নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মাটি ছাড়াই বাড়িতে ১২ মাস চাষ করুন ধনেপাতাঃ চাষ পদ্ধতি ভিডিও সহ

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৩

শীতকাল মানেই নানা রকমের সবজি, ফুল, ফল চাষের এক আদর্শ সময়। নুনের মতো বেশ কিছু উপাদান আছে যেগুলোর উপস্থিতিতে খাবার হয়ে ওঠে আরও সুস্বাদু। শীতকালে বিভিন্ন রকম শাক সবজির মধ্যে ধনেপাতা অন্যতম। অনেকেই আমরা ধনেপাতা খেতে খুব পছন্দ করি। শীতকালের বেশিরভাগ রান্নাতেই আমরা ধনেপাতা ব্যবহার করি। কারন ধনেপাতা যেকোনো সবজির স্বাদ বাড়িয়ে তোলে দ্বিগুণ। কিন্তু দুঃখের বিষয় সারাবছর বাজারে পাওয়া যায়না এই ধনেপাতা। শুধুমাত্র শীতেই পাওয়া যায়। যদি সারাবছরই পাওয়া যেত তাহলে খুব ভালো হতো তাই না? আর চিন্তা নেই এমন এক উপায় আজ আপনাকে বলে দেবো যার মাধ্যমে সারা বছর ধনে পাতা থাকবে আপনার বাড়িতে। এমনকি মাটিও লাগবে না এর চাষ করতে। অবাক হচ্ছেন কিভাবে সম্ভব! রান্নাঘরেই ছোট একটি জায়গার মধ্যে হাইড্রোপনিক মেথডে এই ধনেপাতার চাষ করতে পারবেন। মাটি ছাড়া ও ১২ মাস টবের মধ্যে ধনেপাতা চাষ করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সে পদ্ধতি।
বাড়িতেই বারোমাস ধনেপাতা চাষের জন্য নিন একটি বড়ো ছাকনি এবং বড়ো পাত্র। পাত্রটিতে এমন পরিমাণ জল দিন যাতে ছাকনি অবধি আসে জল আবার যেন ছাকনির উপরে জল উঠে না যায় তা খেয়াল রাখবেন। এরপর রাতে গোটা ধনে ভিজিয়ে পরের দিন সেগুলি জল থেকে ছেকে নিয়ে জল ভর্তি পত্রের উপরে রাখা ছাকনির মধ্যে বিছিয়ে দিন।
এরপর একটি সাদা কাপড় ঠাণ্ডা জলে ভিজিয়ে নিকরে নিয়ে উপর থেকে ঢেকে দিন। এরপর পাত্রটিকে এমন জায়গায় রাখুন যেখানে সূর্যের প্রখর রোদ এসে পরে না কিন্তু সামান্য হলেও আলো এসে পৌঁছায়। এইভাবে রেখে দিন আর কাপড়টা শুকিয়ে গেলে উপর থেকে জল স্প্রে করে দিন অথবা হাতে করে ছিটিয়ে দিন। ৫ দিন পর খুলে দেখতে পাবেন চারাগাছ বেরিয়ে আসছে। এরপর দুদিন পর দেখতে পাবেন চারাগাছ আরো বেশ কিছুটা বড়ো হয়েছে। এইভাবেই ২৮ দিনে ধনেপাতা খাওয়ার উপযোগী হয়ে উঠবে। এইভাবে স্টেপ বাই স্টেপ মেনে ধনেপাতা চাষ করলে ১২মাস বাড়িতে পাবেন ধনেপাতা।
সহজে বুঝবার জন্য ভিডিও দেখুন
সূত্রঃ
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:



খুবই সহজ পদ্ধতি, ভালো।

২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খুবই সহজ !
যে কেউ ইচ্ছা করলেই
সারা বছর ধুনে পাতার স্বাদ
নিতে পারবে আশা করি।

২| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ২:৫৩

অনল চৌধুরী বলেছেন: হাইড্রোপনিক(Hydroponic) পদ্ধতিতে পানিতে অনেককিছুরই চায় করা যায়।

২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বি দাদা আপনাকে ধন্যবাদ।
আপনি কেমন আছেন?
সাবধানে ও নিরাপদে
থাকুন।

৩| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ২:৫৪

রাজীব নুর বলেছেন: বাহ!!
এবার শীতে কিছু ধনিয়া মাটিতে ফেলে দিয়েছিলাম। কিছুদিন পর দেখি ধনে পাতা হয়ে গেছে।

২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ খানসাব
সুরভীকে বলবেন এই পদ্ধতিতে ধুনে পাতা
চাষ করতে। সে অনেক গুনী মানুষ
ইচ্ছা করলেই পারবে।
শুভ কামনা সবার জন্য।

৪| ২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১৯

বিদ্রোহী সিপাহী বলেছেন: পরীক্ষা করে দেখি। যুক্তি খারাপ নয়। ভাল থাকবেন।

২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চেষ্টা করলে সফল হবেনই ইনসাআল্লাহ।
লেগে পড়ুন। সফলতার সংবাদ দিবেন
আশা করি।

৫| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৯

সুখী এলিয়েন বলেছেন: পানিতে কিছু মিশালে কি আরো ভাল ফলাফল পাওয়া যাবে?

২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পানিতে কিছু না মিশালেই ভালো।
প্রাকৃতিক উপায়ে বেড়ে উঠুক ধনে পাতা।
কোন রাসয়নিক না মিশানোই উত্তম।

৬| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:১২

রিফাত হোসেন বলেছেন:

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রিফাত সাহেব
ভিডিওটি আগেই আমার
লেখার শেষে যুক্ত করা হয়েছে !!

৭| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৫

সোহানী বলেছেন: ওয়াও, দারুন পদ্ধতি।

৮| ২৫ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৩৬

অনল চৌধুরী বলেছেন: ধন্যবাদ ।
আমি ভালো আছি। ছাদে কারাতে আর ঘরে শরীরচর্চা ( বডি বিল্ডিং ) করি।
আপনি যোগ ব্যায়াম করতে পারেন।
প্রতিদিন ১৫ মিনিট করলেই হবে।

৯| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: মারহাবা বড় উত্তম পদ্ধতি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.