ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।
লেখা ভালো হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে কেউ মানে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.